![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
সেদিন বন্ধু এসেছিলে উঠোনে আমার
রেখেছিলেন চোখে চোখ
হয়তোবা কিছু ছিল বলার
দেখি লজ্জাবনত মুখ ।
ধীর পায়ে আরো কাছে এলে
শেষে হয়ে গেলে বুঝি মূক ।
আনত নয়না ওগো
চোখ তুলে দেখো
আরো কাছে এসে
চোখে চোখ রাখো।
নাইবা হল ভাষার প্রকাশ
আজ চোখে চোখে কথা হোক ।
আজকে না হয় ভাষার ছুটি
ইশারায় কথা হোক ।
চোখের পাতায় লিখে রেখো কথা
পড়ে নেব হার রোজ ।
চোখ বুজে যদি ভাবো আমায়
পেয়ে যাবে মোর খোঁজ ।
২| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩| ১৪ ই মার্চ, ২০২২ রাত ১:৪৪
ফারহানা শারমিন বলেছেন: সুন্দর!!!
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৯
মির্জা ফুয়াদ বলেছেন: romantic poem !!!