![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
কষ্ট গুলো থাক না চাপা !
সে কী পাষন্ডতার গন্ধ ,
বিবেক কপাট খুলিস না আর
চোখ গুলো থাক বন্ধ !!
মানবতা ডুকরে কাঁদুক
আইন- আদালত অন্ধ !
জীবিত থেকেও মৃত্যুর সম
চেপে থাকা নানা দ্বন্দ,
সদা হাসিমুখ মলিন হল
হারায়ে বাঁচার ছন্দ।
উদয়ের পথে ডোবে কতো প্রান
নেমে আসে কালো সান্ধ্য !!
যতই গভীর হোক রজনী
পাছে ভোরের আলোর ছন্দ !!
উদয় রবির স্পর্শে নামুক শান্তি
বসুধায় অফুরন্ত !!!
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।