![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
সময় তো আর নাইরে বসে
কাটেও গেল বেলা '
খেলায় মেতে, শুয়ে-বসে
করো না আর হেলা ।
জীবণ প্রদীপ জ্বলছে বলেই
বসুধায় এতো জ্যোতি,
তেল ফুরালেই জীবন তরী
হারাবে তার গতি ,
দম ফুরালে সবার ভালেই
নামবে আধার রাতি।
কেউ জানেনা কখন কোথায়
বাজবে মরণ ঘড়ি,
থাকতে সময় নাও সাজিয়ে
পরলোকের বাড়ি।
ধরার বুকে এলেই যখন
চলবে বাঁচার লড়াই ।
বাঁচার তরেই লড়াই সবার
কিসের এতো বড়াই !!!