![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
জীবন দিয়ে দেশ বাচাঁবে
এই না যাদের পণ
দেশের জন্য লড়াই করে
রণে আমরণ ।
শ্রদ্ধা জানাই তাদের তরে
আমরা অগনন !!
বীর সেনানি আত্মত্যাগী
জাতির সূর্য সন্তান।
প্রাণ বাজি রেখে বয়ে আনে
নিরাপত্তার ফরমান ।
কাঁধে কাঁধ রেখে নির্ভয়ে চলে
করে শত্রুর সন্ধান ।
যাদের বীরদর্প পদভারে
কাঁপে অসুরের খান্দান।
জীবন দিয়ে রাখে যারা
স্বদেশ মাতার মান।
বিনা দোষে চরম শাস্তি
এই কিরে প্রতিদান ?
আজ কোটি কোটি প্রাণ
তুলেছে স্লোগান।
"চাই মোরা ঘাতকের
দন্ড বিধান "
যারা একেঁ দিত শত্রুর ললাটে
ভয়-শংকার ভাঁজ !
তারা কেন আজ মাটিতে লুটিয়ে
পড়েছে বিদায় সাঁজ?
কেন রে তাদ্র উষ্ণ জিগরে
শীতল রুধির ধারা?
বর্বরতার এ কী নারকীয়তায়
জাতি বারবার দিশেহারা !!
আর কতকাল জননী আমার
কেঁদে কেঁদে হবে সারা ?
কাঁদতে কাঁদতে পেয়েছি শেষে
এই না সোনার দেশ।
এবার মোদের হাসতে দাও
কান্নার চাই শেষ !!!
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০১
নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: দারুন কবিতা।