![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
ছাত্র নামধারী সন্ত্রাসী গোষ্ঠী তাদের নিজেদের রাজনৈতিক দল ঘোষণা করেছে। আগের সব ফ্যাসিস্ট স্বৈরাচারদের মতো একই ধারায় এগুচ্ছে তারা।
সন্ত্রাস করে ক্ষমতা দখল করো, বিরোধী সবাইকে হত্যা করো - তারপর একটা রাজনৈতিক দল করো - আর শেষে একটা প্রহসনের নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে রাখো। জেনারেল জিয়া, জেনারেল এরশাদ একই কাজ করেছে - বিএনপি আর জাতীয় পার্টি করেছে তারপর ক্ষমতা পাকাপোক্ত করেছে। একইভাবে এই সন্ত্রাসীরাও NCP - জাতীয় নাগরিক পার্টি করেছে, যাদের পরবর্তী টার্গেট একটা কারচুপির নির্বাচন করা।
তারা নাহিদকে 'ইমাম' উপাধি দিয়েছে!
আমরা বারবার বলে আসছি, এরা সব মৌলবাদী গোষ্ঠী, যার বড় প্রমাণ এই টাইটেল, যা ব্যবহার করে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীরা। এই #সন্ত্রাসীরা সরাসরি পুলিশ আর আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে - শত শত মানুষকে হত্যা করেছে।
যেই বাড়ি থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যেখানে তাঁর পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে, সেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি তারা বুল্ডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যে তাদের পেছনের শক্তিগুলো চায়নি, এটা তারই প্রমাণ। কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই তাকে মব পাঠিয়ে হামলা করছে এরাই।
কিছু প্রশ্ন
- জাতির পিতার বাড়ি ধ্বংস করার পর তারা কোন মুখে স্বাধীনতার পক্ষে কথা বলে?
- শত শত পুলিশ ও রাজনৈতিক নেতা কর্মীদের হত্যা করার পর তারা কিভাবে নিজেদেরকে প্রতিহিংসাপরায়ণ নয় এই দাবি করে?
- সংখ্যালঘুদের উপর হামলা করার পর তারা কিভাবে নিজেদেরকে বৈষম্যহীন দাবি করে?
মনে রাখবেন,আগের সব #ফ্যাসিস্টদের মতই, এরা জনগণের কোন ম্যান্ডেট ছাড়া ক্ষমতা দখল করে আছে। এখনতো বলাই যায় এই দখলদার সরকার একটি রাজনৈতিক সরকার, যেই সরকার কোন নির্বাচনের মাধ্যমে আসেনি। এই সরকার অবৈধ ও স্বৈরাচারের সরকার, আর স্বৈরাচার কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করেনি, করবেও না।
০১ লা মার্চ, ২০২৫ রাত ২:৩৪
ক্লোন রাফা বলেছেন: Click This Link
০১ লা মার্চ, ২০২৫ রাত ২:৪০
ক্লোন রাফা বলেছেন: পাকিস্তান এদের পিতার দেশ । অথচ খোদ পাকিস্তানিরা যা স্বীকার করে তার বিরোধিতা করে এই নাপাক বির্যের উত্তরাধিকার ‼️
২| ০১ লা মার্চ, ২০২৫ রাত ২:২৬
সৈয়দ কুতুব বলেছেন: মানুষ যদি এদের কে গ্রহণ করে তাহলেই হবে। আম্লিক সাপোর্টার রা জ্বলবে, লুচির মতো ফুলবে।
০১ লা মার্চ, ২০২৫ রাত ২:৪৫
ক্লোন রাফা বলেছেন: মানুষ গ্রহণ না করলেও এরা তাঁদের পূর্বপুরুষদের অনুসরণ করে ক্ষমতায় থাকতে চাইছে ‼️পাকিস্তানের বির্যে জন্মগ্রহণ করা ও জঙ্গি আদর্শে বিশ্বাসীরা চায় এদের। কোন সুস্থ মানুষ চাইতে পারে না।
৩| ০১ লা মার্চ, ২০২৫ রাত ২:৫৬
ধুলোপরা চিঠি বলেছেন:
@সৈয়দ কুতুব বলেছেন: মানুষ যদি এদের কে গ্রহণ করে তাহলেই হবে। আম্লিক সাপোর্টার রা জ্বলবে, লুচির মতো ফুলবে।
-সাধারণ মানুষকে ওরা কি পরিচয় দিয়ে আমেরিকার ডিপষ্টেট ক্যু'তে ভাড়া টিয়া খেটেছে?
-"সাধারণ ছাত্র"।
তবে, আমেরিকান দুতাবাস ওদেরকে চেনে।
০১ লা মার্চ, ২০২৫ রাত ৩:১৭
ক্লোন রাফা বলেছেন: একটা দল বানাই সবার জন্য।
জামাত দিবো, শিবির দিবো ।
বাম দিবো অতি সামান্য।
জঙ্গি দিয়ে দুর করবো বৈষম্য ‼️
একটা দল হইলো সবার জন্য
৪| ০১ লা মার্চ, ২০২৫ রাত ৩:০০
ধুলোপরা চিঠি বলেছেন:
এই হায়েনারা শিবিরের জল্লাদ বাহিনী; এরা গৃহযুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত।
০১ লা মার্চ, ২০২৫ রাত ৩:২১
ক্লোন রাফা বলেছেন: এদেরকে রিক্রুট করা হইছে আমেরিকার ডলারের বিনিময়ে । কাজেই সবকিছুই আমেরিকার নখদর্পণে থাকে।
৫| ০১ লা মার্চ, ২০২৫ রাত ৩:০৮
সৈয়দ কুতুব বলেছেন: ধুলোপরা চিঠি@আজকে এসব পরিস্থিতি কার জন্য সৃষ্টি হয়েছে? কে বলেছে রাশিয়া এবং চীনের সাথে এত দহরম মহরম রিলেশন রাখতে ? এত সুপার পাওয়ার কে নিয়ে এক সাথে খেলাধূলা করার মতো বুদ্ধিমান ছিলেন না শেখ হাসিনা।
০১ লা মার্চ, ২০২৫ রাত ৩:২৭
ক্লোন রাফা বলেছেন: আপনার মত কনফিউজ ভথাকথিত আন্দোলনকারীরা এদেরকে মাথায় উঠিয়েছেন।।
এখন এরা দেশ ধ্বংসের নীলনকশা বাস্তবায়ন করছে।
বৈষম্য দূর করার কথা বলে প্রচন্ড বৈষম্য করছে সারা বাংলাদেশে ‼️
৬| ০১ লা মার্চ, ২০২৫ রাত ৩:৪২
সৈয়দ কুতুব বলেছেন: আমি মোটেই কনফিউসড না। শেখ হাসিনার পতনের জন্য আমরা জেনে বুঝেই নেমেছিলাম। এখনো অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিলো। খেলাফত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, পালনবাদ, বামপন্থী, ধর্মভিত্তিক গ্রুপ ও গণতান্ত্রিক মানুষজন উপায়ন্তর না দেখে রাস্তায় নেমেছিলো। শেখ হাসিনা ও আওয়ামী লীগ কিছু গোষ্ঠী কে মাথায় তুলে ফেলেছিলো। তারাই এখন ব্যান্ড বাজাচ্ছে।
০১ লা মার্চ, ২০২৫ রাত ৩:৫১
ক্লোন রাফা বলেছেন: আন্দোলন তো সরকারের পতনের জন্য ছিলো না ‼️এর অর্থ দাঁড়ায় ২৯ মিলিয়নের ভাগ পেয়ে । মেটিকুলাস ডিজাইনের অংশ ছিলেন প্রথম থেকেই । নাকি শিবিরের মত ঘাপটি মেরে ছিলেন । সময় মত ল্যান্জা দেখিয়ে দিলেন ⁉️
৭| ০১ লা মার্চ, ২০২৫ রাত ৩:৪৫
ধুলোপরা চিঠি বলেছেন:
@সৈয়দ কুতুব ,
আজকের পরিস্হিতির শুরুটা ছিলো ১৯৭৫ সালে; এদের পুর্বসুরীদের বাবা ( পাকিস্তান ও আমেরিকা ) শেখকে হত্যা করেছিলো।
০১ লা মার্চ, ২০২৫ ভোর ৬:২২
ক্লোন রাফা বলেছেন: বের হোচ্ছে Click This Link
৮| ০১ লা মার্চ, ২০২৫ ভোর ৪:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কতিপয় নস্টদের দল।
সুপারফ্লপ হবে।
০১ লা মার্চ, ২০২৫ ভোর ৬:২৩
ক্লোন রাফা বলেছেন: Click This Link হত্যাকারি কে⁉️
৯| ০১ লা মার্চ, ২০২৫ ভোর ৪:২৭
ধুলোপরা চিঠি বলেছেন:
গোলাম আজম যেভাবে পালিয়েছিলো, এরা সবাই সেইভাবে পালাবে।
০১ লা মার্চ, ২০২৫ ভোর ৬:৩০
ক্লোন রাফা বলেছেন: এদের’কে পালিয়ে যেতে দেওয়া হবেনা। আওয়ামিলীগের দুর্ণিতিবাজদেরকেও ফিরিয়ে এনে বিচার করতে হবে। তা না হোলে আবারো শিবিরের মত ক্রিমিনালরা দলে প্রবেশ করে স্যাবোটাজ করবে। হেলমেট বাহিনির মত!
১০| ০১ লা মার্চ, ২০২৫ সকাল ৯:২৪
রাবব১৯৭১ বলেছেন: কুকুর দিয়ে হাল চাষ হয় না, ইউনুস(আঃ) এটা বেমালুম ভুলে গেছেন।
০১ লা মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৯
ক্লোন রাফা বলেছেন: উহু, ধর্মিয় কোন নবী রসুলের নাম বা কোন ধর্ম নিয়ে সংযোজন না করি আমরা॥
১১| ০১ লা মার্চ, ২০২৫ সকাল ৯:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: @ধুলোপরা চিঠি, শেষ ১৫/১৬ বছর ছিলো জাতির ইতিহাস নতুন করে লিখার। শেখের কন্যা ভুল করে প্রধানমন্ত্রী হলেও মানুষ ভাবতো তিনি শেখের বেটি। অন্য যে কেউ থেকে উহার মূল্য বাঙালির কাছে বেশি ছিলো। তিনি কি করেছেন? মাফিয়া আর লুটেরাদের নেত্রী হয়ে দেশ ছেড়ে পলায়েছেন।
১২| ০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: এই চার নেতা মূলত জামাতের সক্রিয় সদস্য।
০২ রা মার্চ, ২০২৫ রাত ৩:০৬
ক্লোন রাফা বলেছেন: গুপ্ত সংগঠনের সাথে জড়িত এদের একটি বিশাল গ্রুপ॥
১৩| ০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:০৯
ধুলোপরা চিঠি বলেছেন:
@সৈয়দ কুতুব ,
বেগম জিয়া, এরশাদ, জিয়া বা শেখ হাসিনা এই দেশ চালানোর মতো যোগ্য ছিলো না; কিন্তু ওরা কিভাবে ক্ষমতায় এলো?
উনি ২টি কাজ করেছেন: (১) মিলিটারী শাসনের অবসান ঘটায়েছেন (২) রাজাকারদের বিচার করেছেন।
এর বাইরে উনি দেশকে পাকিস্তqান, আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া, লেবানন থেকে ভালো চালায়ে গেছেন। এখন যেই হায়েনারা এসেছে, এরা ডাকাতী করে পালিয়ে যাবে।
১৪| ০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:৪২
রাসেল বলেছেন: সময় বলে দিবে, তবে আমাদের নিরপেক্ষ দক্ষ পূর্বানুমান করা উচিত। আমি বিশ্বাস করি, আমাদের দেশে এমন কোনো ঘটনা ঘটেনি যার মাধ্যমে নতুন প্রজন্ম নৈতিকতায় বলিয়ান হবে।
আজকে যারা এদের সমালোচনা করছেন, তাদের আত্মসমালোচনা করা উচিত, কারণ পূর্ববর্তী সরকারের ব্যর্থতার উপর ভিত্তি করে নতুন দল গঠিত হয়েছে। দুঃখজনক বিষয় হলো, বহুদিন ধরে বাংলাদেশ দুর্নীতিতে প্রথম সারিতে আছে, তথাপি আমাদের দেশ প্রেমিকরা (!!!!!!) ইহা মানতে নারাজ।
০১ লা মার্চ, ২০২৫ বিকাল ৪:২৩
ক্লোন রাফা বলেছেন: এঁরা ইতিহাসে প্রতারক , জঙ্গি ও সাধারন জনগণের হত্যাকারি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ক্ষমতা দখল করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে। জনগনের সাথে ধোকাবাজি করে তাদের হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করেছে। বাংলাদেশের স্বাধীনতায় আঘাত করেছে। ঔপেনিবেশিক অপশক্তির ক্রিড়নক হিসেবে কাজ করে যাচ্ছে।
যাদের শুরুটাই চরম মিথ্যা দিয়ে তাদের মাধ্যমে দেশের কোন মঙ্গল হবেনা। তারা আমাদের দেশের জন্য বিপজ্জনক গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়ে গেছে ইতিমধ্যে॥
১৫| ০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:৫১
নিমো বলেছেন: ক্ষমতায়ও যাবে। অপেক্ষা করুন।
০১ লা মার্চ, ২০২৫ বিকাল ৪:৩০
ক্লোন রাফা বলেছেন: তারা তো জঙ্গি কায়দায় ইতিমধ্যেই ক্ষমতা দখল করে রেখেছে ‼️আর কিভাবে ক্ষমতায় যাবে ⁉️ এখন এদের পতনের জন্য দেশপ্রেমিক সকল মানুষ কে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এদেরকে প্রতিহত করে শাস্তি নিশ্চিত করতে হবে॥
১৬| ০১ লা মার্চ, ২০২৫ সকাল ১০:৫৫
কিরকুট বলেছেন: আপনি সরাসরি এটা কে সন্ত্রাসী গোষ্টি বলতে পারেন না , তিবে হ্যা এটা সত্য যে এরা সন্দেহের উর্ধে নয় । কিছু কিছু ক্ষেত্রে এরা বাতিকগ্রস্থ । এদের পাকিস্থানী মনভাব চড়া । যদিও মুখে এরা বলছে এরা পাকিস্থা বা বাহ্রতীয় মনভাবের না কিন্তু আপাতত দৃষ্টিতে এরা পাকিস্থানী মদদপুষ্ট।
০২ রা মার্চ, ২০২৫ রাত ৩:১৩
ক্লোন রাফা বলেছেন: সন্দেহাতীতভাবে এদের কাজ কর্মের মাধ্যমে প্রমাণিত এরা জঙ্গিদের সাথে জড়িত।কাজেই যারা জঙ্গিদের সহযোগী এবং তাদের সহযোগীতা গ্রহণ করে তারাও ঐ একই পথের পথিক। আইএসআই স্বেচ্ছায় এদের সহযোগিতা করছে। কাজেই এদের দ্বারা দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নেই। প্রতিদিন মবের মাধ্যমে এদের কার্যকলাপ বেড়েই চলছে।
১৭| ০১ লা মার্চ, ২০২৫ সকাল ১১:২২
সৈয়দ কুতুব বলেছেন: ধুলোপরা@প্রশ্নফাঁস জেনারেশন কার জন্য তৈরি হয়েছে ? ২০০৯ সালে কেন এত ইঞ্জিনিয়ারিং করে শেখ হাসিনা কে বসানো হলো? ২০১৪ সালে কেন বিদেশিরা শেখ হাসিনার ভোটিং কারসাজি মেনে নিয়েছিলো। আপনার সবচেয়ে বড়ো এসেট আপনার সন্তান হবে। উহার পিছে ব্যয় না করে সাম্রাজ্য করে গেলেন কিন্তু মানুষ না হওয়ার কারণে সন্তান সব ধ্বংস করে দিলো। লাভ আছে?
১৮| ০১ লা মার্চ, ২০২৫ বিকাল ৪:১৯
ধুলোপরা চিঠি বলেছেন:
@সৈয়দ কুতুব ,
আপনি শেখ হতয়ার পর, দেশকে মিলিটারী, জামাত ও বিএনপি কিভাবে ২য় পাকিস্তান বানায়েছে, সেটা বুঝেন না; শেখ হাসিনা ২য় পাকিস্তান উনার মতো করে চলায়েছিলেন; উনি উহাকে ভালোর দিকে নিয়েছেন।
১৯| ০১ লা মার্চ, ২০২৫ বিকাল ৪:৩৭
ধুলোপরা চিঠি বলেছেন:
এরা ডাকাতী করেছে অনেক, সময় মতো পালায়ে যাবে।
২০| ০১ লা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: @ধুলোপরা কোথায় ভালোর দিকে নিয়েছে? এত বেকার কেন? দেশের এত মানুষ প্রবাসী কেন? সব কিছু কেন আমদানি করতে হবে? এত বেশি উটপাখিদের শিক্ষালয় বাংলাদেশে কি করে?
২১| ০১ লা মার্চ, ২০২৫ রাত ৮:৪৪
কলাবাগান১ বলেছেন: ভবিষ্যতে আওয়ামি-বিনপি কে জোট হয়ে এই পাকি পন্হী দলকে মোকাবেলা করতে হবে...এবং এটাই হবে।
০২ রা মার্চ, ২০২৫ রাত ৩:১৯
ক্লোন রাফা বলেছেন: বিএনপি’কে স্বপ্রণোদিত ভাবে প্রমাণ করতে হবে। তারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নাকি সুবিধাবাদি অপশক্তি।কারন যুদ্ধাপরাধের বিচারে তারা প্রমাণ করতে পারেনি তাদের স্বচ্ছতা।এবার সুযোগ পেয়েছে নিজেদের প্রমাণ করার॥
২২| ০১ লা মার্চ, ২০২৫ রাত ৯:৩৩
নিমো বলেছেন: ক্ষমতা দখল করলেইতো হবে না। বিনিয়োগ তলানিতে। পররাষ্ট্র নীতি, অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য সহ আরও বহুবিধ বিষয় আছে যা নির্বাচিত সরকার ছাড়া অসম্ভব। তাই ক্ষমতা সংহত করতে একটা নির্বাচনতো দিতেই হবে। তালিবানগিরি অন্তত বাংলাদেশে খুব বেশি দিন চলবে না।
০২ রা মার্চ, ২০২৫ সকাল ৮:৪৬
ক্লোন রাফা বলেছেন: মেটিকুলাস ডিজাইনে ক্ষমতা দখল করছে । এখন প্রচেষ্টা নির্বাচন ছাড়া সময়টা কত দীর্ঘ করা যায় । জামাত /জঙ্গি আর এই সমন্বয়করা একই পথে হাঁটছে। নির্বাচন করতে উৎসাহিত নয় । কারন স্বপ্ন ভঙ্গ হওয়ার সম্ভাবনা ৯০% । সময় নিয়ে যতটা সম্ভব বিএনপি’কে বিতর্কিত করতে চায়।
২৩| ০২ রা মার্চ, ২০২৫ ভোর ৬:৪৩
রাসেল বলেছেন: এখন বিনপি আওয়ামী লীগের দৃষ্টিতে নিষ্পাপ হয়ে গেছে। হাসি পায়, মানুষ এদের আবার ভোট দিবে।
০৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৪৯
ক্লোন রাফা বলেছেন: এমন ধারনা কেনো হলো আপনার⁉️আওয়ামিলীগ কি কোথাও সার্টিফিকেট দিচ্ছে বিএনপির নেতা কর্মীদের। তাহলে তো বলতেই হয় আওয়ামিলীগের সত্যায়ন ছাড়া বাংলাদেশে কারো বেইল নাই ‼️
২৪| ০৩ রা মার্চ, ২০২৫ ভোর ৪:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যে কোন ভাবেই হোক উনাদের বছ উনাদেরকে ক্ষমতায় আনিবেন।
ডাস্টবিন শফিক তো বলেছেন- তিনায় প্রধানমন্ত্রী হৈবেন।
০৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪০
ক্লোন রাফা বলেছেন: কোন পদ্ধতিতে ক্ষমতায় আনবে⁉️ এত সহজ হবেনা। বিএনপি/ জামাত ঝাপিয়ে পড়বে তাদের উপরে॥
২৫| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: ওদের আসল পরিচয় ''ধুলোপরা চিঠি'' দিয়ে দিয়েছেন।
০৭ ই মার্চ, ২০২৫ রাত ২:৩৩
ক্লোন রাফা বলেছেন: শেখ হাসিনা আরো অনেক পূর্বেই বলেছেন এদের আসল পরিচয়। কিন্তু মানুষ উনাকে আস্থায় নেয়নি । কারন অধিকতর বলে বলে বিশ্বস্ততা হারিয়েছেন।
২৬| ০৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪৬
রাসেল বলেছেন: লেখক বলেছেন: এমন ধারনা কেনো হলো আপনার⁉️আওয়ামিলীগ কি কোথাও সার্টিফিকেট দিচ্ছে বিএনপির নেতা কর্মীদের। তাহলে তো বলতেই হয় আওয়ামিলীগের সত্যায়ন ছাড়া বাংলাদেশে কারো বেইল নাই।
এসবের মাধ্যমে শুধু তর্কেই জয়লাভ করা যায়।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০২৫ রাত ২:১৪
ধুলোপরা চিঠি বলেছেন:
শিবিরের জল্লাদদের বাহিনী।