নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

ফয়াদ খান › বিস্তারিত পোস্টঃ

"" ফুটো টাবালতি_হতে_সাবধান !! ""

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৬

ফুটা বালতিতে যতই পানি ভরেন না কেন!
পানি কিন্তু বালতিতে থাকে না!

ঠিক তেমনি যতোই নেক আমল করেন না কেনো; সঙ্গে যদি বদ আমলও থাকে তবে আপনার সব নেক আমল (আল্লাহ না করুন) বরবাদ হয়ে যেতে পারে।

চলুন আমরা নিচের কথাগুলো জীবনের সঙ্গে আমলী হিসেব-নিকেশ মিলিয়ে দেখি।
আসলেই কী আমাদের চলার পথ সঠিক না ভুল!
(ফুটা বালতি না ভালো বালতি)

১. আপনি নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছেন; কিন্তু আপনি ঘুষ খান, সুদের ব্যবসা করেন!
(আপনি ফুটা বালতি!)

২. আপনি নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছেন কিন্তু অন্যের সমালোচনা অর্থাৎ গীবত করা, হিংসা, ভণ্ডামি ছাড়তে পারেননি-(আপনি ফুটা বালতি)

৩. আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজও করেন কিন্তু আপনি খাদ্যে ভেজাল মিশান, অন্যের জমি দখল করেন আর অন্যের হক নষ্ট করেন! (আপনি ফুটা বালতি)
৪. আপনি হিজাব পড়েন কিন্তু সাথে মেকাপ আর পারফিউম ব্যবহার করেন- (ফুটা বালতি!)

৫. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না- (ফুটা বালতি!)

৬. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন কিন্তু নামাজে মোটেও মনোযোগ, খুশুখুজু নেই-
(ফুটা বালতি!)

৭. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি- (ফুটা বালতি!)

৮. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করেন কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষত্রুটির গীবত করা শুরু করেন- (ফুটা বালতি!)

৯. আপনি অনেক দান সদকা করেন, আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন- (ফুটা বালতি!)

১০. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন- (ফুটা বালতি!)

১১. রোযা রেখে ক্ষুধা - তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই কাউকে গালি দেন, উপহাস করেন এমনকি অভিশাপও দেন- (ফুটা বালতি!)

১২. আপনি মানুষের অনেক উপকার করেন কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নামধাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না- (ফুটা বালতি!)

১৩. আপনি ফেসবুকে দ্বীনী পোস্ট দেন, ইসলামিক লেখালেখি করেন, কিন্তু তা লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না- (ফুটা বালতি!)
১৪. আপনি খুব দ্বীনদার কিন্তু কুরআন ও হাদিসের সুস্পষ্ট বানী আপনার চিন্তা চেতনার সাথে বা পার্থিব বা দলীয় স্বার্থ নষ্ট হবে বলে অস্বীকার করে বসলেন
(ফুটো বালতি ! )
১৫. আপনি এমনে ধর্ম -কর্ম করেন রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করেন বা
বা ধর্মীয় নীতি কে জেনেশুনে অস্বীকার করেন।
(ফুটো বালতি !)
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বিষয় উপলদ্ধি করে উভয় জাহানের সফলতার তৌফিক দান করুন । আমিন !!!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৭

ফয়াদ খান বলেছেন: ফুটো বালতি হতে সাবধান !!!!

২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: ধর্মীয় নিয়ম কানুন, কোরআন আর হাদীশ সম্পর্কে সবাই জানে। কিন্তু কেউ নিয়ম গুলো মানে না।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

ওমেরা বলেছেন: আল্লাহ তায়ালা পবিত্র কোরআন শরীফে তার বান্দাদের জন্য দুটো নির্দেশ দিয়েছেন কিছু কাজ করতে বলেছেন কিছু কাজ করতে নিষেধ করেছেন । যেগুলো করতে বলেছেন সেগুলো আমারা করলেও নিষেধকৃত কাজগুলো থেকে বিরত থাকতে পারি না । কিন্ত এটাও জরুরী । ভালো লাগলো আপনার পোষ্ট ।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

মোগল সম্রাট বলেছেন: আপ্নে নিজেরও কি ফুটো বালতি ? পবিত্র কোরানের ৯৯ নং সুরার ৭-৮নং আয়াতে কি বলা আছে পড়ে দেখবেন।
ফতোয়াবাজি ব্লগেও শুরু বরছেন।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৬

ফয়াদ খান বলেছেন:

দেখলাম এবং আমার জন্য দোয়ার দরখাস্ত রইলো!! "

فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَہٗ ؕ﴿۷﴾
কেহ অণু পরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে।
So whosoever does good equal to the weight of an atom (or a small ant), shall see it.
وَ مَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَہٗ ٪﴿۸﴾

এবং কেহ অণু পরিমান অসৎ কাজ করলে তাও দেখতে পাবে।
And whosoever does evil equal to the weight of an atom (or a small ant), shall see it.

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৮

ফয়াদ খান বলেছেন: আল্লাহ আমাদের রিয়ামুক্ত আমল করার তৌফিক দিন . আমিন!!

৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার হিসাব কিতাব সব ভুল।পাপ মোচনের হাজার হাজার তরিকা আছে।কোরান এবং হাদিস থেকে প্রমান দিতে পারি।শুক্রবার জুম্মার নামাজ পড়লে গত সপ্তাহের সব গুনাহ মাফ হয়ে।
একটা গুনাহ কখনো মাফ হবে না আল্লাহর সাথে কাউকে শরীক করলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.