নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব অলস ! লিখতে ভালোই লাগেনা! আচ্ছা পরে একদিন লিখব কেমন। টাটা!!! বাই বাই!

স্বপ্নহীন আলো

ভাবছি কি লিখব

স্বপ্নহীন আলো › বিস্তারিত পোস্টঃ

সুন্দরি রমনীর

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৩

রবির দেখা পাওয়া সোমের পক্ষে যেমন
দুষ্কর,,, মৌমাছির চেষ্টা ছাড়া মধুর
পুঞ্জীভূত হওয়া যেমন অলৌকিক,,,, অতল
গভীর বারি ছাড়া মাছের বেচে থাকা
যেমনি কষ্টকর,,,জ্যেৎস্নাশোভিত হিমাংশু
ছাড়া শর্বরী যেমন অপূর্ণ,,,,,, জ্বালানি ছাড়া
অনলের স্ফুরণ যেমন অসম্ভব,,,,,, পিকের করুন
স্বরে বিমোহিত না হয়ে বসন্ত রাজের
যেখানে দেখা পাওয়া ভাগ্যের
ব্যাপার,,,,অজস্র বিটপীর সমাগম ছাড়া অটবি
হওয়ার কথা যেমন হাস্যকর,,,,,,কান্তার ছাড়া
পক্ষীকুল যেমনটা অসহায়,,,,,,মেঘ ছাড়া
নভোমণ্ডলেরর অম্বু ক্ষরণ যেমনটা
কল্পনা,,,,জননীর কোল ছাড়া তনয়ের স্বর্গ
খুজে পাওয়া যেমন বর্ণনাতীত,,,,, গিরি ছাড়া
ভূমন্ডল স্থির থাকা যেমন অযৌক্তিক,,,,,,,
♥ ♥ ♥ একটা সুন্দরি রমনীর শ্বাসপ্রশ্বাস,
স্পর্স,,, প্রেম,ভালবাসা,আদর, ছাড়া একটি
পুরুষের বেচে থাকা কোনভাবেই সম্ভাব হতে
পারেনা ♥ ♥ ♥

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩০

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর কিন্তু কিছু শব্দ বেশ কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.