| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদেক
আলহামদুলিল্লাহ, আমি একজন সুখী মানুষ ww.funnymanbd.com www.fb.com/mrsfunnyman
আওয়ামিলীগ করলেও বিপদ না করলেও বিপদ !!! ![]()
যদি আপনি আওয়ামিলীগ না করেনঃ
তাইলে বিরোধী দলের কর্মী হিসাবে আপনাকে সর্বদা দৌড়ের উপর থাকতে হবে অথবা জামাত শিবিরের কর্মী হিসাবে রাজাকার, আল-বদর, আল-শামস এই সব ট্যাগ খাইয়া খাইয়া ইসলামি আন্দোলনের কাজ করে যেতে হবে অথবা হেফাযতে ইসলাম করে অর্ধ-রাত্রে পুলিশ/ আর্মির ক্রস ফায়ারে নিরব-নিথর হয়ে যেতে হবে। অর্থাৎ ইসলামি আন্দোলন করলে অবশ্যই আপনাকে আওয়ামিলীগ এর রোষানলে পড়তে হবে।
আর যদি আওয়ামিলীগ করেনঃ
তাইলে আপনার সিনিওর লেতারা আপনাকে দিয়ে অনেক আকাম-কুকাম করাবে, ধরা না পড়লে তো কোন সমস্যা নাই,আপনার রাজনৈতিক রেঙ্ক বাড়বে কিন্তু ধরা পরলেই আপনার উপর ঠাঠা পরবে, লেতারা নিজেদের পীঠ বাচানোর জন্য আপনাকে র্যাব দিয়ে ক্রস-ফায়ার করাইয়া দুনিয়া থেকে মা'সসালামা বাই বাই জানাবে.........। আহ কি আদর্শ ...।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৯
সাদেক বলেছেন: সাম্প্রতিক কিছু ঘঠনায় আমার কাছে এমনই মনে হয়েছে ।