নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky
প্রতিটা সাইটের একটা সাইট ভ্যালু থাকে।আমাদের সবার প্রিয় সামু ব্লগের সাইট ভ্যালু কত জানেন তো।কতই বা আয় করে তাও জানেন তো।
মনে হয় জানেন না!কখনই মালিকপক্ষ আমাদের জানাবে না কতই বা তাদের আয়।
এই পোস্টে আমরা দেখাবো- সামু ব্লগের আয় কত?ব্যয় কত এটা জানাতে পারব না।ইহা একটি ব্যাপক(!!) অনুসন্ধানমূলক পোস্ট।
এর জন্য আমরা সহায়তা নিলাম -
www.websiteearningscalculator.com সাইটটির।
ওদের মতে , সামুর দৈনিক আয় ২৬৯ ডলার।যা বাংলাদেশী টাকায় ২০৯৮২ টাকা মাত্র।(৭৮ টাকা ডলার ধরে)
সে হিসেবে মাসিক আয় - ৬ লক্ষ ৩০হাজার টাকা মাত্র।
এবং বাৎসরিক আয় - ৭৬ লক্ষ ৫৮ হাজার চারশত ত্রিশ টাকা মাত্র।
এছাড়া, এই সাইটটির মতে এর সামুর মূল্য হবে - ৯১৫০৭৮ ডলার।
যা, বাংলাদেশী টাকায় - ৭ কোটি ১৩ লাখ টাকার মতো।
(এদের তথ্য অনুসারে গুগল মামুর মূল্য - ২ লাখ ৬০ হাজার কোটি টাকার মতো )
এই এভিড্যান্স এর লিঙ্ক - অনুসন্ধান
________________________________________________________________
আরও চমক আছে আপনাদের জন্য-
এইবার একটা নতুন সাইট-
"Worth of Web" = আলেক্সা রেটিং এ প্রথম ১০হাজারের মধ্যে আছে।তথ্য টা নির্ভরশীল করবার জন্য আমি সহায়তা নিলাম আলেক্সার।
ওদের সাইটে সামুর মূল্য ধরা হয়েছে--
$ ২৬,৪৪০,০০০ ডলার।
বাংলাদেশী টাকায় - ২০৬ কোটি ২৩ লক্ষ ২০ হাজার টাকা মাত্র।
অনুসন্ধান লিঙ্ক - এই গবেষণা মাত্র ৪২ দিন আগে ওই সাইটটি করেছিল।
____________________________________________________________
এছাড়া এই সাইটটি অনুসারে সামুর মূল্য - ২৪ কোটি ৩ লাখ টাকা ।
***আবার এই সাইটটি অনুসারে সামুর মূল্য - ৩২ লাখ টাকা।
বিশেষ দ্রষ্টব্যঃ এই পর্যায়ে যারা মাথা ঘুরে পড়ে যান নাই, তাদের কে জানাই "আপনাদের নার্ভ হল দুনিয়ার সবচেয়ে স্ট্রং নার্ভ"।আর যারা মাথা ঘুরে পড়ে গেছেন তাদের জন্য সমবেদনা।তাদের শোকাহত পরিবার কে এই ২০৬ কোটি টাকা থেকে ১০ লাখ করে টাকা দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
বাস্তবিকে কখনই আমার মনে হয় না- সামু এই পরিমাণ ধনী ।কিন্তু ,দুঃখের বিষয় এইসব সাইটগুলি এই ধরনেরই তথ্যই দেখাচ্ছে।
পুনশ্চঃএই পোস্টটি একটি রম্য পোস্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে।তবে, তথ্যগুলো বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করা হয়েছে এবং অবিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে।এই পোস্টের কোন মতামতই লেখকের না।লেখক শুধু তথ্য গুলো উপস্থাপন করেছেন।এক্ষেত্রে লেখক কোন অংশেই কোনভাবে দায়ী থাকবেন না।
সামুকে বলছি আমাকে ব্যান করার আগে এটা পড়ে নিবেন -সামু তুমি একটা লেজেন্ড।লেজেন্ডদের নিয়েই তো মিথ ছড়ায়।ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে একবার মায়ের টানে দামোদর নদী ঝড়ের রাতে সাঁতার দিয়ে পাড়ি দিয়েছিলেন- সেটা ছিল পুরাই গালগপ্প। উনার ভাই শম্ভুচরন বলেছিলেন - এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।কিন্তু, ঈশ্বরচন্দ্র এটা নিয়ে কোন মন্তব্যই করেননি।নিউটন জানালা থেকে আপেল পড়তে দেখেছেন,তার মাথায় পড়তে নয়।রবার্ট ব্রুস হলঘরে বসে মাকড়সা দেখেছিলেন,গুহা থেকে নয়। আমরা এগুলো জেনেও আজ এইসব গল্প করে যাই।এটা কোন দোষের কিছু না। সেক্ষেত্রে,বুঝতেই পারছেন আপনাদের কি বলতে চাচ্ছি।
একটা প্রবাদ পড়ছিলাম -" যাহা রটে - তাহা কিছু বটে "
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমি কালকে কম্পু গুঁতাইতে গুঁতাইতে এই তথ্য দেখি...
ব্যাপক আকারে টাস্কিত হয়েছিলাম...
কথা কতটুকু সত্য---
একটা প্রবাদ পড়ছিলাম -" যাহা রটে - তাহা কিছু বটে "
২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
:-& :-& :-&
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: - কিছু কমু না ,জবান বন্ধ হয়া গেছে।
৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৬
মোমের মানুষ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও মাই গড B:-)
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন:
দেখেন , আমরা কি ব্লগে ব্লগিং করি...
আপনার তো গর্বে গর্ভবতী হওয়া উচিত।
(জাস্ট ফর ফান)
৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০২
জানা বলেছেন:
ব্যাপক(!!) অনুসন্ধানমূলক পোস্ট!!
তবে বিপদের কথা হলো, আমার আবার নার্ভ অত স্ট্রং না! জ্ঞানী গুনীজনদের এইসব গুরুত্বপূর্ণ গবেষণা দেখে যে কোন সময়ই পটল তুলতে পারি বলে মনে হচ্ছে।
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: জানাপু আপনাকে আমার ক্ষুদ্র ব্লগে স্বাগতম। । ।
এইসব ফালতু সাইটগুলোর ফালতু গবেষণা দেখে যেকোনো মানুষি পটল তুলতে পারে। আমি বুঝি না- কেন এইসব আজগুবি তথ্য ওরা ছাপিয়ে রেখেছে।কোন প্রেক্ষিতে এটা সম্ভব।এছাড়া, সাইটগুলো গুগল সার্চে প্রায় ১/২ নং এ থাকে।
এদের বিরুদ্ধে কি কিছুই করার নাই।আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্যই এটা লিখেছিলাম।
২০৬ কোটি টাকা- হাসেন প্রাণ খুলে হাসেন।পটল তুললে হেসে হেসেই পটল তুলেন।কারণ , এই পোস্টকে জোক অফ দ্যা ইয়ার ঘোষণা করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ রাখি।
৫| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায়
দেহেন দি কল্লেন কি!!!!!!!!!!!!!!!!!!
হাটে হাড়ি ভাইঙ্গা দিলেন!!!!!!
আমরাতো ঝানতাম বেতন দিতে পারেনা বইলা মডু নিয়োগ ২৪-৭ হইতাছে না
আর আন্নে ইসব কিতা কইলেন!!!!!
ভিজিট কইরা নার্ভ শক্তই রাখছিলাম.. মগর আপনের অনুদানের ঘুষনা দেইখা এইমাত্র মাথা ঘুইরা পইড়ে গেলাম
জলদি আমার অনুদানের চেক/ক্যাশ ট্যাকা/ডলার ট্রান্সফার করা হুক
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: এইসব বাজে ওয়েবসাইটগুলির নামে ব্লগর্যাতন মামলা করা উচিত।
বদমাইশগুলির খায়া-দায়া কোন কাম নাই।
একটা ব্লগ চালিয়ে কামাই করা দূরে থাক,ঠিকমত ব্যয় সামলানো কঠিন।কয়টা বিজ্ঞাপন হয়।
আমার তো মনে হয়, আরিল্ড ভায়ের পকেট থেকে যে এর পিছনে কত টাকা গেছে আল্লাহ্ ই জানে।
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: যাহা রটে , তাহা কিছু বটে বটে...
বুইজ্জা লন।
৬| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই জানা আপাতো ব্লদধূলি দিয়া গেছেন আফনেরে নিয়োগ টিয়োগ দিলে অগ্রিম ধইন্যা। আর আমাগো মিষ্টি খাওয়াইয়েন
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ব্লদধূলি পেয়ে আমি ধন্য...
আসলে , উনার কমেন্টের দরকারই ছিল না।আমরা ক্যাচাল করতে আসছি - পুলাপাইনের মতো কিছুক্ষণ ক্যাচাল কইরা যাই...
উনার এইসব পুলাপাইনের মধ্যে ঢুঁকা উচিত হয় নাই।
০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: খালি মিষ্টি...
নিয়োগ বাণিজ্য করলে,আপনেরে আগে বিনি পয়সায় মডু বানায়া দিমুনে।।
খুশি ।।
৭| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫
কান্টি টুটুল বলেছেন:
ব্লগ শ্রমিক ভাই আর আপাগো পাওনার হিসাবটা তাড়াতাড়ি করেন তো ভাই, আমরা দুই আড়াইশ নিয়মিত ব্লগে হাজিরা দেই,আর সব বাদ ।
ভাল তথ্য বাহির করসেন রে ভাই
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৪
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমরা নীতিগতভাবে এই টাকা পাওয়ার দাবিদার।
দরকার হলে কীবোর্ড ধরে পড়ে থাকবো।তাড়াতাড়ি , এইডা নিয়া একডা স্টিগি পুষ্ট চাই।
অই শোষকের ব্লগ গুড়িয়ে দাও , আমার মেহনতি ভায়েরা।
৮| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৩
জুবায়ের দিদার বলেছেন: এইসব ফালতু সাইটের প্রতি পদক্ষেপ নেওয়া উচিত
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমি ভাল করে দেখলাম--
এইগুলার মধ্যে দুইডা ইন্ডিয়ান সাইট--
গুগল সার্চেও ১/২ এ থাকে।
ব্যবস্থা নেয়া জরুরী।
৯| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৪
শ।মসীর বলেছেন: আমাগোরে কিছু শেয়ার দেয়া হউক...।
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: এইডা নিয়া একডা স্টিগি পুষ্ট চাই।
জান যাবে ,প্রাণ যাবে --- তবুও আমাদের অধিকার আমরা আদায় করেই ছারুম।
১০| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ইস্টিকি করা হোকস........
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: এক দফা একদাবি-- স্টিগি চাই।
আমিতো মনে করছি,মডু(মোটা না, চিকনই আছে ) করবে, কিণটুক করে না কেন।
১১| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৭
আবুল মোকারম বলেছেন: আমারে মাইরালা
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৪
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনের সাথে আমিও আছি...
মইরা গেলে আপনের বাল বাচ্চার ঠিকানা দিয়া যান।আমরা বীমা আলাদের গারিতে করে আপনের ভাগ দিয়া আসুম।
১২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৭
আমি ইহতিব বলেছেন: খাইছে আমারে
০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন:
১৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৪
বাধা মানিনা বলেছেন: তারচেয়ে সবাই আসেন কম্প্রমাইস করি সামুর সাথে। সামুতে আমাদের যার যত বয়ষ, সেই অনুপাতে আমাদের যার যার ব্যাংক একাউন্টে ডলার/বিডিটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।
০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনার মতামত গ্রহণযোগ্য।
ডলার পাঠালেই ভাল হয়।এতোগুলান টাকা- বস্তায় মনে হয় আঁটবো না।
১৪| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
দি সুফি বলেছেন: ঐসব ওয়েবসাইটের তথ্যগুলো রম্য টাইপের হলেও কিছু ফ্যাক্টস্ রয়েই যায়! সামুর বর্তমান ইম্প্রেশন আর অ্যালেক্সা র্যাঙ্কিং অনুযায়ী, এটা যদি কোন ইংলিশ ব্লগ হত (বিশেষ করে টেক্ ব্লগ), তাহলে দৈনিক ইনকাম ১০ হাজার ডলার ছাড়িয়ে যেত। আমাদের দেশে ইন্টারনেট ভিত্তিক ব্যবসা-বাণিজ্য এখনও ঐভাবে সম্প্রসারিত হয় নাই।
০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ওদের হিসেব মতে দৈনিক পেজভিউ =২২ লাখের বেশি।
সামু দেশের সেরা ব্লগগুলির একটি। ইন্টারনেট মার্কেটিং এ এগিয়ে থাকলে- অনেক টাকা আয় করা সম্ভব।
সামুর ভবিষ্যৎ বাস্তবিকেই উজ্জ্বল।সামু বেশি বেশি আয় করলে ,আমাদেরই সুবিধা।দিন রাত পেইড মোডারেটর থাকবে।ভাল ভাল ডেভেলপার দের হাতে পড়লে - ব্লগের উন্নতিও ঘটবে।
আমরা তাকিয়ে আছি , উজ্জ্বল ভবিষ্যতের দিকে।
১৫| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
রামন বলেছেন:
এতক্ষণে মনে হয় N B R সামুর দরজার কড়া নাড়াচ্ছে।
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: সামুরে ধর...
কুটি কুটি টেয়ার হিসাব , কনে দিব ।
১৬| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
ঘুড্ডির পাইলট বলেছেন: জানাপু টেকার হিসাব পাইয়া হাটফেল করছে কিনা খবর লিয়ে আসি !!!
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: জানাপু একা একা এত্ত টেকা হজম করতে গিয়া বদহজম কইরা ফালাইবেন।আমব্লগারের বদ দোয়া নিয়েন না।
আমার পক্ষ হইতে বলিবেন।
১৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৩২
পিচ্চি পোলা বলেছেন: ব্যাপক মজাদার পোস্ট। টেকার যে হিসাব দিলেন সেই টেকা কে দিবে? হু? বারাক ওবামা?
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪৫
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: বারাক ওবামা না - - -
দিবে সামু। তাড়াতাড়ি লাইনে দাঁড়ান ।এমনেই পিচ্চি পোলা , বেশি পিছনে দাঁড়াইলে , নাও পাইতে পারেন। হাইট কম ।
১৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৪৩
অদ্বিতীয়া আমি বলেছেন: জানা আপুর কমেন্ট পড়ে
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: একজনের পটল তোলা দেখে হাসেন।
আপনে তো ডেঞ্জারাস মানুষ।
১৯| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৪৭
ইমরাজ কবির মুন বলেছেন:
প্রতি বছর জেলা ভিত্তিক মেজবানীর আয়োজন করলে মন্দ হৈতো না ||
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: এইতো লাইনে আইছেন।
প্রতি জেলায় মেজবানি দিবো।বড় কমুনিটি সেন্টারে খাওয়া দাওয়া হইবে।গরু,খাসি,মুরগির রোস্ট...সাথে কাচ্চি , বোরহানি , লাচ্ছি...
জিভে জ্বল এসে গেছে। কীবোর্ড , ভিজ্জা যাইবে দেখে আর লিখলাম না।
২০| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৭
আর.হক বলেছেন: মোর পকেটে মাত্র ১০০ ট্যাকা আছে মোরে কি কিছু ট্যাকা ধার দেওন যায়?
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫৩
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: মিয়া , ধার চান ক্যা??
এইগুলা আমাগো হক!!!!!!
২১| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯
মামুন রশিদ বলেছেন: মাসে মাত্র ছয় লাখ টাকা, এটা কোন ইনকাম হলো নাকি ?? সার্ভার মেইনটেইনেন্স, অফিস আর পরিচালন খরচ হিসেব করলে আমার মনে হয় সামু এখনো লস প্রজেক্ট
তবে বিভিন্ন সাইটে সামুর মুল্য দেখে চক্ষু বাহির হবার যোগার
@জানা'পু সামু বেইচ্চা দেন, কুটিপতি হইয়া যাইবেন
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫৭
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আরে কোনমতে চালাইতে পারলে, পড়ে ২০০-৩০০ কোটি টেকা দিয়া বেইচ্চা দেওয়া যাবে।
কার কাছে বেচবেন, এইরকম কুটিপতি আবার আছে নাকি।
২২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:০২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: অনেক কমিয়ে লিখেছেন। তা কমিয়ে লেখার জন্য আপনি কত পেয়েছেন
১০ ই জুন, ২০১৩ রাত ১২:০০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাইজান ,বেশি কমাই নাই। ১/২ কোটি টাকার মতো কমাইছি।বিশ্বাস করেন।
সামুও আমারে বেশি দেয় নাই ,১/২ লাখ টেকার মতো।তাও বেশিরভাগ ছিরা নোট।চলে না।তাই মেজাজ বিলা হয়া গেলো। :> :>
সব ,ছিক্রেট ফাঁস কইরা দিলাম।
২৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:১০
সোহাগ সকাল বলেছেন: এইসব টাকা-পয়সা আমব্লগারদের মাঝে দান করতে জানাপুর নিকট তিব্র দাবী জানাচ্ছি!!!
১০ ই জুন, ২০১৩ রাত ১২:০২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমরাও আপনার পিছনে আছি।
২৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:১৭
rakibmbstu বলেছেন: জাতির কাছে পরশনো,
মোগে কিচুই দিতাচে না কেন?
এইডা কেমন কতা মডু???
১০ ই জুন, ২০১৩ রাত ১২:০৪
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ঝাতি আজ জানতে চায়,
আমাদের দাবি মানতে হবে ,মানতে হবে।
এইডা কেমন কতা চিকনু থুক্কু মডু???
২৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮
এস আর সজল বলেছেন: :-& খাইছে রে!!!! কন কি???
১০ ই জুন, ২০১৩ রাত ১২:০৫
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ঘটনা পুরাই বাস্তব।
২৬| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:৫৯
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: মারহাবা!!
১০ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন:
মারহাবা!!
২৭| ১০ ই জুন, ২০১৩ রাত ১:১০
মাসুম আহমদ ১৪ বলেছেন: তাহলে তো সামু খুব ধনী
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:০০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: এত দিন পরে বুঝলেন!!!!
২৮| ১০ ই জুন, ২০১৩ রাত ১০:১৭
জানা বলেছেন:
শোনেন, আপনারা সবাই মিলে বসে খুব যত্ন করে একটা হিসাব নিকাশ করেনতো প্লীজ।
কোন কারচুপি করবেন না, কোন দূর্নীতির দিকে যাবেন না। সবাইকে সমান ভাগ দিতে চাই। আসলে এত টাকার উত্তাপে আমার মাথায় মগজ টগবগ করে ফুটছে। হবেনাতো কি! ২০৬ কোটি টাকা কি চাট্টিখানি কথা? আমার বাবা-দাদার কেউ কোনদিন এত টাকা দেখেননি। আমি বেচারা সাধারণ মানুষ। রুটি-পানি কেনার পয়সা হলেই আমার চলে। এত টাকা দেখার অভ্যাস আমার নাই। কি বিপদে পড়লাম! এত টাকা রাখি কোথায়! ভাই, কাকে কত দেবো হিসাব-নিকাশ করতে বসেন। আর ভাল লাগছে না এই টাকার পাহাড় ছাদের উপর রেখে পাহারা দিতে।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আর যাই বলেন - ওদের হিসেব মতে প্রতিদিন ২২ লাখেরও বেশি ভিজিট হয় এই ওয়েবসাইট ।সামুর মূল্য নেহায়েতই কম হওয়ার কোন কারণ নাই।২০৬ না হোক ২.৬ হতে তো দোষ নাই।অবশ্য , সবই অনুমান ।
তবে যাই হোক , আমরা কিন্তু এই টাকার ভাগ ছারতেছি না।দরকার হলে ব্লগে আন্দোলন করবো।হরতাল দিবো।যেই পোস্ট করবে তার পোস্টে ব্যপক ভাংচুর করবো।টাকা আমরা নিয়াই ছাড়বো।
দুনিয়ার ব্লুগদার , এক হও।
ইয়ে, টাকাটা একটু তাড়াতাড়ি দিলে ভাল হয়।ইন্টারনেটের বিল শেষের দিকেতো।
২৯| ১০ ই জুন, ২০১৩ রাত ১০:৫১
বটের ফল বলেছেন: আমি ভাগ নেবনা জানাপু!!
আপনি টেনশন খাইয়েননা। :>
একখানা মাটির ব্যাংক কিনে ফেলুন। সব সমস্যার সমাধান হয়ে যাবে।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: হেই মিয়া,
আপনেরেতো ভাগ দেয়ার প্রশ্নই উঠে না।আমি কালকে চিন্তা করলাম বটের ফল পাখির খাদ্য।বটের ফল আবার পাখির বিষ্ঠা(!!)হয়ে পুনর্জন্ম লাভ করে।
তাই আপনে বাদ।লাইন থেকে বাইর হন , কইতাছি ।
৩০| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:০৪
তন্দ্রা বিলাস বলেছেন: আহহা রে কত টেকা পয়সা!
২০৬ কটি টাকা কয় কেজি হবে?
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: জানাপুরে জিগান।
উনি ওনার সিন্দুকে তালা মাইরা রাখছেন।আমরা জানুম কেমতে!!!
৩১| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:২৫
নীল জানালা বলেছেন: জানা আপু আপনে টেনসজন নিয়েন্না। টাকার পাহাড়টার দায়িত্ব আমারে দেন। দুইদিনে পাহার কাইটা রাস্তাঘাট শহর বন্দর বানায়া দিমু।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আইছে,
নয়া তানভীর মামুদ আইছে।
৩২| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮
জিয়া চৌধুরী বলেছেন: তন্দ্রা বিলাস বলেছেন: আহহা রে কত টেকা পয়সা!
২০৬ কটি টাকা কয় কেজি হবে? | B:-)
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৪০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমরা জানুম কেমতে!!!
৩৩| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৪৪
মাহবু১৫৪ বলেছেন:
একেকটা ওয়েবসাইটে একেক রকম তথ্য দেয়া হচ্ছে। তাই তথ্য সঠিক বলে ধরে নেয়া যাচ্ছে না।
পোস্টে +++++++
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৪২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু , তর্কে বহুদূর । ।
এইগুলা বিশ্বাস করতে না পারলে , শুনেন -
এক ওয়েসাইটে দেখছি - সামুর আয় ৩-৪ হাজার টাকা
এইডা বিশ্বাস করেন!!!!
৩৪| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:৫০
রায়ান ঋদ্ধ বলেছেন: মাইরালা... কেউ আম্রে সামুর মডু বানাইয়া মাইরালা!!!
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৫৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আম্রে যেন সামুর চিকনু বানায়া দেয়া হয়।
৩৫| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:৫৩
তারছেড়া লিমন বলেছেন: মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ইস্টিকি করা হোকস........
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৫৭
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ইস্টিকি না স্টিগি করা হউক্স।
৩৬| ১১ ই জুন, ২০১৩ রাত ১:০১
টানিম বলেছেন: অর্থবহ পোস্ট / স্টিকি করা হউক ।
১১ ই জুন, ২০১৩ রাত ১:০৩
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: জী ভাই , বিরেট অর্থবহ পুষ্ট।পুষ্টিতে ভরপুর।
স্টিগি না করলে কঠিন হরতাল দেয়া হইবেক।
৩৭| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বিদেশ থেকে যারা ব্লগিং করে তাদের ঠকাইয়েন না কইলা...... :#> :#>
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: বিদেশ থাইকা কয় টেকা কামান মিয়াঁ।
সামুতে কামলা খাটেন,২০৬ কোটি টেয়া আপনের লেইগা অপেক্ষা করতাছে...
৩৮| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: যাহা রটে - তাহা কিছু বটে!
অতি সত্য কথা!
১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:০২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: হাঁছা কথা!!!
৩৯| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:০৮
খাটাস বলেছেন: ২০৬ কোটি টাকা থেকে সামুতে ৭ মাস বয়সী পুরা বিইইইইইইইশ পোস্টের অধিকারি আমার ভাগ কত হয় হিসাবে? :#> :#>
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ক্যালকুলেটর নিয়া বসেন ।
আমারটা হিসাব করতে গিয়া- অত্যাধিক টিপাটিপি হেতু নষ্ট হয়া গেছে।তাই - হিসাব করে দিতে পারলাম না
৪০| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:০০
চারশবিশ বলেছেন: বড়লোকের সাথে থাকলেও একটা বড়লোকি ভাব চলে আসে
যেমন মন্ত্রীর গাড়িতে ঘুরলে মন্ত্রী যত সেলুট পাবে আপনিও তত সেলুট পাবেন
১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৩
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: এইতো - ইহাইতো চাই।
বাসের চাইতে কুঞ্চী বড়ো।আমরাও বড়ো
৪১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৩
একজন ঘূণপোকা বলেছেন: " যাহা রটে - তাহা কিছু বটে
৪২| ২৭ শে জুন, ২০১৪ রাত ১১:৪৩
আরজু পনি বলেছেন:
"আপনাদের নার্ভ হল দুনিয়ার সবচেয়ে স্ট্রং নার্ভ"...পোস্ট পড়ে নিজেকে তাই মনে হচ্ছিল...আর ভাবছিলাম কমেন্টে কী দেখবো...দেখতে দেখতেই আমার মাথা ঘুড়ছে না কি ঘুরছে বুঝতে পারছি না
৪৩| ২৭ শে জুন, ২০১৪ রাত ১১:৫৩
চড়ুই বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও মাই গড