![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলহামদুলিল্লাহ, আমি একজন সুখী মানুষ ww.funnymanbd.com www.fb.com/mrsfunnyman
বেসম্ভব কবিতা
মরহুম সাদেক
জানি তুমি সুখে আছো, করে মোর সর্বনাশ
জীবনে ঘটিল ছন্দ পতন, পেয়েছি শুধু বৌরা বাঁশ ।
তুমি এখন বড়লোক, আছে লক্ষ লক্ষ টাকা
আমার জীবন যাচ্ছে ক্ষয়ে, যেন রেল গাড়ির চাকা ।
তুমি ছিলে মিথ্যাবাদী, যেমন ছিলো মীরজাফর
তোমার ব্যথায় এখনও কাদে,আমার বদনের সব কাপড় ।
তুমি ছিলে কুহকিনী, মরুভূমির মরীচিকা
তাইতো এখনো রাস্তায় আমি, হাটি আর খাউজাই একা একা ।
তুমি ছিলে রাক্ষসী, আস্ত একখান ডাইনী
তাইত আমি আদম সন্তান, জীবনে তোমারে পাইনি ।
ভালোবাসা মোরে ভিখারী করেছে, তোমারে করেছে রানী
হাউ ফানি হাউ ফানি ।
বিঃদ্রঃ অবৈধ প্রেম থেকে দূরে থাকুন, নইলে দুনিয়াও যাবে আখেরাত ও যাবে ।
©somewhere in net ltd.