নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব অলস ! লিখতে ভালোই লাগেনা! আচ্ছা পরে একদিন লিখব কেমন। টাটা!!! বাই বাই!

স্বপ্নহীন আলো

ভাবছি কি লিখব

স্বপ্নহীন আলো › বিস্তারিত পোস্টঃ

" অনু"

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

" যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যলয় স্কুল & কলেজ এ পড়তাম,,,,ইন্টারমিডিয়েট এ,,,,একটা টিউশনির অফার পাইছিলাম,,,ইংরেজি আর রসায়ন পড়ানোর জন্য,,,,ক্লাস টেন এর একটা মিয়ে,,,,তো আর কি করার,,,পড়াতে চাইলাম,,,,অভিজাত ঘরের মিয়ে,,তাই সাদা মাটা হয়ে গেলে চলে না,,,চলে গেলাম মার্কেট এ,,,একটা চাইনিজ প্যান্ট,, আর একটা পাকিস্তানি গেঞ্জি কিনে নিলাম,,দাম নিতান্ত কম নই,,,টাকাও বেশি ছিলোনা,,,এক বন্ধুর কাছে ধার নিয়েছিলাম,,এখনো শোধ দেউয়া হইনি,,,যাইহোক,,পরের দিন,,,,তাকে পড়াতে যাওয়ার কথা,,,সকাল সকাল ঘুম থেকে উঠে,,,,সাজগুজ করতে লাগলাম,,,,একটা কম দামি ঘড়ি ছিলো হাতে দিলাম,,,পারফিউম লাগালাম,,,,এক কথাই বলতে গেলে নায়ক হওয়ার কোন কমতি রাখলাম না,,,,,,তার বাসাই চলে গেলাম,,বাহির থেকে সাইরেন বাজাতেই একটা মিয়ে দরজার গেইট খুলে দিলো,,,,,,আমি বাড়িটা ভালোভাবে দেখে নিলাম একবার,,,,হঠাৎ দেখি ওই মিয়েটা খিলখিল করে হেসে উথলো,,,আমি তো তাজ্জব,,!!!! নিজের দিকে একবার তাকিয়ে নিলাম,,না,,সবই তো ঠিকঠাক আছে,,,!!! তাকে ধমোকের স্বরে,বললাম,,,এই মিয়ে,,হাসো কেন,,,,??? সে বলল,," এমনি"!! আমি নিজেই প্রশ্ন করে বসলাম,,,এটা আবার কেমন মিয়েরা বাবা,,!!! অকারেনে কেউ এভাবে হাসে,,,!!! যাইহোক,,পড়ে দেখলাম,,ওই মিয়েকেই,,পড়াতে হবে,,!!!!! আমি আকাশ থেকে পড়লাম,,,!! কি করার,,,সময়টাও দারিদ্র্যের মধ্যে কাটছিলো,,,পড়াতে লেগেই গেলাম,,,,কিন্ত একটা দিনও,,,পড়াতে মনোযোগ ছিলো কিনা,,,আমার সন্দেহ আছে,,,,,,!!!! নির্বাক হয়ে শুধু আমার দিকে চেয়ে থাকতো,,,!!!!!!! দুইটা বছর পেড়িয়ে গেছে,,,,!!! হঠাৎ মোবাইল টা বেজে উথলো,,,,ঘুমে ছিলাম,,,নম্বর টা পরিচিত লাগছিলো,,,,কানে ধরে,,,,দেখি,,সেই মিয়ে টার কন্ঠ,!!!! সে এখন সন্তান সম্ভাব্য মা!!!!! নিজের বুকে মধ্যে মোচড় দিয়ে উথলো,,,,,!!! সে বলল,,,আমার মিয়ে হবে ডাক্তার বলেছেন,,!!! নাম রাখার আমার উপরেই পড়লো,,,আমি বললাম," তোমার মিয়ের নাম " অনু" রেখ,!!! কথাটা শুনা মাত্রই সে মোবাইলেই অতি করুন সুরে কেঁদে উথলো,,,,,,আমার চোখের কোণেও এক ফোটা পানি চলে এসেছে,,,,সেটা লক্ষ্যই করি নি,,,,,,,,,,

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ভাল লাগল

২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

বিজন রয় বলেছেন: সুন্দর।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

কালনী নদী বলেছেন: ভালো

৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২

তানভীরএফওয়ান বলেছেন: এটা আবার কেমন মিয়ে বাবা ?

৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

ওলে ওলে বলেছেন: অবশেষে আবুল হায়াতের দ্বিতীয় বিয়ের ব্যাপারে মুখ খুললেন বাংলা সিনেমার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র। গত ১৮ই মার্চ আবুল হায়াত গোপনে দ্বিতীয় বিবাহের কাজটি সম্পন্ন করেছিলেন। গোপন ক্যামেরায় তোলা সেসময়কার একটি সেলফি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হলে আবুল হায়াতের এই কুকীর্তির কথা সবাই জেনে যায়। তবে এতদিন পর্যন্ত মোটামুটি চুপই ছিলেন মিডিয়া ব্যক্তিত্বরা।



এবার সেই ধারার ব্যতিক্রম হয়ে আবারো প্রবীর মিত্র জাগিয়ে তুললেন তার প্রতিবাদী কন্ঠস্বর। আবুল হায়াতের কট্টর সমালোচনা করে প্রবীর মিত্র বলেন, "আবুলটা আর আগের মত নেই। সে নষ্ট হয়ে গেছে। দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে সে একাজটা না করলেও পারত। ছিহ, ধিক্কার!"

এব্যাপারে আবুল হায়াতের সাথে যোগাযোগ করার জন্য তার ফোনে কয়েকটি মিসকল দেয়া হলেও তিনি কল ব্যাক করেননি। যতটুকু ধারণা করা হচ্ছে, তা থেকে বোঝা যায়, ক্যারিয়ার বাঁচাতেই মিডিয়ার কাছে আবুল হায়াতের এই ল‍ুকোচুরি !

আরও পড়ুন, চলে গেলেন আরজে সালমান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.