![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
পথিক তুমি সামলে চল
হারাইয়ো না দিক ।
সরল পথের যাত্রী তুমি
পা চালাও ঠিক ঠিক ।
দেখবে বাধা, আসবে বাঁধা
বলবে কতেক ধিক ,
ভাল যে কাজ করেই চল,
যে যেভাবেই নিক ।
বিবেক দিয়ে যাচাই কর
শক্ত হবে ভীত ।
সত্য যে পথ হোক না কঠিন
আঁকড়ে ধর ঠিক ।
মিথ্যা মুছে সত্য আসুক
ধরায় নামুক সুখ ।
২| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৩
কিরমানী লিটন বলেছেন: দারুন ছান্দসিক - চমৎকার....