| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদেক
আলহামদুলিল্লাহ, আমি একজন সুখী মানুষ ww.funnymanbd.com www.fb.com/mrsfunnyman

সবে দাখিল (S.S.C) পাশ করেছি ।
এলোমেলো ভাবনা, মনটা সব সময় অস্থির,
নেঙটাকাল থেকেই শখ ছিলো মডেল হমু, (তবে মঠেল আরিপ্পার মতো না)
যোগাযোগ শুরু করলাম ঢাকার সাথে, লাইন ও পেয়ে গেলাম.........।
ভালো পরিচালক কয়েকজনের সাথে পরিচয় হলো......
অভিনয় জগত সম্পর্কে ধারনা ছিলনা, ২/৩ মাস নিয়মিত যাতায়াত করার পরই টের পেলাম
আমি কোন অন্ধকারের দিকে হারিয়ে যাচ্ছি ।
পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে সবকিছু ছেড়েছুড়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসি ।
.
.
. . সেই সময়কার ঘঠনা,
সায়দাবাদ থেকে রিকশায় উঠেছি চানখারপুল চৌরাস্থা যাবো,
যতদুর মনে পড়ে ভাড়া ছিলো ৩০/৩৫ টাকা ।
কমলাপুর রেলস্টেশন পার হওয়ার পর ড্রাইভার হঠাৎ রিকসা সাইড করলো ।
মাথা নিচু করে কি যেনো হাতে নিলো,
দেখলাম কাগজের ছোট্ট একটা পুটলা,
ড্রাইভার পুটলাটা আমার চোখের সামনে অতি সযতনে খুললো,
সাদা কাগজের ভেতরে সোনা পেচানোর লাল কাগজ,
সাথে একটা চিরকুট, ভিতরে একখন্ড সোনার বার ।
বার দেখে আমি এক্কেরে হা ......... ড্রাইভারের শরীরে কাপন ধরে গেছে,
কম্পিত হস্তে আমাকে শুধাইলো মামা দেখেন তো কি লিখা আছে ?
.
.
. . চিরকুট টা হুবহু না হলেও ঠিক এমনি ছিলো...............
"মাখন দা,
ব্যাবসার কাজে চিটাগাং চলে যাচ্ছি,
তাই দেখা করতে পারলাম না,
আমার ছোট ভাই হিরালাল কে দিয়ে দেড় ভরি ২২ ক্যারেট এর সোনা পাঠালাম ।
তোমার বঊদির জন্য গলার হারের যে ডিজাইন দেখেছিলাম,
সেইমত একখানা হার বানিয়ে দিও ।
ইতি
মতিলাল মাহাজন"
... মামা, এইটা কি?
... আরে এইটাতো সোনার বার । তুমি এখন অনেক টাকার মালিক ।
ড্রাইভার কিন্তু কাপতেসে, ভাবখানা এমন এত টাকার জিনিস সে রাখবে কোথায়...?
চলতে শুরু করলাম গন্তব্যে......
কিছুক্ষন পর ড্রাইভার বলল,
...মামা, আপনি জিনিষডা নিয়া নেন, আমি গরিব মানুষ, এত দামি জিনিষ দিয়া আমি কি করুম ?
...না ভাই, আমার কাছে এত টাকা নাই । (সিলেটি তো, তাই মামা ডেকে অভ্যস্ত নয়)
...মামা, আপনার যা খুশি দেন, সমস্যা নাই ।
এইভাবে ড্রাইভার আমাকে নানাভাবে ফুসলাতে লাগল...
আমার ভিতর আস্তে আস্তে লোভ চলে আসছে............হঠাৎ বলেই বসলাম, কত দিতে হবে...?
...মামা, ৫০০০/- টাকা দিয়া দেন ।
...দূর মিয়া, আমার কাছে এত টাকা নাই । লোভটা এতক্ষনে আমায় জেকে বসেছে ।
...মামা, আপনি কন কত দিবাইন...??
...আমার কাছে মাত্র ২০০০/- টাকা আছে । (ডাহা মিথ্যা কথা)
অতঃপর নিয়ে নিলাম ২০০০/- টাকায় দেড় ভরি স্বর্ন ।
.
.
আবার যাত্রা শুরু.........
কিছুক্ষন পর রিকশার চেইন পড়ে গেল।
ড্রাইভার রিকশা থেকে নেমে কি কি পরীক্ষা নিরীক্ষা করে বলল,
...মামা, আমি রিকশা দিতাছি, আমার রিকশায় সমস্যা হইছে ।
আমার ভিতর তখন লুঙ্গী ড্যান্স চলতেছে,
আহা...! কি আনন্দ আকাশে বাতাসে .........
যাও একটা রিকসা নিয়া আস.........
.
.
অতঃপর, অন্য একটি রিকশায় চানখার পুল চৌরাস্থায় পৌছলাম ,
এবং জীবনে প্রথমবারের মত ঢাকায় একটি ট্রেনিং প্রাপ্ত প্রতারক চক্রের হাতে ২০০০/- টাকা গচ্ছা দিয়া পুরাই একখান "ডমেস্টিক মদই" হইয়া গেলাম । বুঝলাম, কি আমড়ার অভিনয় করতে এসেছি.........
এই রিকশা ড্রাইভার যে অভিনয় করেছে, তারে তো একখান "রুবেল" পুরষ্কার দেয়া উচিত ।
.
.
কম বয়সে অনেকেই বড় বড় ভুল করে বসে,
কেউ কেউ শুধরে যায়...... আর কেউ ডাস্টবিনে পড়েই থাকে.........
সেইদিন থেকে কথাটার মর্ম বুঝতে পারলাম.........
"লোভে-পাপ, পাপে মৃত্যু"
আমার নিজস্ব ওয়েবসাইট - ফানি ম্যান
©somewhere in net ltd.