নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের সে রঙ্গিন ফানুসতো উড়বেই

Every word, every thought, and every emotion come back to one core problem: life is meaningless.

মুহম্মদ ফজলুল করিম

সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky

মুহম্মদ ফজলুল করিম › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকদের ৩০০ টাকার বিজয় কিবোর্ড দিয়ে কি ইসলামের কিছু করা সম্ভব???

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

তরুণ প্রজন্ম - নিজেদের অনেক স্বাধীন ভেবেছিলো। তারা ভেবেছিলো- এদেশ মুক্তচিন্তার জন্য উন্মুক্ত । এদেশে, জাফর ইকবাল স্যারদের মতো মানুষেরা এখনো বেচে আছে।আমরা চির উন্নত মম শির- এই কথাটিও হয়তো বিশ্বাস করেছিলো। তারা, অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস দেখিয়েছিল।কিন্তু্‌ সরকারের মৌলবাদ তোষণ নীতি-- তাদেরকে আশাহত করেছে।তাদের কিবোর্ড আজকে খটাখট শব্দ করছে না।তারা শুধু দেখেই যাচ্ছে- বিপক্ষ শক্তির আস্ফালন।ব্লগেও এর ব্যতিক্রম হচ্ছে না।আজকে তারা স্বভাব বহির্ভূত আস্তিকতা প্রদর্শনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হেফাজতের ইসলামের ভাইয়েরা জেনে রাখেন" আমরা আস্তিক না নাস্তিক- সেই পরীক্ষা আমরা আপনাদের কাছে দেবো না-->সৃষ্টিকর্তার কাছে দেবো।"



বছরটা ২০১৩।আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে - ১৩ হচ্ছে অশুভ ।বিদেশে এমন অনেক জায়গা আছে, যেখানে ১৩ নং কোন বাড়ি নেই।আপনি হাটতে হাটতে দেখবেন, প্রথমে ১২নং বাড়ি , তারপর ১৪ নং বাড়ি।এটা ঘটার পিছনে আছে এক আশ্চর্য কাহিনী - কাহিনীটা সঠিক মনে নেই। তবে যতদূর মনে আছে,তা থেকে বলা যায়, পৃথিবী চালাচ্ছিলেন ১২ দেবতা।এরই মধ্যে আরেকজন ১৩ নং দেবতা আসায় পৃথিবীতে নেমে আসল ভয়ঙ্কর বিশৃঙ্খলা।সেই থেকে ১৩ সংখ্যা অশুভ । আসলে, কেন ১৩ অশুভ এই প্রশ্নের হাজারো উত্তর আছে।

যাই হোক, বুঝাতে চাইলাম , ১৩ সংখ্যাটিকে পৃথিবীর অনেক দেশেই অশুভ মনে করা হয়।বর্তমান, আধুনিক পন্থি মানুষেরা এটাতে বিন্দুমাত্রও বিশ্বাস করে না। সেই হিসেবে, আমরা আমব্লগারগনও এইটাতে বিশ্বাস করি না। কিন্তু পরিস্থিতি এমনটাই দাঁড়িয়েছে যে-- এখন থেকে এই কুসংস্কার বিশ্বাস না করে উপায় নেই।স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ যতগুলো ভয়ঙ্কর দুর্যোগ মোকাবেলা করেছে- - - তার মধ্যে বর্তমান দুর্যোগও উল্লেখযোগ্য। সেই হিসেবে ২০১৩ আমাদের জন্য ভয়ানক অশুভ।এখন দেখছি সেই কুসংস্কার না মেনে আর কোন উপায় নাই।/:)

লুণ্ঠিত বাকস্বাধীনতাঃ

আজ বাকস্বাধীনতার উপরে নির্মম হস্তক্ষেপের দৃষ্টান্ত নজিরবিহীন।১১টি ব্লগ ব্ল্যাক আউটে আছে। সামুতে যে লেখালেখি করছি - - এরও নিশ্চয়তা নেই।হয়তো , লেখা শেষ করার আগেই হয়তো দেখব সামু ব্ল্যাক আউটে চলে যাবে।স্বাধীনদেশে বাক স্বাধীনতার প্রতি এমন নগ্ন হস্তক্ষেপ এই প্রজন্ম আর দেখে নাই।তাই,এখনো আমাদের এইসব পোষ্টার দেখতে হয়।





বুকে জমা ---- দীর্ঘশ্বাস

কারাগারের গরাদে মাথা কুটে মরা আমার বাক স্বাধীনতা ।

শোষকের ভয়ে বিনীত- কাপুরুষের মতো --

জীবন যুদ্ধে পরাজিত আমরা।




৩০০ টাকার কিবোর্ড এবং অনান্যঃ


হেফাজতে ইসলামের ভাইদের বলছি-- আপনারা বলছেন, ইসলাম আজ বিপন্ন।হায়, এই কথাও আমাদের শুনতে হয়।ইসলাম কে বিলুপ্ত করার জন্য পৃথিবীতে শত শত কোটি টাকার বাজেট আছে। একশ্রেণীর মানুষ অবিরাম চেষ্টা করে যাচ্ছে - কিভাবে ইসলামকে বিলুপ্ত করা যায়। আপনি শুধু গুগলে অ্যান্টি ইসলাম লেখে সার্চ দেন। তাহলে, হাজার হাজার অ্যান্টি ইসলাম আর্টিকেল, ভিডিও, গান সবই পাবেন। ইসলামকে কলুষিত করার অবিরাম চেষ্টাও এরা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইসলামের কিছুই হয়নি। ইসলাম অবিনশ্বর ধর্ম।পৃথিবীতে এমন কোন শক্তি নেই-- যা ইসলাম কে বিলুপ্ত করতে পারে। যদি, ইসলাম বিপন্ন হবার ধর্ম হত তাহলে-- আজকে ইসলাম নব্য নাস্তিকদের জন্য পড়ে থাকত না। অনেক আগেই, বিলুপ্ত হয়ে যেতো। পৃথিবীর অনেক পরাশক্তি যখন পারে নি-- তখন নব্য নাস্তিকরা কি করতে পারবে?

নাস্তিকদের ৩০০ টাকা বিজয় কিবোর্ড দিয়ে কি ইসলামের কিছু করা সম্ভব??? তাদের সাত বছরের ব্লগিং এর মূল্য যে কত কম - - - -তা সাতদিনের আন্দোলনের মাথায় গ্রেপ্তার হওয়া থেকেই বোঝা যায়। সরকার, তাদেরকে স্পেশাল শেলটার দিতেও সময় নেয় না্ - আবার ,জেলে নিতেও সময় নেয় না। সরকার আজ ব্লগকে কি পরিমাণে হেয় করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাদের সাত দিনের আন্দোলনকে মূল্য দিতে যেয়ে ,তিল তিল করে সাত বছরের গড়ে তলা ব্লগকে একদম আস্তাকুড়ে ফেলে দেয়ার চেষ্টা চালালো।



৩০০ টাকার কিবোর্ড থেকে যে আউটপুট আসে-- সেটা অত্যন্ত সামান্য । সেটা দিয়ে কিছু করা সম্ভব না। আর, হেফাজতে ইসলাম সেটাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।এটা হয়তো তাদের একটা ইস্যু।তাই, ভাইদের বলছি, আপনারা নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিষয়টাকে ভেবে দেখুন।কিছু, ফটকা ব্লগার গ্রেপ্তারের দাবিতে এতো বড় আন্দোলন হতে পারে না। এর পিছনে হয়তো কোন ......

আর, ইসলাম বিপন্ন। এই কথা বলা কতটুকু উচিত সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে।



এই ছবি কি বিদেশি শক্তির দৃষ্টি আকর্ষণ করার জন্য না?



তারা কি চায়??শুধু মাত্র ইসলাম রক্ষা,

তাহলে কেন শাহরিয়ার কবিররা কেন আক্রান্ত হয়?

“তোরা প্রজন্ম চত্বরের দালাল, আজ তোকে মেরে ফেলা হবে -- কেন এই কথা শুনতে হয়।”

কেন চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ ভাঙ্গা হয়?

কেন শাহবাগ ভাঙতে যাওয়া হয়?

কেন পতাকা ছিড়া হয়?

কেন শহিদ মিনার ভাঙ্গা হয় ?

বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কেন প্রশ্ন উঠে?

কেন দেশ বিরোধী স্লোগান শোনা যায়?



আজকের পরিস্থিতির জন্য_________________



আওয়ামীলীগ কে বলছিঃ

আপনারা অহেতুক বাড়াবাড়ি করেছেন।ফেসবুকে ইসলামি পোস্ট বা ছবি দিলে ছাগু ট্যাগ মারেন যারে তারে, । ছাগু ট্যাগ মারা আপনাদের চিরন্তন অভ্যাস। যুদ্ধাপরাধী বিচারের নামে যাচ্ছেতাই করেছেন। কেনো , আমাদের শাহবাগ সৃষ্টি করতে হল।আপনারা কি কাদের মোল্লার ডিরেক্ট ফাঁসি দিতে পারেন নি। নাকি, এর থেকে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিলেন।

বি এন পি কে বলছিঃ

ক্ষমতায় যাওয়াটাই শেষ কথা না।মীর জাফর, বিদেশি সহায়তায় ক্ষমতায় এসেছিলো। কিন্তু , থাকতে পারে নি। আপনারা জামাতের সহায়তায় ক্ষমতায় আসলে, একদিন জামাতই আপনাদের ধাক্কা দিয়ে ফেলে দিবে। হিসেবে আপনাদের ভুল আছে।

জামাত কে বলছিঃ

আগাছা সময়মত ফেলে না দেওয়ায় সেটা এখন বটবৃক্ষের আকার ধারণ করেছে। জেনে রাখবেন বাড়াবাড়ি করা উচিত না। মনে রাখবেন__নিশ্চয়, আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।

হেফাজতকে বলছিঃ

আপনারা ভুল পথে হাঁটছেন।



শেষ কথাঃআমি কোন রাজনৈতিক দল বা কোন মতামতের অনুসারী নই।আমার বিশ্বাস, এখনো দেশে এমন কোন মতবাদ নেই যার উপর সম্পূর্ণ না হোক কিছুমাত্র আস্থা রাখা যেতে পারে।







আফসোস।কেন এমনটা হল?।এর দায় দায়িত্ব কে নিবে। জানি কেউই নিবে না।একে অন্যের দোষারোপ করতেই থাকবে। আমরা আম জনতা প্রান ফুট ললিপপ খাবো। দেশ এভাবেই চলতে থাকবে।পরবর্তীতে অন্য সরকার আসলে তারা বলবে বিগত সরকার সব ধ্বংস করে দিয়েছে ।দেশ পুনুরুদ্ধার করতে হলে, অন্তত তাদেরকে কয়েক মেয়াদে ক্ষমতায় থাকতে হবে।



রবীন্দ্রনাথরা যুগে যুগে আবার আসবে-- আর দীর্ঘশ্বাস ফেলে বলবে- হে বিধাতা ,তুমি বাঙ্গালিকে আর মানুষ করিলে না!!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩

নন্দনপুরী বলেছেন: একটাই দাবি......রাজাকারের ফাঁসি

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আওয়ামীলীগ কে বলছিঃ----------------------------------------------
যুদ্ধাপরাধী বিচারের নামে যাচ্ছেতাই করেছেন। কেনো , আমাদের শাহবাগ সৃষ্টি করতে হল।আপনারা কি কাদের মোল্লার ডিরেক্ট ফাঁসি দিতে পারেন নি। নাকি, এর থেকে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিলেন।




আপনার সাথে একমত।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

কাজের কথা বলেছেন: ভাই আপনাকে বলছি, .................... চালাইয়া যান। নিচের ছবি আপনার লিখার কিছু অংশের জন্য।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ছাগু ট্যাগ দেওয়া যে আপনার অভ্যাস তা আপনার ব্লগ থেকে ঘুরে এসেই বুঝলাম।


শুনেন ভাই, পোস্ট পুরা পড়ে কমেন্ট করতে আসবেন।সামান্য অংশ পড়ে মন্তব্য করা উচিত না।

আমি পুরা পোস্টে সম্পূর্ণ মাত্রায় নিরপেক্ষ অবস্থান থেকে লেখছি।আমি আওয়ামী
বি এন পি, জামাত সবারই সমালোচনা করেছি।


আপনি আমার করা সব মন্তব্যও দেখতে পারেন।ওপেন চ্যালেঞ্জ যদি ছাগু প্রমাণ করতে পারেন, তাইলে ব্লগিং ছেড়ে দিবো।


আর যদি না পারেন, তাহলে আপনার জন্য ... সমবেদনা।( ১.৫ গ্রাম ওজনের মস্তিষ্কের জন্য)


ভাল থাকবেন।

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন



কাজের কথা ভাই। কিছু মনে করবেন না ।কাউকে ট্যাগ করতে হলে একটু দেখে শুনে করবেন। আর আপনাকেই বা কি বলবো-- চারিদিকে ছাগুর ছড়াছড়ি ।ভুল বোঝাবুঝি হতেই পারে।কিছু মনে করবেন না।


ভাল থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

কাফের বলেছেন: দেশটাকে পুরা জাহান্নাম বানাইয়া ফালাইছে
ধর্ম ব্যাবসায়ী আর রাজনৈতিক দল গুলা

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: স হ ম ত

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামীলীগের অতি চালাকি তাদের গলার ফাসি হয়ে গেছে!!!

হুটপুট দৌড়ে গিয়ে রাজিবকে নিয়ে নাটক, সংসদে প্রস্তাব পাশ, গণভবনে মোবাতি জ্বালানো

আবর ঠাশ..
রিভার্স

ব্লগারদের গ্রেফতার, পুরা ইউটার্ন নেয়া,

ভোটের রাজনীতির বলি জনতা আজিবন। বিগত ৪ বছরের সরকার পরিচালনায় তাদের ক্রনিক ব্যর্থতা ৭১এর চেতনার আড়ালে ঢাকতে গিয়ে লেজে গোবরে করে ফেলেছে।

আর শাহবাগ তার মূল্য লক্ষ্য ছেড়ে ডাল পালায় ছড়িয়ে গিয়েই প্রপাত ধরণী তল!!!!!

যুদ্ধাপরাধীর ফাসির দাবী ঠিক ছিল। কিন্তু ক্রমশ জীবনেও একসিটের বেশি না পাওয়া বাম রামের প্ররোচনায় এন্টি আসলামিক আহবানই সব গুবলেট করে দেয়!!!!!!!


আবার তারাও ভয়ানক রিভার্স খেলোয়ার?????
রাজিবের ফ্লপ নাটকের পর শুরু করলো সকল ধর্ম গ্রন্থ থেকে পাঠ!!!!!!

প‌্যারালাল গর্ভমেন্টের মতো আদেশ জারি, থেকে শুরু করে বহু বহু মাত্রা নিজেদের জড়িয়ে একই রকম লেজেগোবরে অবস্থা পড়ে গেল!!!!

যার বাই-প্রডাক্ট হেফাজত।





০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: পারফেক্ট মন্তব্য করেছেন।


নীতি থাকতে হবে একটা।দ্বিমুখী নীতি দিয়ে কোন সফলতা আদায় সম্ভব না।আওয়ামীলীগ দ্বিমুখী নীতি অনুসরণ করছে।বামদের আস্কারা দিয়ে মাথায় তুলেছে-- এখন আবার ফেলেও দিচ্ছে।

শাহবাগের মুল লক্ষ ছিল- যুদ্ধাপরাধীর বিচার ।ধর্ম নিয়া গুঁতাগুঁতি করার কোন দরকারই ছিল না।রাজীবকে শহীদ বানানর কি কোন দরকার ছিল।শাহবাগ কে এক আজব রঙ্গমঞ্চে রূপায়িত করলো।

সব ইস্যু কে এক ইস্যু দিয়ে ঢাকার চেষ্টা করলে--- এই অবস্থাই হয়।


এখন হেফাজতে ইসলাম যে শক্তিশালী পজিশনে গিয়েছে--এই পজিশন থেকে তাকে নামাতে খালেদা জিয়ারও কপালে কালঘাম ছুটবে।ভোটের রাজনীতি করতে গিয়ে তিনিও এক অস্থিতিশীল রাজনীতির পথ বেছে নিলেন।

একদিন হয়তো এমন দিন আসবে- হেফাজতে ইসলামকে সরাতে খালেদা - হাসিনা একসাথে কাজ করতে হবে- ঠিক এরশাদের সময়কার মতো।


ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.