নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে আন্তর্জাতিক কনফ্লিক্ট জোনে পরিণত করলো ড. ইউনুসের অবৈধ দখলদাররা ‼️

৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:২১



শেষ পর্যন্ত ড.ইউন তার আন্তর্জাতিক সক্ষমতা প্রদর্শন করে দেখালেন! উনি বাংলাদেশের মানুষের জন্য কখনোই কোন কাজ করেননি ।আমাদের কোনো দুর্যোগে কখনো পাশে দাঁড়িয়েছেন তার কোনো দৃষ্টান্ত নেই । যে ক্ষুদ্র ঋণের উদাহরণ টানা হয় ।আমি মনে করি তা পুরোপুরি তার ব‍্যাবসায়িক দৃষ্টিভঙ্গি । তিনি তার মাষ্টার’দের দ্বার পরিচালিত হয়ে তাদের স্বার্থ রক্ষায় শতভাগ কার্যকর ভূমিকা পালন করেছেন ।এই দেশের সরকারি করের টাকা বিদেশে পাঠানো হয়েছে ।তার প্রভূদের জন্য তিনি একজন সম্মানিত ব্যবসায়ী ।

দেশের জন্য বিপর্যয় এখন শুধু সময়ের ব্যাপার । মানবিক সহায়তার জন্য যে কড়িডোর তিনি দিলেন । তার এখতিয়ার কি আছে বর্তমান অবৈধ দখলদার লুটেরাদের ⁉️তারা কি বাংলাদেশের নাগরিক দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি? তাদেরকে কি রাষ্ট্রের সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে দায়িত্ব দেওয়া হয়েছে ⁉️

মানবিক সহায়তার কড়িডোর কি কাজে ব্যবহার হয় তার দৃষ্টান্ত অসংখ্য । এই কড়িডোর দিয়ে মাদক থেকে শুরু করে ভয়ংকর অপরাধিদের অবাধ যাতায়াতের ব্যবস্থা করা । এই কড়িডোর দিয়েই বিভিন্ন গোষ্ঠীর সৈন্যদের সংযোগ স্থাপন করা । অস্ত্র গোলা বারুদ প্রেরণ করা হয় ।মূলত এই কড়িডোর হবে সকল পক্ষের আক্রমণের কেন্দ্রবিন্দু! মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য এই কড়িডোর। পরাশক্তি এভাবেই তাদের সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে বিগত সকল কনফ্লিক্ট জোনে ।

আরো একটি গুরুত্বপূর্ণ ব‍্যাপার ঘটেছে ড.ইউনূসের তৎপরতায়। স্টার্লিংকে বাংলাদেশের জন্য নয় বরং মায়ানমারের সরকার বিরোধীদের জন্য আনা হয়েছে। এই স্টার্লিংকের মাধ্যমেই বাংলাদেশের সিম ব্যবহার করার সুযোগ করে দেওয়াই মূল উদ্দেশ্য!অর্থাৎ আমরা সাইবার হামলার মুখে পড়ে যাচ্ছি। এর মাধ্যমে সকল পরাশক্তি সংযুক্ত থাকবে তাদের হীন স্বার্থ বাস্তবায়নের । বাংলাদেশ হবে ইউরোপের এবং আমেরিকার করায়ত্ব। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব‍্যাবসা করার অনুমতি দেওয়ায় দুই শত বছরের ইতিহাস আমাদের জানা ।এদের সাথে তো সরাসরি কথা বলে অনুমতি দেওয়া হোচ্ছে । কাজেই এটা হবে চিরস্থায়ী বন্দোবস্ত । এবং এটাই হোচ্ছে এদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত ।

৭১-এর পরাজয় মেনে নেয়নি তারা । যখনই সুযোগ পেয়েছে তখনই প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়েছে । ১৯৭৫/২০০৪/এবং ২০২৪ তার নগ্ন ছবি ।
বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকের ঐক্য এখন খুবই জরুরী । ভাবুন ইতিহাসের কোথায় আপনি আছেন! আপনার অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে দাঁড়াবে ।বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই হবে আপনার দেশপ্রেমের প্রমাণ ।

ধন্যবাদ,
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু ॥

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:৪৩

এইচ এন নার্গিস বলেছেন: অসাধারণ বক্তব্য । জার সাথে আমি ১০০% এক মত।

২| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:৫৬

যামিনী সুধা বলেছেন:



ঠগবাজ ইউনুস খুবই দক্ষতার সাথে শঠতা করেছে পশ্চিমের সাথে; সে আসলে করেছিলো এনজিও, কিন্তু ক্যাপিটেল যোগাড়ের জন্য, দরিদ্র বাংগালীদের জন্য কেঁদেছিলো; উনি সুদের ব্যবসা করে, উহাকে নাম দিয়েছিলো "সামাজিক ব্যবসা"; নিজে লাভ করে বিলিওনিয়ার হয়েছে, নোবেল পেয়েছে, ৮৫ লাখ পরিবার ঋণের জালে আটকা পড়েছে; এখন আমেরিকান দুতাবাসের হয়ে কাজ করছে।

৩| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:৫৮

আমি নই বলেছেন: স্টারলিঙ্কের মাধ্যমে বাংলাদেশের সিম কেমনে ব্যবহার হবে? =p~

আপনারা যারা গুজব রটাচ্ছেন আপনাদের স্টারলিঙ্ক সম্পর্কে ধারনা খুবই সিমিত। কোনো দেশে স্টারলিঙ্ক না থাকলেও কাছাকাছি কোনো যায়গা থেকে রিসিভারের মাধ্যমে ইন্টারনেটে সংযোগ ঠিক রাখতে পারে। যেমন বাংলাদেশে স্টারলিঙ্কের গ্রাউন্ড স্টেশন এখনো কার্যক্রম শুরু করেনি, অথচ ১ মাস আগেই স্পিড টেষ্ট করা হয়েছে। এটা কিভাবে করল?

ইলন মাস্ক যদি মায়ানমারের সরকার বিরোধীদের জন্যেই ইন্টারনেটে সংযোগ দিতে চায় তাহলে বাংলাদেশে যেভাবে টেস্ট করা হয়েছিল ঠিক একই ভাবে মায়ানমারের সরকার বিরোধীদেরকেও দিতে পারবে। বাংলাদেশ চাইলেও পারবে না চাইলেও পারবে।

আপনারা পারেন নাই ইউনুস পারছে, এটাই কি রাগ?

৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:৪৬

ক্লোন রাফা বলেছেন: না গর্দভ আপনাকে বলবোনা । অবশ্যই সাধারনের চাইতে বুদ্ধিমান আপনি । সেই জন্য এই প্রশ্ন করলেন! আপনি কি জানেন মায়ানমারের জান্তা সরকার আরাকানের সকল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে । কিছুদিন পূর্বের কাশ্মিরের কথা কি ভুলে গেছেন । ভারত সরকার সমগ্র পৃথিবীর সাথে কাশ্মিরের যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল ।ঠিক অনুরূপ সামরিক জান্তা সরকার একই কাজ করেছে ।
বাংলাদেশকে বাধ্য করবে বাংলাদেশের সিম যেনো মায়ানমার থেকে ব‍্যাবহার করা যায়।এবং মায়ানমার যেহেতু তাদের নেট ব্যবহার করতে দিবেনা । স্টার্লিং বাংলাদেশের মাটিতে বসে সেই কাজটি সহজ করে দেবে আরসা, ইউএন এবং অন্যান্য সকল আন্তর্জাতিক সংস্থাকে।

আশা করি বুঝতে পেরেছেন । অযথা তর্কের অবকাশ নেই ।
ধন্যবাদ ॥

৪| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:৪০

এনামেল হউক বলেছেন: মনে-প্রাণে জ্বালা করে, ও হাসিনা গেসস কিনা ভুইলা আমারে।

৫| ৩০ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাজে সিদ্ধান্ত।

৬| ৩০ শে এপ্রিল, ২০২৫ ভোর ৫:২২

কামাল১৮ বলেছেন: ইউনুস একজন বাটপার,টাউট।

৭| ৩০ শে এপ্রিল, ২০২৫ ভোর ৫:২৮

কাঁউটাল বলেছেন: এই করিডোর ভারতের সেভেন সিস্টার জয় বাংলা করে দেওয়ার জন্য খোলা হয়েছে। উগ্র হিন্দুত্ববাদিরা কুকি-চিনের সাথে ক্যাচাল করতে গেছিল। এখন োয়া মারা খাইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.