![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
কথায় এরা অনেক বড়
নাই কিছু তার কাজে,
প্রতিশ্রুতির বাহার শুনে
মরিই বুঝি লাজে ।
কাদের কথা বলছি এখন
নাই তো জানার বাকী!
এমপি মন্ত্রি নেতা এরা
পুরোটাই জার ফাঁকি।
ভোটের আগে পায়ে পরে
ভোট জিতে হয় নাটি।
মানব সেবার মূখোশ তলে
মস্ত ত্রাশের ঘাঁটি ।
জনগনের দোহাই দিয়ে
চালায় দাবার গুটি ।
সুযোগ পেলেই হামলে পড়ে
চায় খেতে সব লুটি ।
জেনে- বুঝেও বলতে মানা !
ধরবে চাপে টুটি ।
গরিব দুঃখির রক্তচোষা
ওরাই তো আজ খাঁটি !!!!
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০০
অজ্ঞ বালক বলেছেন: ছন্দ আর বানানের দিকে একটু খেয়াল রাখিয়েন। সুন্দর।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৪
নেওয়াজ আলি বলেছেন: প্রিয় শুভ কামনা অহর্নিশি। ♥♥।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: কেউ খাটী না। সব ভেজাল।