নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

ফয়াদ খান › বিস্তারিত পোস্টঃ

"" অতুল্য স্বাধীনতা ""

১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

স্বাধীনতা !!
এ যে আমার পিতার ভীষণ ব্যথায়
ফ্যাকাসে মলিন মূখ।
এ যে বেনেট গুতোয় ছিন্নভিন্ন
আমার ভাইয়ের বুক।
এ যে সন্তান হারা পল্লী মায়ের
শুন্য হৃদয় -দুঃখ !!
এ যে আমার বোনের কান্না ঝরা
শ্লীলতাহানির শোক !
এ যে সর্ভারা কোটি মানবের
অশ্রুসজল চোখ !!

স্বাধীনতা !!
এ যে আমার উপর আঁছড়ে পড়া
ভিনদেশি ছোটলোক ,
এ যে স্বদেশটা কে মুক্ত করার
দারূন উগ্র সুখ !!

স্বাধীনতা !!
এ যে বাঙালির বুকে উত্থিত
নব মুক্তির জাগরন,
এ যে শত্রুর নত মস্তকে
হীন পরাজয় শিহরণ !!

স্বাধীনতা !!
এ যে শ্যামল দেশের মুক্ত গগনে
ঝড়ো ঘুর্নির তান্ডব !!
এ যে বিজয়ের তরে বাঙালির গড়া
লোনা রক্তের খন্দক !
এ যে শুদ্ধ নির্মল বায়ুতে হঠাৎ
কালো ধুয়াঁশায় ঘেরা পথ।
এ যে পরাধীনতার শৃংখল ভেঙে
এগিয়ে বিজয়ের মহারথ !

স্বাধীনতা !!
এ যে পল্লী গাঁয়ের আবাসে আবাসে
সাড়াশি অনল শিখা !
এ যে পূব গগনের তিমির বিদারী
প্রভাতি আভার রেখা !!
স্বাধীনতা !!
এ যে দূর্দম বেগে অতিক্রম করা
শত বিপদ-শঙ্কা-ভয় !
নাকি সবুজের বুকে কুয়াশা ভেদি
আগামীর সূর্যদয় !!
স্বাধীনতা !!
এ যে নাম না জানা লাখো শহীদের
রক্তস্নাত প্রাণ !
সে কি বিশ্বের বুকে শির উচু করা
বাংলা ভাষার মান ।
স্বাধীনতা !!
এ যে বিজয়ীর বেসে আবাসে ফেরা
নির্ভিক ঐ গাজী ।
প্রিয় মাতৃভাষার জন্যে যারা
ধরেছে জীবন বাজি !
স্বাধীনতা !!
এ যে মুক্তকামীর হৃদয়ে গাথা
চির উদ্দমী একুশের গিতিকা
এ যে সবুজের বুকে লোহিত বরন
মুক্ত স্বাধীন বিজয়ের পতাকা !!

মোরা ছিনিয়ে এনেছি স্বাধীনতা
দিয়েছে কতো না মূল্য !!!
বিশ্বের বুকে কি আছে এমন
যার সাথে দিব তুল্য !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



ভেঁড়ার চামড়া-পরা নেকড়ের মুখে ভুয়া শান্তির বাণী

২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২১

এম এ হানিফ বলেছেন: স্বাধীনতা অমর হক ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

ফয়াদ খান বলেছেন: চেতনান্ধরা নিজেদেরকে অতি জ্ঞানী ভাবে,যদিও বাস্তবে চরম মূর্খ!!!!

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে। ধার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.