![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
আমি তোমকে জড়িয়ে রাখতে চাই
শীতের কাথার ন্যায়
আপাদ-মস্তক ডেকে উষ্ণতা ছড়াব
তোমার সারা গায় ।
আর এই উষ্ণতায় অবগাহন করে
পাড়ি দেবে নিদ মোহনায় ,
স্বপ্নময় সে নিদের দেশে না হয়
খুজে নিও আমায় ।
আমি থাকবো সেথায় পথ চেয়ে
তোমার আহবানের অপেক্ষায়।
হে প্রিয় তুমি দেবে কি সাড়া
প্রেম পিয়াষির ঈশারায় ।
তোমায় যে আমি ভালবাসি
নাই সেথা সংশয়,
তাই আসন পেতে বসতে চাই
তোমার হৃদয়ের আঙিনায় ।
২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: কবিতার সাথে সামঞ্জস্য আছে এমন একখানা ছবিও দিয়ে দিবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৪
ফয়সাল রকি বলেছেন: আরেকটু সহজ শব্দ ব্যবহার করলে আরো ভালো হতো।