![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
আজ পৃথিবীর চাঁদ হাসছে
হাসছে আরো তারা,
হাসে শিশু-কিশোর যুবা-বৃদ্ধ
আর বিশ্বাসী বান্দারা।
আজকে খুশির বান ডেকেছে
দেখ আনন্দেরই ধারা,
আনন্দে তাই দোলেরে মন
নতুন প্রাণের সাড়া।
আজকে সকল দীন-দুঃখি
আর কষ্ট-ক্লেশে যারা।
দৈনতা ও দুর্দশাতে সদা
অশ্রু বহায় যারা ।
অন্ন,সেবা, বস্ত্রাভাবে
জীবন যাদের ভরা।
মন খুলে আজ তাদের সেবায়
হবো আত্মহারা।
আজকের এই খুশির দিনে
হোক আমিত্ব কুরবান ।
নতুন পুলকে, নবীন আলোকে
হোক নব সূর্য উদিয়মান ।
মানবের তরে উদ্ভাসিত হোক
সতত জীবনের জয়গান।
অদ্যর এই ত্যাগ-তিতিক্ষা,কুরবানি
আনুক বয়ে অগনিত কল্যাণ !!!
২| ২৬ শে মে, ২০২০ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০২০ রাত ১০:৪৯
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা। ভালো লাগলো।