| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ফয়াদ খান
	আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
তুমি বিনে মন বসেনা পড়ায়
কিবা মন বসে না কাজে। 
নিঃসঙ্গতায় ডুবে থাকি 
কাটছে সময় বাজে। 
সেই যে তোমার মিষ্টি হাসি
ঘোমটা ঢাকা লাজে ! 
কত রকম ভাষার মেলা 
ঐ না চোখের মাঝে ! 
গোলাপ রাঙা অধর দুটো 
কথার সুরে বাজে । 
তুলতুলে ঐ কপোল দুটো 
আলতো ছোঁয়ায় কাঁপে। 
নিষ্পাপ ঐ মুখটা যেন
না ছোঁয় কোন পাপে। 
তোমার কথাই ভাবি বিরলে
সকাল কিবা সাঁঝে । 
আমায় ভুলে যেও না বন্ধু
অনেক জনার মাঝে !! 
২| 
১২ ই ডিসেম্বর, ২০২০  দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০২০  দুপুর ১২:২৬
বিজন রয় বলেছেন: প্রেমভরপুর কবিতা।
আমি এমন লিখতে পারি না।