নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
কিছু কথা কইয়া যাই।
গানের সুরে কইয়া যাই।
এই বাঙালি কেমনে বুঝবো?
বলার যে আর ভাষা নাই।
'তুমি কে ভাই আমি কে' একাত্তরের স্লোগান।
বীর বাঙালি গর্ব কইরা বড় গলায় গাইছে গান।
মরনের ভয় ছাইড়া দিয়া,
বাচ্চা-বুড়া কুরবান দিয়া,
মায়ের আদর ভুইলা গিয়া,
যুদ্ধে করলো জীবন দান।
হায় হায় হায় কি শুনলাম রে, মেধাবী গো হইলো কি?
চাকরির লাইজ্ঞা চিৎকার পাইরা, হিজবুত শিবির কইলো কি?
যেই রাজাকার ধর্ষণ করলো,
পাকির হাতে তুইলা দিলো,
শকুনের মত ছিড়া খাইলো,
মা বইন আমার ডুইব্বা মরলো!
তাদের পক্ষে স্লোগান ধরলি,
লজ্জা শরম ধুইয়া খাইলি,
সবাই তোরা রাজাকার না।
মেধাবী হায় মেধাবী! মেধাবী হায় মেধাবী!
রাজাকারের বাচ্চারা হুশিয়ার সাবধান।
'তুমি কে আমি কে বাঙালি বাঙালি'
বীর বাঙালি রক্ত দিছে মরনের ভয় করে নাই।
লাগলে আবার জীবন দিবো, একাত্তর ভোলে নাই।
যেই রাজাকার ধর্ষণ করলো,
পাকির হাতে তুইলা দিলো,
শকুনের মত ছিড়া খাইলো,
মা বইন আমার ডুইব্বা মরলো!
তাদের পক্ষে স্লোগান ধরলি,
লজ্জা শরম ধুইয়া খাইলি,
সবাই তোরা রাজাকার না।
মেধাবী হায় মেধাবী!
দেশটা নাকি স্বাধীন করলি
স্বাধীনতার মানে কি?
যেই স্বাধীনে মানুষ মরে
এমন স্বাধীন দরকার কি?
পচাত্তরের দালালেরা, হুশিয়ার সাবধান।
জাতির পিতা জীবন দিছে, শেখ রাসেলও বাঁচে নাই।
শেখের বেটি বাইচ্চা গেছে,
দেশটা কিন্তু ছাড়ে নাই।
তলা বিহীন ঝুড়ি থাইক্কা, দেশটা করছে ডিজিটাল।
আবার দেশে ফিররা আইবো, দেশের মানুষ শান্তি পাইবো।
গোরস্থানের বাংলাদেশে, আবার শান্তি ফিররা আইবো।
আবার শান্তি ফিররা আইবো, আবার শান্তি ফিররা আইবো।
রাজাকারের বাচ্চারা হুশিয়ার সাবধান।
'তুমি কে আমি কে বাঙালি বাঙালি'
বীর বাঙালি রক্ত দিছে মরনের ভয় করে নাই।
লাগলে আবার জীবন দিবো, একাত্তর ভোলে নাই।
#BangladeshCrisis
#MeticulouslyDesigned
#StepDownYunus
২| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: এ কি অবস্থা!
১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:০০
ক্লোন রাফা বলেছেন: কেনো মিল খুঁজে পাচ্ছেন না⁉️
আমরা হতচকিত এবং কিংকর্তব্যবিমুর / উল্টো পথে হাটতে রাজি নই।
ধন্যবাদ॥
৩| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৫
আমি সাজিদ বলেছেন: হিজুদের গালি দিয়ে তো তাপসের ভাত আনার গাড়ির তেলের খরচের হিসাব দিয়ে কুলায় উঠতে পারবেন না।
দেশের দুর্ভাগ্যই এমন।
এদের উত্থানের পেছনে আপনাদের রাজনীতিই দায়ী। এরফল ভোগ করছি আমরা সাধারণ মানুষ। তওবা করেন। দেশকে কি বিপদের মধ্যে ফেলে দিয়েছেন আপনারা।
১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪
ক্লোন রাফা বলেছেন: মানলাম আপনার কথা ! আমিও সুদ্ধি অভিযানের পক্ষে ছিলাম ! লক্ষ কোটি জন এই কারনেই নিষ্চুপ ছিলো । কিন্ত বাস্তবতা যখন ভুল দিকে টার্ন করতেছে তখন বিকল্প কিছু দেখছিনা!
তখন পথেই আবার নামো সাথি, পথেই আবার হবে দেখা ...
ধন্যবাদ॥
জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।
৪| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:১২
আমি সাজিদ বলেছেন: আপনি নামেন। আওয়ামী লীগের কথায় আর সাধারণ মানুষ নামবে না। হিজুদের কথায়ও কেউ নামবে না। ও ভুল, ভাড়া করা লোক নামবে। আওয়ামী লীগের কথায় জাপার ভাড়া খাটা লোক নামবে। হিজুদের ব্যাকাপ দিতে ছাত্রদলে মিশে থাকা কিছু হিজু আর শিবিরের কিছু অংশ নামবে।
নানা ধরনের সংস্কার করতে গিয়ে যখন দেশের আইন, বাজার মূল্য নিয়ন্ত্রণে অসফল হবে এই সাময়িক সরকার। তখন ইলেকশন দিয়ে ওরা নেমে যাবে। ভোটের মধ্য দিয়ে যাদের ক্ষমতায় আসার কথা তারাই আসবে। দেশের গুণগত কোন পরিবর্তন হবে নাকি তা সময়ই বলে দিবে।
ইজিপ্টের অভ্যুত্থান কীভাবে নষ্ট হয়েছিল তা আমি ওই দেশের নাগরিকদের মুখ থেকেই শুনেছি। আমাদেরও পরিণতি একই হতে পারে।
কয়েক মাস থেকে কয়েক বছরের মধ্যে হয়ত আরেকটা প্রতিবিপ্লব হতে পারে। এরপর হয়ত আরও কয়েক দশক পর আরেকটা বিপ্লব হবে যখন মিলেনিয়ালরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে।
১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪২
ক্লোন রাফা বলেছেন: আমি জানি আপনিও নামবেন ! শেকড় ধরে যখন টান মারে তখন আর নিরব থাকা সম্ভব হয় না। সাধারন মানুষ আর নিবেদিত প্রাণ নির্লোভ নিরিহ কর্মীরাই আওয়ামিলীগের প্রাণ ভোমরা। সত্যিকার অর্থে দরিদ্র মানুষের বুকের ভাষা পড়তে পারছেনা এনজিওগ্রাম ও কোটাধারি সরকার! প্রথমেই বন্ধ করছে অতি দরিদ্রের কিছু সুযোগ সুবিধা! কারন একটাই !হাসিনা করছে তাই বন্ধ করতে হবে। ঠিক জামাত/বিএনপি যেমন বন্ধ করছিলো গ্রামীন ক্লিনিকগুলো। কাজেই মানুষ ধাক্কা খেয়েছে খুব অল্প সময়ে ! এক রকম নিষ্ঠুর আচরন করছে মানুষের সাথে ! সিলিন্ডারের দাম বাড়লো কুঁড়ি টাকা আর তারা কমাইলো ৩ টাকা ! খুব অল্প সময় হোলেও মানুষ বুঝে গেছে এরা মাকাল ফল।
বিচারের নামে শুরু করছে সার্কাস! অভিযোগ একটাই খুন, খুন, আর খুন ! আসামী ২০০ থেকে ২০০০ ! কোন সেক্টরে সফল বলেন’তো ⁉️ কাজেই সাধারণ মানুষের প্রত্যাশা আকাশ কুসুম না । তারা প্রাত্যাহিক জিবন’টা একটু পর্যন্তে কাটাতে চায়।
That's it, so Failed doesn't gave you Success .Thanks
Th
৫| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন:
ওহে ইসলামের দুশমন,
ওহে মুসলমানের দুশমন,
ওহে বাক স্বাধীনতার দুশমন,
ওহে বাকস্বাধীনতার বলাৎকারীরা,
শোন,
মন দিয়া শোন!
তোদের পরাজয় হইয়াছে।
বাংলাদেশের মানুষ তোমাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করিয়াছে।
তোরা যতই অপনাম আমাদেরকে দিস না কেন,
তোদের ঠাঁই কোনকালেই ছিল না,
থাকবে না
থাকবে না।
জনগণের সাথে প্রতারণা করে নিয়েছিলি ২০০৮ সালের ক্ষমতা
১০ টাকায় চাল দিবি,
ঘরে ঘরে চাকরি দিবি।
উপহার দিলি কি?
পিলখানা!
বিশ্বজিত!
সাগর রুনি!
৫'ই মে
আফসানা খুন!
অবিচার!
গুম
.......
১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৫
ক্লোন রাফা বলেছেন: একটা সময় বাশের কেল্লার অনুসারিরা ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করিয়াছিলো! কিন্তু তাহারা তৌহিদি জনতার ছায়াতলে গিয়েও রক্ষা করিতে পারে নাই মসনদ! কারন ল্যান্জা দেখিতে চাহে না সাধারন নাগরিকবৃন্দ!
উপরেও একজন ঠিক আপনার মতই সকল পোষ্টে গিয়ে শুধু কপি পেষ্ট করিয়া আসে । কারন তাহাদের শেকড় সেই রসুনের মতই! যেখানে সেখান লাগিয়ে থাকে! নিজে’ কে সেই শ্রেনীভুক্ত প্রাণি মনে করিলে হুক্কা হুয়া করিতে থাকুন।
ধন্যবাদ॥
৬| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৮
নতুন বলেছেন: আফসোস....
ট্রাম্প আপাকে গদিতে বসিয়ে দিতে আসছে। চিন্তা করবেন না।
১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০০
ক্লোন রাফা বলেছেন: ট্রাম্প নয় , আপনার ভাই বন্ধুরাই ইহা করিয়া ধন্য হইবেক!
বলা যায় না আপনিও হয়তো বোবার অভিনয় করিয়া সহায়তা করিবেন।
৭| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৯
ডার্ক ম্যান বলেছেন: ওদের এখন স্কুল কলেজের পোলাপান ভাড়া করতে হয়
১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৩
ক্লোন রাফা বলেছেন: ঘুরে ফিরে গেন্জিরা তাদের ক্যারিশম্যাটিক ক্ষমতা হারিয়ে এনালগ পদ্ধতিতে ফিরে যাচ্ছে!
৮| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: মোদি শেষ এখন ট্রাম্প
কি ভাল লাগে খাম্পু
হায়নার মুখে নাই সরম
ট্রাম্প দিবে নাক চুম্মু
আহারা রে স্বপ্ন রক্ত নিমু
মোদি শেষ আয় ট্রাম্পু
১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২২
ক্লোন রাফা বলেছেন: রিএ্যাকশন’তো দেখতেছি আপনাদের মত আহাম্মক শ্রেনির লোকদেরই বেশি‼️ ফিরে আসার জন্য মোদি কিংবা ট্রাম্প কারো উপরই নির্ভর করেনা আওয়ামিলীগ। বাংলাদেশের নিপীরিত জনগণই যথেষ্ট । ৭৫ নিশেঃষ করতে পারেনি যে দলকে ২০২৪ তাদের কাছে নস্যি । এবার যখন ফিরবে আরো তিন গুন শক্তিশালি হয়ে ফিরে আসবে বঙ্গবন্ধু’র প্রাণের সংগঠণ , ইংশাআল্লাহ্ ।
আপনাদের বিচলিত দেখ আমার শুধুই হাসি পায়
৯| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫২
আহরণ বলেছেন: এরা আসলে কিশোর গ্যাং এর টোকাই, Street Boy......... @ ভাইয়া।
১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৫
ক্লোন রাফা বলেছেন: কারা ⁉️
১০| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কারো পোষ মাস।
কারো সর্বানশ।
তে এক মাঘে কি শীত যাবে?
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫
ক্লোন রাফা বলেছেন: জি শীত তো ঘুরে আসে প্রতি বছরই । যাওয়ার কোন সম্ভাবনাই নাই। কিন্তু আমাদের গণতন্ত্রের যাত্রা’টা সঠিক করার অনেকগুলো সুযোগ আসছে আমরা তা কাজে না লাগিয়ে অপকর্মে কাজ করেছি। তাই আবার হোঁচট এবং নতুন করে শুরুর পালা।
ধন্যবাদ॥
১১| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বড় আহাম্মক হলেন আপনেরা কারণ আপনাদের লজ্জা সরম নেই বিবেগ জ্ঞানও নেই
মুনষ্যত্ব কতখানি আছে সেটাও জানানেই কিন্তু ১৫ বছরে তা দেখলাম----------
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৩
ক্লোন রাফা বলেছেন: আমরা যদি আহাম্মক হই/ তাহলে নিশ্চই ধুরন্ধর আপনারা ‼️১৫ বছরে আপনি কি দেখেছেন আমি জানিনা! যদি ৫৩ বছরের হিসেব করি তাহলে ৩৮ বছরে দেশ যতটা এগিয়েছে তার চাইতে বেশি এগিয়েছে ১৫ বছরে ।
যদি লুটপাট , দুর্নীতি আর অপকর্মগুলো না হোতো তাহলে দ্বিগুন হোতে পারতো এগিয়ে যাওয়াটা !ধন্যবাদ॥
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩
জ্যাকেল বলেছেন: ওহে ইসলামের দুশমন,
ওহে মুসলমানের দুশমন,
ওহে বাক স্বাধীনতার দুশমন,
ওহে বাকস্বাধীনতার বলাৎকারীরা,
শোন,
মন দিয়া শোন!
তোদের পরাজয় হইয়াছে।
বাংলাদেশের মানুষ তোমাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করিয়াছে।
তোরা যতই অপনাম আমাদেরকে দিস না কেন,
তোদের ঠাঁই কোনকালেই ছিল না,
থাকবে না
থাকবে না।
জনগণের সাথে প্রতারণা করে নিয়েছিলি ২০০৮ সালের ক্ষমতা
১০ টাকায় চাল দিবি,
ঘরে ঘরে চাকরি দিবি।
উপহার দিলি কি?
পিলখানা!
বিশ্বজিত!
সাগর রুনি!
৫'ই মে
আফসানা খুন!
অবিচার!
গুম
.......