নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky
কথা বেশি বলবো না।খুব সংক্ষিপ্ত কথা।
প্রথম মজিলা ফায়ারফক্সে ঢুকুন।তারপর-
1--Add-ons এ যান।
2--Get Add-ons এ ক্লিক করুন।
3-- উপরের search all add-ons এ যান । সার্চ বক্সে লিখুন ""stealthy"" ।
4--ওইখান থেকে ''''Stealthy 2.5"" অ্যাড অন টি ইন্সটল করে নিন ।রিস্টার্ট নিতে হবে।
এরপর এইরকম একটি অপশন পাবেন।
আইকনটি লাল হয়ে আছে। তার মানে ডিঅ্যাক্টিভেটেড হয়ে আছে।
আইকনটিতে একবার ক্লিক করুন।দেখবেন, সবুজ হয়ে গেছে- ।
_____________________________________________________________________________________________________________
এত্ত কষ্ট করা লাগবে না । আমি ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি--
STEALTHY ( add-on)
এই লিঙ্ক থেকে অ্যাড অনটি নামিয়ে নেন।এরপর রিস্টার্ট দিলেই কাজ হয়ে যাবে।
উপরের লেখাটি লেখার কারণ -- যাতে এই পোস্ট না থাকলেও আপনি- ডাউনলোড করতে পারেন।
_________________________________________________________________________________________________________________
এর সুবিধাঃএইবার ইচ্ছামতোন ইউটিউব সহ অন্যান্য ব্লকড সাইটগুলো ভিসিট করতে পারবেন।এইটা দেওয়ার কারন যারা প্রক্সি- মক্সি ইউজ করতে করতে বিরক্ত হইয়া যাচ্ছেন।আর, প্রক্সি- মক্সি , আইপি হাইডার ইত্যাদি নানা জিনিষ ইউজ করতেছেন। আর স্পিডও স্লো হয়ে যাচ্ছে।
আর এইখানে _- -আপনি যখন, অন্যান্য সাইটে যাবেন তখন, একবার লেফট ক্লিক করলেই, অ্যাড অন অফ হয়ে যাবে। আর , আপনার ব্রাউজিং স্পীডও কমবে না। আর কি চাই ।
২ নাম্বার টিপসঃ অনেকেই বলেন ভাই ইউটিউবে ভিড্যু ডাউনলোড করমু কেমতে ??? প্রশ্ন শুইনা চান্দি গরম হইয়া গেলে-- নিচের টিপস টা শিখায়ে দিবেন ।
- ধরেন, আপনি একটা ভিডিও দেখতেছেন-- ভিডিওটা ডাউনলোড করতে মন চাইতাছে । প্রথমে ভিডিওর লিঙ্ক টা কপি করেন।আমি এখন দেখতেছি-
লিন্কিন পার্কের " Castle of glass "--এর লিঙ্ক হলো-
http://www.youtube.com/watch?v=ScNNfyq3d_w
ভিডিওটা ডাউনলোড করতে হলে-
লিঙ্কের মাঝখানে www এর পরে -- ss যোগ করে দিবেন ।
তাহলে লিঙ্কটি হবে_ www.ssyoutube.com/watch?v=ScNNfyq3d_w ।
তারপর আপনি একটা ওয়েবসাইট দেখতে পাবেন ।
সেইখানে বিভিন্ন ফরমেট রয়েছে।সুবিধা অনুযায়ী যে ফরমেটে ক্লিক করবেন-- সেই ফরমেটেই ভিডিওটি রিজিউমেবল ভাবে ডাউনলোড হয়ে যাবে।
ফেবু থেকেও একি স্টাইলে ভিডিও ডাউনলোড করতে পারবেন।শুধু www. পরে ss যোগ করে দিবেন।
এর সুবিধাঃকোনও সফটওয়্যার লাগে না এবং রিজিউমেবল।
আশা করি , পৃথিবীতে এর চাইতে কোনও সহজ উপায় নাই।এরপরও যদি কেউ, ইউডিউব নিয়া কিছু কইছে-- তার কিন্তুক খবর আছে।অনেক কষ্ট করে সাধারণ জিনিসটি অনেক ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি। এরপর , আর কোনও সমস্যা থাকার প্রশ্নই উঠে না।
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: পিলাচের জন্য ধইন্যা।
ভাল থাকবেন। আর , বেশি বেশি করে ইউটিউব দেখবেন
২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
আয়রন ম্যান বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করে দেখি কাজ করে কিনা
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: না হইলে আমার কান কাইট্যা ফালামু,...
এক্ষণই্, , , কাম কইরা আমারে রিপ্লাই দেন।
আহারে, কতদিন আয়রন ম্যান দেখি না ।
৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
আশমএরশাদ বলেছেন: কসম কইলাম এই রকম ভালো টিপস আর কেউ কখনো দেয় নাই। আল্লাহ আপনার মঙ্গল করুক। ১০০ বছর হায়াত দিক।
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনার কামে লাগলেই আমি সার্থক।
আর, শুধু আমার জন্য দোয়া করলেন , আমার হবু স্ত্রীর জন্য যদি আরো ১০০ বছর বাঁচার দোয়া করতেন তাইলে ভাল হইত :!> :!> :!>
যাক, টেকি পোস্ট লেইখা , মাইনষের দোয়া কামানোতো বিরাট ব্যাপার
৪| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯
সাদমীর বলেছেন: ভাই,ইউটিউব ভিডিও তো আইডিএম দিয়া নামাইতেছি
কৈ কোনো সমস্যা তো হইতেছে না
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আইডিএম না থাকলে অথবা আপডেটেড না হলে কি করতেন????
আমি, এখানে সবচেয়ে সহজ উপায়ের কথা বলছি।
আইডিএম দিয়া ডাউনলোড --- সবচেয়ে সহজ উপায় না।এইটা হচ্ছে সবচেয়ে সহজ ।
৫| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
টেকনিসিয়ান বলেছেন: মজিলা ফায়ারফক্সের কি কোন নির্দিষ্ট ভার্সন- নাকি সব ভার্সন-এ এটি কার্যকর হবে?
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমি তো এখন মজিলা ফাইনাল টা ইউজ করতেছি...
আপনি, আপনার মজিলাতে সার্চ দিয়া দেখেন।
৬| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩
আশমএরশাদ বলেছেন: ভ্রাতা দোয়াতো করে ফেলেছি, কিন্তু ইুটিউব পেজেতো যেতে পারছি না, আর কোন কারিশমার দরকার আছে কিনা? ঐখানে একটা প্রিফারেন্স আছে সেটাতে কি কি যেন লিখা আছে সেখানে কিছু লিখতে হবে নাকি?
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কোনও কারিশমা নাই..
ওইটাতে ক্লিক করলেই সবুজ হয়ে যাবে...
তারপর্ , , , , ইটিউবে ঢুকে যাবেন...।আর, কনফিগারেসন , ডিফল্ট রাখেন।
নাহলে, , , রিমুভ করে আবার ইন্সটল করেন।
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: https://addons.mozilla.org/firefox/downloads/latest/279910/addon-279910-latest.xpi?src=external-stealthy.co
এইখান থেকে অ্যাড অন নামান
৭| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
অয়োময় বলেছেন: মিয়া কাম হয় না
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: হেই মিয়া ... কি কন...
ভাল কইরা ট্রাই করেন।
৮| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
অয়োময় বলেছেন: ধুরু মিয়া চাইর বার টেরাই কর্ছি
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: লিঙ্ক এ যান ।
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: https://addons.mozilla.org/firefox/downloads/latest/279910/addon-279910-latest.xpi?src=external-stealthy.co
এইখান থেকে অ্যাড অন নামান
৯| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
সন্দীপ হালদার বলেছেন: এর থেকে সহজ উপায় সত্যি আর নাই। অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।আপনাদের কাজে লাগলেই আমার সার্থকতা।
ভাল থাকুন।
১০| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
ঝটিকা বলেছেন: কাজে লাগবে
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কাজে লাগার জন্যইতো দেওয়া।
ভাল থাকবেন। শুভেচ্ছা রইলো।
১১| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১০
হাইল্যান্ডার বয় বলেছেন: পোষ্ট সোজা প্রিয়তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
১২| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮
রানা চৌধুরী বলেছেন: Ar chaite shohoj upai duniyate r nai.Apnare 10000+
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
মেহেদীডেভিড বলেছেন: কাজ করলে ধন্যবাদ দিতে ভুল করবো না মনে রাখবেন..............
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
মাতবার বলেছেন: +++