নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের সে রঙ্গিন ফানুসতো উড়বেই

Every word, every thought, and every emotion come back to one core problem: life is meaningless.

মুহম্মদ ফজলুল করিম

সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky

মুহম্মদ ফজলুল করিম › বিস্তারিত পোস্টঃ

ইউটিউব দেখার ও ডাউনলোডের ট্রিক্স-(কোন প্রক্সি,সফটওয়্যার বা অ্যাড-অন ছাড়াই)B-) সাথে র‍্যাপিডশেয়ার থেকে ফ্রী ডাউনলোড করার পদ্ধতি;)

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২

এই পদ্ধতিতে কিচ্ছু লাগবে না। কোন প্রক্সি- মক্সী - অ্যাড অন , আইপি হাইডার কিচ্ছু লাগবে না। আমাদের দেশে ইন্টারনেটের যে অবস্থা - তাতে প্রক্সি , আইপি হাইডার ইত্যাদি ইউজ করলে গতি কইমা যায় এমনিতে কচ্ছপ গতির ইন্টারনেট - তার উপর "মরার উপর খাঁড়ার ঘা" প্রক্সি - আইপি হাইডার ইউজ করলে আর গতিই থাকে না।



যাই হোক কাজের কথায় আসি----

প্রথমে আপনি গুগলে ঢুকুন। যে বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে সার্চ দেন।

ধরেন, আমি শিরোনামহীনের "বন্ধজানালা " গানটির ভিডিও দেখতে চাই।এইজন্য প্রথমে গুগলে যেয়ে নিচের ছবির মতো সার্চ দেই>



আসলে, যে বিষয়ে ভিডিও দেখতে চাই সে বিষয় টা লিখে ইউটিউব লিখে দিলেই হলো।

এরপর নিচের ছবির মতো সার্চ রেজাল্ট আসবে।যে ভিডিওটা দেখতে চান

সেই ভিডিওটার লিঙ্কটা কপি করেন।( ছবির মতো )



এরপর কপি করা লিঙ্কটা পাশের ট্যাব ওপেন করে তাতে পেস্ট করুন।





এখানে লিঙ্কটা হচ্ছে http://www.youtube.com/watch?v=-EfKqIMW2RI



আপনি শুধু www. এর পরে ss ( দুটো ছোট ss যোগ করে দিবেন)



তাহলে লিঙ্কটা দাঁড়াবে - www.ssyoutube.com/watch?v=-EfKqIMW2RI ।







এবার এন্টার চাপুন।তাহলেই একটা ওয়েবসাইট আসবে।এই ওয়েবসাইটটি থেকে আপনি ভিডিও দেখতেও পারবেন সাথে ডাউনলোডও করতে পারবেন।







এখন থেকে আর, সারাদিন প্রক্সি - আইপি হাইডার - ইত্যাদি ইউজ করা লাগবে না।এতে গতিও কমবে না। আরামে ব্রাউজ করতে পারবেন। আর কি চাই???B-)B-)







_____________________________________________________________________



এক্সট্রা টিপসঃ র‍্যাপিডশেয়ার, ফাইলফ্যাক্টরি থেকে ফ্রী ডাউনলোড করার পদ্ধতি!!!!

জলের মতো সহজ -

sfrom.net/ লিখে র‍্যাপিডশেয়ার বা ফাইলফ্যাক্টরির ডাউনলোড লিঙ্ক টা পেস্ট করে দিবেন।



মানে -- ডাউনলোড লিঙ্ক যদি http://rapidshare.com/files/408579189/fb2epub_1_0_35.zip.html এইটা হয়--

তাহলে আপনি লিখবেন - sfrom.net/http://rapidshare.com/files/408579189/fb2epub_1_0_35.zip.html

ফাইলফ্যাক্টরির ক্ষেত্রে এমনি।



যদি এটুকু কষ্ট করতেও না মন চায়-- তাহলে আপনি সরাসরি http://en.savefrom.net/ এই ওয়েবসাইটে চলে যান।



ডাউনলোড লিঙ্কটা পেস্ট করে দিন-- এবং ডাউনলোড বাটনে ক্লিক করুন --ডাউনলোড করুন সর্বাধিক গতিতে।



এছাড়া ফেসবুক থকে শুরু করে মেটাক্যাফে - অনেক সাইট থেকেই এই সাইট ডাউনলোডের সুবিধা দেয়--



যে সাইট থেকে ডাউনলোড করতে চান।সে সাইটের উপর ক্লিক করুন। তাহলে- আপনাকে ডাউনলোড করার পদ্ধতি দেখিয়ে দিবে।

_____________________________________________________________________________________________________



এছাড়া ,যদি সবসময় ইউজ করতে চান তাহলে আপনার জন্য আছে এই ওয়েবসাইট সেভ ফ্রম নেটের - অ্যাড অন ।





আর যারা মেইন ইন্টারফেস সহ ইউজ করতে চান, তাদের জন্য রয়েছে বিভিন্ন আইপি হাইডার সফটওয়্যার।এইগুলো বেশি বেশি করে ইউজ করেন-- ইন্টারনেটের গতি বেশি বেশি করে কমিয়ে ফেলুন। :P:P



অবশ্য , আমরা বাঙালি জাতি একটু স্লো মোশনে কাজ কাম করতে পছন্দ করি।;):P আপনিও করেন। কুনো সমস্যা নাই। :D:D



এর আগে আমার আরো দুটি টেকি পোস্ট-

☑*~*~♣ IP দিয়ে খুঁজে বের করে ফেলুন পৃথিবীর যে কাউকে B:-) :-B :-B ♣~*~* ツ

আর



আমরা যেইসব সফটওয়্যার ব্যাবহার করি,তার অরজিনাল দাম শুনলে অনেকেই হার্ট অ্যাটাক করতে পারেনB-)B-) তাই,এই পোস্ট দুর্বল চিত্তের ব্যক্তিদের জন্য নহে;);););)



মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

পথেরহাট. বলেছেন: ভালু পুষ্ট। দেখি কেমনে কাজে আসে। আসলে যত যাই করি আমাদের তো গোড়াই গলদ; লাইনটাই স্লো।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আসলে সমস্যাটা হল লাইনটাই স্লো ।


"আমাদের দেশে ইন্টারনেটের যে অবস্থা - তাতে প্রক্সি , আইপি হাইডার ইত্যাদি ইউজ করলে গতি কইমা যায় ।এমনিতে কচ্ছপ গতির ইন্টারনেট - তার উপর "মরার উপর খাঁড়ার ঘা" প্রক্সি - আইপি হাইডার ইউজ করলে আর গতিই থাকে না।"

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

আবরার রুমী বলেছেন: অনেক কিছু জানলাম,ধন্যবাদ!!

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: জানার সাথে কাজে লাগালেই--- এই ব্লগের সার্থকতা।



ভালো থাকবেন।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

রুদ্র মানব বলেছেন: দারুণ পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম :) :) :)

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: রুদ্র মানব ভাই...
আমার অনেক পোস্টেই আপনার পদচারনা দেখে খুবই ভালো লাগে। :) :)
আপনাদের মতো ব্লগারদের অনুপ্রেরণাই আমার লেখার কারণ।


ভালো থাকবেন প্রতিনিয়ত। :) :)

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

সাজিদ এহসান বলেছেন: দারুণ পোস্ট প্রিয়তে

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

রাহেন রঙ্গন বলেছেন: ধন্যবাদ

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনার জন্য অসংখ্য শুভকামনা রইলো।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: দরকারি

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :) :) :)

৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

আবরার রুমী বলেছেন: অপনার সবকটা পোস্ট এক বসায় না শেষ করে উঠতে পারলামনা,,,কোথায় ছিলেন বস !! আপনার ফ্যন হোয়ে গেলাম !!

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনার ভালো লাগলো জেনে আসলেই খুশি হলাম।
যাক , আমার ব্লগ লেখালেখি তো একজন পছন্দ করলো।আমি তো মনে করছি ;) কাররই পছন্দ হয়না।



শুভেচ্ছা নিরন্তর। ভালো থাকবেন - সবসময়।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

সূখী মানব বলেছেন: Thanks

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :)

৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

ব্লগ ৪১৬ বলেছেন: দেখি কামে লাগাইতে পারি কিনা।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: দেখা দেখির কি আছে---


এক্ষণই দেখেন। আর কাম হইবার সম্ভাবনা ১০০০% ;)

১০| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

মুর্তজা হাসান খালিদ বলেছেন: কাজের পোস্ট, ধইন্যা লন !:#P

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনেরেও ধইন্না।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮

মিত্রাক্ষর বলেছেন: পেলাচ :D :D :D

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: হামরা বাঙালি হ্যাঁয় ।


আমাগো কাছে কিছুই অসম্ভব না ;)

১২| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

এন ইউ এমিল বলেছেন: ধুর মিয়া এসএস দিলে ইরর দেখায় :(

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: খিয়াল কইরা।

www. এর পরে --- আর youtube.com আগে



আবারো বলছি ... www. ( ডটটা দিছেন তো)

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬

ফাহীম দেওয়ান বলেছেন: ইউটিউব ডাউনলোড এর লিঙ্কু তো আসে, মাগার ডাউনলোড তো হয়না B:-) B:-) B:-)


কি করি বস :-* :-*

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন:



ডিরেক্ট এইখানে ক্লিকান। তাইলেই হপে ।

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

এম এম হোসাইন বলেছেন: +++++++++++++

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :) :) :) :) :) :)

১৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪২

অস্হির বলেছেন: রকারি পোস্ট। ধন্যবাদ।

১৬| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪২

অস্হির বলেছেন: দরকারি পোস্ট। ধন্যবাদ।

১৭| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪২

অস্হির বলেছেন: দরকারি পোস্ট। ধন্যবাদ।

১৮| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪২

অস্হির বলেছেন: দরকারি পোস্ট। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.