![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
দিবা- নিশির ক্রমাগন আর
চন্দ্র - সূর্যের আবর্তন,
নীল আকাশে ভেসে চলা
কালো মেঘের স্বগর্জন।
সব কিছুতেই পাই যে খুজে
প্রভু তোমার নিদর্শন ।
নানা রঙের ফল ফসলের
ষড় ঋতুর চক্রপাত ।
হেরি হেথায় সদাই আমি
শুধুই তোমার সুক্ষ্ম হাত।
দু'জাহানের মালিক তুমি
আমরা তোমার মাখলুকাত।
রোজ হাশরের হাকিম তুমি
চাই গুনাহের মাগফেরাত।
বিচার দিনে নসিব করো
মোর নবীজীর শাফায়াৎ ।
কতো গুনাহের সাগর মাঝে
ডুবে থাকি দিবা- রাত।
দয়াল প্রভু আপন দয়ায়
পার করিও পুলসিরাত।
কবুল করো হে দয়াময়
এই অধমের মুনাজাত।
দু'জাহানের মালিক তুমি
আমরা তোমার মাখলুকাত।
সব গুনাহের চাই যে ক্ষমা
এই করো জোড় মুনাজাত ।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।