![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
সেদিন বিকেলে খেলার মাঠে
শিশির ভেজা নবীন ঘাসে,
আলতো পায়ে আমার কাছে
অচেনা এক ত্বন্বী আসে ,
কানের কাছে ওষ্ঠ এনে
ফিসফিসিয়ে বলল হেসে,
"বুকের ভিতর জ্বলছে আগুন "
আমায় নাকি ভালবাসে !
আমার হাতে হাতটি রেখে
গায়ের সাথে গা ঘেঁষিয়ে,
বললো "আমায় ভালবাসো"
নয়তো ধুলোয় যাবো মিশে !
নেত্রকুলের অশ্রুবারি ঝরলো
মাঠের শিশির সিক্ত দুর্বা ঘাসে
টলমলে ঐ চোখের জলে
আমিও শেষে গেলাম ফেঁসে
২| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আহ্ এমন ভালবাসা যার জীবনে আসে
সেইতো ধন্য
জীবনটা যায় হেসে-খেলে !
চমৎকার শব্দ চয়ন ও ছন্দময় গাঁথুনি হে সুপ্রিয়।
পোস্টে লাইক ও ভাল লাগা ++
৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৫
সোহেল.রানা. বলেছেন: আহা বেশ বেশ বেশ।