![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
অধমেরাই জ্ঞানী-গুণীজন
কিংবা তাদের চেলা
অপরাধের লেজটা ধরে
হচ্ছে কেবল খেলা !
আইনবিদেরা খাচ্ছে কেবল
ঠেলার উপর ঠেলা।
অসৎ হাতেই জিম্মি এখন
বাদ- বিবাদের খেলা ।
বিচারপতি ছাড়ছে আসন
ফাইল জমেছে মেলা !
তাই তো ওরা বুঝে গেছে
ভ্রান্ত নীতির জ্বালা ।
মিছিল মিটিং হচ্ছে কতো !!
হচ্ছে ভাষণ অবিরত ।
লোক ভিড়েছে শত শত
সমাজটাতে বাড়ছে ক্ষত ।
অপরাধ তো লাগাম ছাড়া
কালো টাকায় ফোলা ।
হিংস্রতা সেই আদিম মত
অসভ্যতায় ভোলা ।
সৎ জনেরা পালিয়ে বেড়ায়
কু-জন গলায় মালা!
আজকে তারাই বিশিষ্টজন
যার বিবেককে তালা ।
©somewhere in net ltd.