![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
পড়ার টেবিলে আমি যখন
জাগছি গভীর রাত্রি,
হয়তো তুমি নিবির ঘুমে
স্বপ্নালোকের ছাত্রী ।
নানান রঙের স্বপ্ন দেখে
হয়তো নিদেই হাসছো
বাঁকা ঠোটের হাসি দিয়ে
কাউকে কাছে টানছো ,
নরম হাতের আলতো পরশ
কারো মাথায় ঢালছো।
দৃষ্টি ফেলে কারো মনে
অথৈ তুফান তুলছো।
এমনি করেই হয়তো কাটে
তোমার সারা রাত্রি।
নির্ঘুম এই পদ্য লেখক
জাগছি গভীর রাত্রি।
২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: রাত জাগা ভালো না।