![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
এ কেমন অচীন গগন তলে
করি মোরা বসবাস।
কারো ঘরে নব উৎসব চলে
কারো চলে নাভীশ্বাষ।
আনন্দ স্রোতে ভেসে চলে কেউ
সুখ নিদ্রায় কাঁটে মাস।
অনাহারে দুখে দুখে মরে জননীরা
আর পুত্রেরা খেলে তাস।
ভগ্নিরা সদা অশ্রুতে ভাসে
কেটে যায় দিন মাস।
মাদক নামের মরন ব্যাধিতে
ছেয়ে গেছে চারপাশ।
মাদকীয় দাবাগ্নিতে ধূসরিত আজ
পল্লী -গায়ের বাতাস।
মরন নেশার উন্মাদনায় যুবা
হয়ে উঠে মহাত্রাস।
মাদক নেশার মরন ছোবল
তারুন্য করেছে গ্রাস।
আবাস ছেরে আধারে লুকায়
মানবতা করে নাশ।
অবশেষে তারা ঘরে ফেরে
তবে জীবিত নয়,লাশ !!!
১|
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২০
ফয়াদ খান বলেছেন: মাদক কে না বলুন !!!!!
মাদক কে এড়িয়ে চলুন !!!