![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
দেশের সকল ইমাম আলেম
পীর মাশায়েখ বুজুর্গরা
কান ফাটিয়ে বলছে তোদের,
যায় না কানে! বধির তোরা?
কঠিন কথা! যায় না বোঝা?
কঠিন ভাষা! যায় না ধরা?
সহজ ভাষায় বলছি তবে-
'মূর্তি সরা.., মূর্তি সরা..'
দ্বীন ঈমানের এই মাটিতে,
মুসলমানের এই ঘাঁটিতে
মিনার ভরা রাজধানীতে পথ,
আদালত, ভার্সিটিতে
ধর্মনিরপেক্ষ নামে
হিন্দুয়ানির এই মহড়া!
খোদার গজব পড়বে ঘাড়ে,
বলছি ওরে-'মূর্তি সরা..।
থাক না কঠিন প্রাচীর ঘেরা,
থাক না যতই লোহার বেড়া
লাত-মানাতের ভাঙবে পাথর
মুহাম্মাদের উম্মতেরা
নাস্তিকতার পক্ষ নিলে
গুণতে হবে মূল্য চড়া
বলছি তোদের- আর দেরি নয়,
থাকতে সময় মূর্তি সরা..।
মূর্তি সরা.. মূর্তি সরা..
নইলে তোরা পড়বি ধরা.
৷ ---মুহিব খান
২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এরই মধ্যে মুহিব খান গজল গেয়ে ফেলেছেন ? কোথায় যেন নজরুলের বিদ্রোহীর সাতে মিলে যায়।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫১
নেওয়াজ আলি বলেছেন: দেশের সকল আলেম , আলেম নয় । কিছু দালাল মূর্তির পক্ষেও আছে। একজনতোও পবিত্র কাবাকে ভাস্কর্য বলেছে
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১০
ফয়াদ খান বলেছেন: মির্জাফরের প্রেতাত্মারা অতীতে ছিল,বর্তমানে আছে, ভবিষ্যতেও !তাই বলে শ্বাস্বত সত্য মুছে যাবে না!
সত্যের আলোকবর্তিকা সদা চির অম্লান !!!
৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২২
চাঁদগাজী বলেছেন:
এই দেশে মুসলমান, হিন্দু ও খৃষ্টান নাগরিক আছে; এখানে মসজিদ, কালির মুর্তি, যীশুর মুর্তি থাকবে; ইহা বেদুইনদের দেশ নয়।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৯
অধীতি বলেছেন: ধর্মনিরপেক্ষতা যতি হিন্দুয়ানী হয় তাহলে তা হস্যকর। দেশে আরো হারাম কাজ হচ্ছে।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৩
ফয়াদ খান বলেছেন: মুমিন বেশে নেফাকধারী
আল্লাহ-নবীর দুশমন এরা
বিজাতীয় কৃষ্টি ধারক
হীন ইবলিশের দোসর এরা!!
খোদার সাথে শিরককারী
ভন্ড কপট মুশরিক এরা!!
মূর্তিতে তোর ঘর ভরে ফেল
কার কী তাতে যাচ্ছে সারা ??
আমার উঠোন রবের জমিন
সেখান থেকে মূর্তি সরা !
খোদার আযাব-গযব থেকে
বাঁচতে হলে মূর্তি সরা!!!
৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০১
চাঁদগাজী বলেছেন:
আপনার ভাবনাশক্তি খুবই নীচু মানের।
৯| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৭
ফয়াদ খান বলেছেন: সবাই অন্যকে নিজের মত মনে করে।
সুতরাং .........
১০| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: মূর্তি বাস্কর্য সবই থাকবে। সব শ্রেনীর মানুষকে নিয়েই আমাদের ভালো থাকতে হবে।
১১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:১০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সরকারের নজরে পড়লে মামলা খেয়ে যেতে পারেন।তখন অবস্থা হবে মুমিনুল হকের মতো।মুর্তি ভাঙ্গার কেসে পড়ে যেতে পারেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ হয়েছে
মাশাআল্লাহ