![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুমির এখন যত্রতত্র ডাঙায় কিংবা জলে
মাটি ছেড়ে বাঘও এখন ঝুলছে গাছের ডালে ।
একই মানুষ একই সমজ ভিন্ন ভিন্ন দলে,
সুযোগবাদী লোকও ঘোরে লুকিয়ে বিড়াল থলে।
কেউবা আবার ফাঁকা মাঠেই দিচ্ছে জোড়ে...
সব ধর্ষক নিপাক যাক
ভয় থেকে বোন মুক্তি পাক।
দল-মত-জাত নির্বিশেষে
কেউই যেন না পায় ছাড়
ধর্ষক, সে তো পিশাচ সম
পাথর ছুড়ে পিষে মার !!
ওদের এহেন...
বন্ধু ভেবেই রেখেছিনু পাশে
আসলে বন্ধু নও।
বন্ধু বেশে শত্রু তুমি
বারবার হানা দাও।
মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে
আমায় ফেললে তলে !
কথা দিয়ে বারবার রাখনি কথা
খোড়া যুক্তি নানান তুলে...
এক শাহেদ কে ধরেই দেখি
তুলছো তৃপ্তির ঢেকুর !!
দেশ জুড়ে কতো হাজার শাহেদ !
নাম না জানা চোর !!
দেশটা কে আজ খাচ্ছে গিলে
জ্ঞানপাপী জোচ্চোর !...
"""জীবন নদী """"""
সময়ের কাটা মেপে,ঘটছে ঘটনা যত
নানা কর্মের বেড়াজালে, যায় দিন শতশত
কিছুক্ষন স্মরনীয়, কিছু তার আশাহত।
উল্লাসে ঘেরাকিছু,বিরহের কিছু ক্ষত।
হারানোর শোক নিয়ে আঁখে জল অবিরত।
কিছুক্ষন বরনীয়,অগ্রে যাবার ব্রত
বিজয়ের ক্ষনে গড়া, কিছু...
" ভাগ্য বটে "
আরে! সে কী ভাগ্য আমার
এ যে দেখি মন্ত্রিমশায় !!
তা বলুন দেখি আছেন কেমন
চলছে কেমন ধানায় পানায় ?
কিসের ভয়ে এতো জড়োসড়ো
লুকিয়ে আজি ঘরের...
কুমির এখন যত্রতত্র ডাঙায় এবং জলে
মাটি ছেড়ে বাঘও এখন ঝুলছে গাছের ডালে ।
একই মানুষ একই সমজ ভিন্ন ভিন্ন দলে,
সুযোগবাদী লোকও ঘোরে লুকিয়ে বিড়াল থলে।
কেউবা আবার ফাঁকা মাঠেই দিচ্ছে জোড়ে হাঁক...
কলুষমুক্ত ধরার সন্ধানে
অদৃশ্য এক শিকলে আজ পুরো পৃথিবী আবদ্ধ
ক্ষমতার ধ্বজাধারীরা যেখানে নিরব নিস্তব্ধ ।
অশুভ হুংকারে যারা দুনিয়াবাসিকে শাসাত
তারাই এখন এক...
বাহুল্য ছেড়ে, আয় এগিয়ে ,তোর এসেছে পালা ।
খুলে দে তোর বদ্ধ দোয়ার ,ভাঙ হৃদয়ের তালা ।
অন্নাভাবে ধুকছে মানব, কুকুর গলায় মালা ।
আয়েশ করে কেউবা খেলে আতশ বাজির খেলা ।
হারায়...
আজ পৃথিবীর চাঁদ হাসছে
হাসছে আরো তারা,
হাসে শিশু-কিশোর যুবা-বৃদ্ধ
আর বিশ্বাসী বান্দারা।
আজকে খুশির বান ডেকেছে
দেখ আনন্দেরই ধারা,
আনন্দে তাই দোলেরে...
যতই কর আইন -আদালত
লাভ হবে না কিছু,
যে পথ ধরে চলছো সে পথ
তিমির গহীন নিচু।
প্রভুর দেয়া পথ বিনে
বাকী পথ সবই কচু ।
খোদার দেওয়া পথেই কেবল
প্রশান্তি ভর...
ছড়া শুধু ছড়া নয়
চাই তাতে ছন্দ।
জড়তা কে করে জয়
ভালো কিবা মন্দ।
তার সাথে থাকা চাই
রুপ -রস -গন্ধ।
সে তো আরো ভালো হয়
থাকে যদি দ্বন্দ্ব !
ছড়া দিয়ে...
এই দেশেতে আছে যত
জনম দুঃখী জন
কঠোর শ্রমেই খুজে তারা
স্বপ্ন সুখের ক্ষন।
এদেশেতে জন্ম যেন
তাদের মহাভুল !
তাদের মূখে সুখের হাসি
যেন...
এ কেমন অচীন গগন তলে
করি মোরা বসবাস।
কারো ঘরে নব উৎসব চলে
কারো চলে নাভীশ্বাষ।
আনন্দ স্রোতে ভেসে চলে কেউ
সুখ নিদ্রায় কাঁটে মাস।
অনাহারে দুখে দুখে...
হে আল্লাহ আমাদের ক্ষমা করো,আমাদের রক্ষা করো। আমিন। ৷
এই গজব থেকে বাঁচার জন্য চলুন আমলি জিন্দেগি শুরু করি এবং বেশী বেশী এস্তেগফার করি ---
১) ঘর থেকে বের হওয়ার সময়...
©somewhere in net ltd.