নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

ফয়াদ খান › বিস্তারিত পোস্টঃ

" তোর এসেছে পালা "

১০ ই জুন, ২০২০ রাত ৮:০৮

বাহুল্য ছেড়ে, আয় এগিয়ে ,তোর এসেছে পালা ।
খুলে দে তোর বদ্ধ দোয়ার ,ভাঙ হৃদয়ের তালা ।

অন্নাভাবে ধুকছে মানব, কুকুর গলায় মালা ।
আয়েশ করে কেউবা খেলে আতশ বাজির খেলা ।
হারায় দিশা আশরাফেরা ,কঠিন জঠর জ্বালা ।
কারো ঘরে এমনি জমে, স্বর্ণ , হাজার তোলা ।

হোক না তা একমুঠো চাল কিংবা কতেক ছোলা ,
তাই দিয়ে চল পূর্ণ করি ,বাড়িয়ে দেয়া থালা ।
সব হারিয়ে হয়ত তাতেই, খুজবে আশার ভেলা ।
খুলে দে তোর মনের দুয়ার,ভাসা দয়ার ভেলা।

আলস্য ছেড়ে ,আয় এগিয়ে, তোর এসেছে পালা ।
সব পুজি বাদীর আস্তানাতে ,জ্বালা আগুন জ্বালা ।
সাম্য -ন্যায়ের ডাক শোনা যায়, করিসনে আর হেলা
আয় না ছুটে মানবতায়, তোর এসেছে পালা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২০ রাত ৮:৪২

সেলিম আনোয়ার বলেছেন: মানবতার কবিতা ।+

২| ১০ ই জুন, ২০২০ রাত ৮:৪৬

নেওয়াজ আলি বলেছেন: পড়ে অভিভূত হলাম

৩| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: সত্য কথা হলো- মানুষ মানবিক শুধু মুখে মুখে।

৪| ১২ ই জুলাই, ২০২০ রাত ১:৩১

ফয়াদ খান বলেছেন: আসুন বিবেকের তাড়নায় আরো বেশী মানবিক হই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.