![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
শোকে কাতর আজরে তুই
আপন বিয়োগ দুঃখে,
আসবে আবার সুখের দিন
ভাসবি মহা সুখে ।
হয়তো সেদিন ভুলবি আমায়
স্মৃতির আচলে ঢেকে।
সুখ- দুঃখ,হাসি-কান্নার
আবহ হৃদয়ে মেখে।
আমিও হারাবো দূর অসীমে
কালের ঘোড়াটা হেঁকে ।
ছাড়বোআপন, ছাড়বো মায়া
শুধু অতীত যাব রেখে।
এমনি করেই কালের নদী
চলছে ধরার বুকে ।
গাইছে পাখি,ফুটছে ফুল
বিধাতার গড়া ছকে।
শত সহস্র প্রাণ হারায়েছে দূরে
কালের খেয়া টা হেঁকে !!
একাই ছিলাম, একাই আছি
একাই যাব চলে।
হয়তো কেহ রাখবে মনে
কিংবা যাবে ভুলে!!!
২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
৩| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: শোক দীর্ঘস্থায়ী হয়না।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৩
নেওয়াজ আলি বলেছেন: অতি চমৎকার লেখা
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত কবিতা ছাড়ছেন যে একসাথে। একটা একটা করে দেন