![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
হে আল্লাহ আমাদের ক্ষমা করো,আমাদের কোভিড ১৯ মহামারী থেকে রক্ষা করো। আমিন !!!!!!
এই গজব থেকে বাঁচার জন্য চলুন আমলি জিন্দেগি শুরু করি এবং বেশী বেশী এস্তেগফার করি ---
[ ] ১) ঘর থেকে বের হওয়ার সময় পড়ুন
" বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল আল্লাহ -লা হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ "
বাড়ি থেকে বের হওয়ার সময় পড়া
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
আল্লাহ তাআলার নামে। আমি আল্লাহ তাআলার ওপরই ভরসা করলাম। আল্লাহর ব্যতীত কারও সাধ্য বা শক্তি নেই।
এই দুয়া আল্লাহ পক্ষ থেকে protective musk / ppe হিসেবে কাজ করবে ইনশা আল্লাহ !!!!
[ ] ২) বেশি বেশি পড়ুন -
" হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান্নাসীর "
ক্ষতির ভয় করলে
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক
আরো পড়ুন -
" লা হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ "
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
আরো পড়ুন -
""
আস্তাগফিরুল্লাহা রাব্বী মিন কুল্লি যাম্বিও ওয়া আতুবু ইলাইহি ""
সবসময় বেশি বেশি ইস্তিগফার করা (দিনে অন্তত ১০০বার)
أَسْتَغْفِرُ اللّٰهَ الْعَظيْمَ الَّذِيْ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ القَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ
সংক্ষেপে
أَسْتَغْفِرُ اللّٰهَ وَأَتُوْبُ إِلَيْهِ
আমি মহামহিম আল্লাহ্র নিকট ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই, তিনি চিরস্থায়ী, সর্বসত্তার ধারক। আর আমি তাঁরই নিকট তওবা করছি।’
(সংক্ষেপে) আমি আল্লাহ্র নিকট ক্ষমা চাই এবং তাঁরই নিকট তওবা করছি।
[ ] ৩) প্রত্যেহ ফজর ও মাগরিব বাদ পড়ুন -
ক) ৩ বার সুরা ফাতিহা " ৩ বার সুরা ইখলাস" ১ বার সুরা ফালাক্ব "১ বার সুরা নাস পড়ুন।
খ) ৩ বার পড়ুন
" বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিসসামা ই ওয়া হুওয়াসসামিউল আ'লীম "
৩ বার
بِسْمِ اللّٰه ِالَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهٖ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ العَلِيْمُ
আল্লাহ্র নামে; যাঁর নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।”
গ) ৭ বার পড়ুন
""হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রাব্বুল আরশিল আযিম """
৭ বার
حَسْبِيَ اللّٰهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আমি তাঁর উপরই ভরসা করি। আর তিনি মহান আরশের রব্ব।
ঘ) ৩ বার পড়ুন " আউযু বি কালিমাতিল্লাহি তা'ম্মাতি মিন শার রি মা খালাক্বা "
৩ বার
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰه ِالتَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আল্লাহ্র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।
ঙ) মহামারীকালিন বেশি বেশি পড়ুন --
আনাস (রা.) থেকে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরূপ দোয়া করতেন—
اَللَّھُمَّ اِنِّیْ اَعُوْذُبِکَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَسَيِّءِ الْاَسْقَامِ
উচ্চারণ: (আল্লাহুম্মা ইন্নি আ'উযুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনু~নি, ওয়াল জুযা~মি, ওয়া সায়্যিইল আসক্বাম।)
""আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনূনি ওয়াল জুযাম ওয়ামিন সাইয়িইল আসক্বাম ""
""লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনায্যালিমীন ""
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
চ) কোনো রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত ব্যক্তি কে দেখে পড়ুন -
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلاَكَ بِهِ، وَفَضَّلَنِيْ عَلَى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِيْلًا
সকল প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি আপনাকে যে পরীক্ষায় ফেলেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার সৃষ্টির অনেকের উপরে আমাকে অধিক অনুগ্রহ করেছেন।
পরিশেষে বলতে চাই,
""""""" মান তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুওয়া হাসবুহু """"
অর্থাৎ -
(যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই
তার জন্য যথেষ্ট । )
বিশ্বস্রষ্টা মহান আল্লাহ আমাদের সকল প্রার্থনা কবুল করুন !!৷ আমিন !!!!!!
২| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৪
ফয়াদ খান বলেছেন: আমার এই লেখাটা বিশ্বাসী বান্দাদের জন্য,অবিশ্বাসীদের জন্য নয় !!
৩| ২৭ শে জুলাই, ২০২১ রাত ২:১০
চাঁদগাজী বলেছেন:
আমি বিশ্বাসী; কিন্তু আপনাকে তো বিশ্বাস করতে সময় লাগবে।
৪| ২৭ শে জুলাই, ২০২১ ভোর ৫:৩৭
ফয়াদ খান বলেছেন: আলো বিলিয়ে যাওয়া বাতিঘরের দায়িত্ব, কেউ চাইলে সেই আলো থেকে উপকৃত হবে অথবা কুপমূণ্ডক হয়ে তিমিরে ডুবে থাকবে , তাতে বাতিঘরের কী আসে যায় ?
৫| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ১০:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি করোনা তুলে নেন। কিন্তু আমাদের টিকাও নিতে হবে এবং সতর্কও থাকতে হবে। ইসলামে রোগের ক্ষেত্রে চিকিৎসা করাতে বলা হয়েছে। আর আল্লাহর কাছে দোয়াতো অবশ্যই করতে হবে। দোয়া এবং দাওয়া দুইটাই লাগবে। ধর্মে দুইটার কথাই বলা আছে। এই পোস্টের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন এই কামনা করছি। ভালো থাকবেন।
৬| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৪
ফয়াদ খান বলেছেন: রোগ প্রতিরোধ কল্পে ভেক্সিন বা টিকা নেওয়া তো ইসলামে বৈধ !!
এবং ক্ষেত্রবিশেষে সুন্নতও। আর আল্লাহর উপর ভরসা মানে তো রোগ প্রতিরোধের চেষ্টা না করে বসে থাকা নয় বরং নিজের সাধ্যমতো চেষ্টা করার সাথে সাথে আল্লাহর নিকট রোগ মুক্তির বা সমস্যা সমাধানের আরজি পেশ করা !!!!!
যেহেতু বস্তু জগতের সব কিছুই আল্লাহর হুকুমের অধীন, তাই আল্লাহর কাছেই এর থেকে মুক্তির প্রার্থনা করা বাঞ্চনীয় !!!
৭| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা বিশ্বাসী তারা প্রার্থনাতেই শান্তি এবং শক্তি খুঁজে পায়।
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে- নিশ্চয়ই তার জন্য আল্লাহই যথেষ্ট..
এর উপরে কোন সত্য নাই।
সমস্যা হলো আমাদের বিশ্বাসও আজ দ্বিধাগ্রস্থ!
আমাদের বিশ্বাস বিল গায়বে ইয়াকীনেই আটকে আছে...
ইলমুল ইয়াকিন, আইনাল ইয়াকিন আর হাক্কাল ইয়াকিন এর চর্চা স্তিমিত প্রায়!
তাইতো অবিশ্বাস, বিভ্রম আর ধর্মের নামে অনাচার, অযাচারকেই মানুষ ধর্ম মনে করে বিভ্রান্ত হচ্ছে।
ধার্মিকের দোষকে ধর্মের দোষ ভেবে ধর্মকেই একপাশে সরিয়ে রাখতে চাইছে।
অ অচলাবস্থা কাটাতে আপনি আচারি, সত্য প্রকাশই সুন্দর পথ।
৮| ২৭ শে জুলাই, ২০২১ রাত ৮:২৮
কামাল১৮ বলেছেন: সাড়ে চুয়াতন্তুর সাহেব,উত্তম প্রতিদানতো শহীদি মৃত্যু,আর করোনায় মৃত্যু মানে শহীদি মৃত্যু।হাদিসের আছে যারা মহামারিতে মারা যায় তারা শহীদ।
৯| ২৮ শে জুলাই, ২০২১ রাত ২:৩৬
জিকোব্লগ বলেছেন: ও ! আই সি ! দুই নাস্তিক এসেছে গেঞ্জাম করতে !
১০| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৭
ফয়াদ খান বলেছেন: কারো বিশ্বাস লাভের আশায় কপট চেতনা ব্যবসায়ী হওয়ার কোন ইচ্ছা আমার নাই !!!
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০২১ রাত ১২:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনি কি মনে করে যে, ফেরেশতাদের টিকার দরকার হবে?