![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
ওরা ভাবে আমি বোকা ,
আসলে তো বোকা নই !!
এতো চালাকের ভীড়ে
আমি বোকা সেজে রই ।
সোজা চলি,সোজা ভাবি
সোজা পথে গাঁ ভাসাই
তাই দেখে কেউ ভাবে
বাঁকা পথ জানা নাই।
নানা ছিদ্রান্বেষী লোক
কত কিছু বলে যায় ,
চুপ থেকে শোনা ছাড়া
কি বা আর করা যায়।
চুপ থাকি তাই বলে
নই আমি অক্ষম ।
উচিত জবাব দিতে
আমি সদা সক্ষম ।
ভুল পথে চলে ওরা
কূ-লোকের সখ্য,
সরল ছেড়ে গরল পথেই
খুজে ফিরে লক্ষ্য !!!
সততা,ন্যায়ের পথিক যে
আমি তার পক্ষ!!!
২| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:১০
জগতারন বলেছেন:
সুন্দর !
লাইক !!
৩| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: সারা বাংলাদেশ খুঁজে একজন বোকা মানুষ খুঁজে পাওয়া যাবে না।
৪| ০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৪
ফয়াদ খান বলেছেন: ধন্যবাদ সবাইকে !!!
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫২
ঋণাত্মক শূণ্য বলেছেন: মানুষ ভদ্রতাকে দুর্বলতা মনে করে। ভদ্রকে মনে করে দুর্বল।