|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ফয়াদ খান
ফয়াদ খান
	আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
ছড়া শুধু ছড়া নয়
 চাই তাতে ছন্দ।
 জড়তা কে করে জয়
ভালো কিবা মন্দ। 
তার সাথে থাকা চাই
রুপ -রস -গন্ধ। 
সে তো আরো ভালো হয়
থাকে যদি দ্বন্দ্ব  ! 
ছড়া দিয়ে দাও খুলে
 যার চোখ অন্ধ,
 সেই সাথে খুলে যাক 
যে হৃদয় বন্ধ।
সমাজের চেনা রুপ
তুলে ধরে কান্দ ! 
যেন তাতে দেখা যায় 
কু-লোকের বিম্ব ।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৬ শে মে, ২০২০  রাত ১০:৪৩
২৬ শে মে, ২০২০  রাত ১০:৪৩
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:১৭
২৬ শে মে, ২০২০  সন্ধ্যা  ৭:১৭
রাজীব নুর বলেছেন: খু সুন্দর।