নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

ফয়াদ খান › বিস্তারিত পোস্টঃ

""ঐতিহ্যের বৈশাখ ""

২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:২৭

এলো বৈশাখ লাগে আনন্দ
মনে তে তবু যে ভয় !
কখন কোথায় ঝাপিয়ে পরে
কাল বৈশাখী ঝড় !!
শিশুরা মহা আনন্দে মাতে
এলো যে নব বৎসর,
মনে তবুও দুরুদুরু ভয়
কখন নামে যে ঝড়!
চারদিকে নব আলোকসজ্জা
আলোয় ভরেছে ঘর!
নবযৌবনা নদীর অথৈ জলে
দু'কুল কাঁপে যে থরোথর!
দু'কূল ছাপিয়ে বয়ে চলে স্রোত,
যেন নির্ভীক নির্ভয়!
জোয়ার ভাটা চলে অবিরত,
যেন উচ্ছল অক্ষয়!
কালো মেঘ কভু ধেয়েঁ চলে দূরে
ঢেকে দিয়ে দূর নীল আকাশ,
ঝড়ো হাওয়া কভু বয়ে চলে জোরে,
এলোমেলো ছুটে চলা বাতাস।
বৃক্ষরাজিরা দোলে এদিক সেদিক,
যেন নতুন প্রাণের আশ্বাস!
ঘরে ঘরে নব উৎসব জাগে
নবান্নের গন্ধে বিমোহিত আশপাশ!
গ্রাম-বাংলার ঐতিহ্য স্রোতে আজি
পুলকিত, আলোকিত চারিপাশ!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৪:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আষাঢ় মাসে বৈশাখের গান,
বৃষ্টিতে ভিজে শীতল হল প্রাণ!
আপনাহে ধন্যবাদ
কবি ফরাদ খান!

২| ২৮ শে জুন, ২০২২ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.