![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
চলছে জীবন চলছে আরো
নেইতো জীবন থেমে কারো,
উতাল হাওয়া বইছে ঝড়ো
মাঝ রাতের ঐ চাঁদের আলো,
তাড়িয়ে নিয়ে নিকষ কালো
দিচ্ছে জানান সামনে চলো।
এমনি করে আসবে জীবন
ফুরিয়ে যাবে সময় স্রোতে
এমনি করেই অস্তরবি
হাসবে আবার পূব আকাশে
কিচিরমিচির ডাকবে পাখি
গাছের শাখে নিবিড় প্রাতে।
এমনি করেই শীতের শিশির
ফোটায় ফোটায় জমছে ঘাসে।
ভোরের আলোর স্পর্শ পেয়ে
চকমকিয়ে উঠছে হেসে ।
এমনি করেই সময় তরী
যাচ্ছে বয়ে কালের নদে।
২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ভালো লিখেছেন। আপনার ছন্দজ্ঞান খুব ভালো।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার ভাবনার রং মিশিয়ে অনন্য কাব্যিক প্রকাশ।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
মোটামুটি ভালোই বিরক্তিকর।