![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
হায়েনারা আসছে তেড়ে
পিছে ওদের চেলা,
রক্ত নেয়ার মত্ত নেশায়
কাটে যাদের বেলা।
খিলখিলিয়ে হেসে খেলায়
রক্ত নেয়ার খেলা।
রক্ত নদে ভাসায় এরা
খেল তামাশার ভেলা।
নির্বিচারে মানুষ মারে
বসায় লাশের মেলা।
সভ্যতার ই দোহাই দিয়ে
মানবতায় হেলা ।
এভাবে আর চলবে কত
বোম বারুদের খেলা ।
শান্তি প্রিয় মানুষ গুলোর
বাড়ছে কেবল জ্বালা ।
সভ্যতারই মুখোশ তলে,
মানবতার লয়।
বিশ্ববাসী বাক হারিয়ে
স্তব্দ চেয়ে রয় ।
কেমন করে বিশ্ব মোড়ল
চুপটি করে রয় ?
বর্বরতার হীন বিভীষিকায়
খুজছে তারা জয় ।
চোখের জলে ভাসে সবাই
কেউ না কিছু কয় ।
বলতে গেলেই পিছে আবার
প্রান হরণের ভয় !
আমার ভাইয়ের রুধির ধারায়
ভাসছে ধরার মাটি,
কেমন করে সেই মাটিতে
বুক ফুলিয়ে হাটি ।
তাই তো এবার পণ করেছি
নাইরে কোন ভয় !!
ভয়ের কাঁধেই অস্ত্র রেখে
আনবো ছিনে জয় !!
ভয় কে এবার দিলাম চাপা
কঠিন মাটির তলে।
হায়েনাদের করবো তাড়া
আপন বাহুর বলে।
আর কে আছিস আয় রে তোরা
চল রে রণে যাই !
বিশ্বের সব মজলুমেরা
আজ হয়েছি ভাই ।
আজ বিশ্ব জয়ের ডাক দিয়েছি
হাঁক ছেড়েছি জোরে ।
হবোই জয়ী,কিংবা কভু
আসবো না আর ফিরে ।
মানব রুপি সব হায়েনা
তাড়িয়ে নেব দূরে !
শান্তি আবার আনবো ধরায়
থাকবো সুখের নীড়ে ৷
২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।