নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একজন আন্তর্জাতিক সন্ত্রাসী!!

০১ লা জুলাই, ২০২৫ সকাল ৯:১৫

সন্ত্রাসী’র ছবি আপলোড করা যাচ্ছেনা। তাই নিজেরা এখানে একে ৪৭ সম্বলিত ছবি কল্পনা করে নিন। এই মাস্টারের কু সন্তানটি কি ছাত্র রাজনীতির আড়ালে অস্রের প্রশিক্ষণ নিয়েছে ⁉️ আমরা প্রকৃত সত্য জানতে চাই । তারা আসলে কোন রাজনৈতিক আদর্শের অধিকারী । যে ছেলের পরিবারের সচ্ছলতাই নেই সে কোন সম্পদ পাহারা দেওয়ার জন্য অস্র পেলো। একটি এক ৪৭ রাইফেল কেনার সক্ষমতা কি আছে ⁉️এই টোকাই গ‍্যাংএর সদস্য সদর্পে বলেছিলো শেখ হাসিনা পদত্যাগ না করলে তারা সসস্র সংগ্রামের প্রস্তুতি ছিলো।
এর অর্থ অস্রের সাথে তার সম্পর্ক অনেক পুর্বের । আমরা মনে করি এই উপদেষ্টা প্রকৃতপক্ষে একজন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: সমস্যা নেই।
অন্যায় করে কেউ পার পাবে না।

২| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ৯:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: তার অস্ত্র বহন করা লিগাল।আম্লিকের প্রায় সকল নেতাকর্মীদের কাছে অস্ত্র ছিল। ২০১৩ সালে হেফাজতের আন্দোলন ঠেকাতে চিটাগং আওয়ামী ক্যাডার রা ওপেন আর্মস ইউজ করে। বিশেষ ক্যাটাগরিতে অস্ত্র নেয়া যায়।

আলোচনা হওয়া দরকার ছিলো আমাদের মিডিয়া আসলে কতটা স্বাধীন। ঢাকা পোস্টে নিউজ করে সেটা কার চাপে সরিয়ে নেয়া হলো। প্রেস সচিব সারাদিন চেচায় মিডিয়া নাকি স্বাধীন কিন্তু বাস্তবতা ভিন্ন।

০১ লা জুলাই, ২০২৫ সকাল ১১:১৪

ক্লোন রাফা বলেছেন: কোন ক‍্যাটাগরিতে তার অস্র পাওয়া লিগ‍্যাল ? একটু বিস্তারিত ব‍্যাখ‍্যা করুন? একজন ছাত্র , যার কোন ব‍্যাক গ্রাউন্ড নেই । সে আসার চালনার প্রশিক্ষণ নিয়েছে তার কোন প্রমাণ নেই ।
সব কিছুর ব‍্যখ‍্যা শুধু একটাই তারা অবশ্যই কোন গোপন জঙ্গি সংগঠনের সদস্য ।

৩| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ৯:৪৬

ওমর খাইয়াম বলেছেন:



এখন দেখেছেন, জুলাই ও আগষ্টে কাহারা প্রশ্নফাঁস জেনারেশনকে হত্যা করে, রাস্তায় লাশ ফেলে মানুষ জড়ো করেছিলো! এই রকম ৩০ হাজার জল্লাদ পাকিস্তানে অস্ত্র ট্রেনিং দিয়ে বাংলাদেশে এসেছে; এরা তৈয়বে লস্করের মতোই জংগী।

৪| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ১০:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাহ্ সন্ত্রাসী খুইজ্যা পাইছেন তাইলে!

০১ লা জুলাই, ২০২৫ সকাল ১১:১৭

ক্লোন রাফা বলেছেন: খুঁজে পেতে হবে কেনো ‼️পুরো বাংলাদেশ এখন জঙ্গিদের দখলে । এবং আপনারা হলেন তাদের পৃষ্টপোষক ।

৫| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ১০:৩৬

কামাল১৮ বলেছেন: তার বাসায় তল্লাশি করে বহু টাকা পাওয়া গেছে।খবরটা কি সত্যি।

০১ লা জুলাই, ২০২৫ সকাল ১১:২২

ক্লোন রাফা বলেছেন: এগুলা অনেক পুরনো খবর । সুইস ব‍্যাংকে চলে গেছে প্রচুর টাকা। এপিএসের ব‍্যাপারে কোন পদক্ষেপ নেই । কারন এপিএসের ঘাড়ে কয়টা মাথা তার নির্দেশ ছাড়া টাকা নেয়।

৬| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ১০:৫৭

কাঁউটাল বলেছেন: ক্লোন ছাগলের নৃত্যকলা ভাদা কুকুরের ছাল

৭| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ১১:০৮

কাঁউটাল বলেছেন: হাউয়ামী লীগের নির্লজ্জ মিরজাফররা আবার সংগঠিত হচ্ছে।

৮| ০১ লা জুলাই, ২০২৫ সকাল ১১:২৬

নতুন বলেছেন: লেখক বলেছেন: এগুলা অনেক পুরনো খবর । সুইস ব‍্যাংকে চলে গেছে প্রচুর টাকা। এপিএসের ব‍্যাপারে কোন পদক্ষেপ নেই । কারন এপিএসের ঘাড়ে কয়টা মাথা তার নির্দেশ ছাড়া টাকা নেয়।


জাতী সবার বাইনান্স একাউন্টের স্ক্রি সট দেখেছে। সবাই জানে এটা একটা ওপেন সিক্রেট ;)

০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ১১:০৩

ক্লোন রাফা বলেছেন: সিক্রেটের ওপেন সময় মত হয়ে যাবে/ মিসাইল উপদেষ্টাদের মিসাইল দেওয়া হবে পরবর্তি টার্মে। আর ভুল হবেনা ....।

৯| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৮

মেঘনা বলেছেন: মীরজাফর কাকে বলে?
- যারা দেশের সাথে বেইমানি করে, যেমন ৭১সালে জামাতিরা করেছিল। ২৪সে রাজাকার -জামাতরা আবার ভালো অবস্থানে। সেই জামাতিরা (কাঁউটাল ) যখন অন্যকে মীরজাফর বলে, তখন বাংলার সেই প্রচলিত প্রবাদটাই মনে আসে - চোরের মায়ের বড় গলা।

১০| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: বেছে বেছে মন্তব্যের উত্তর দেওয়া ভালো।

১১| ০১ লা জুলাই, ২০২৫ রাত ৮:০৯

ধূসর সন্ধ্যা বলেছেন: এতো নিশ্চিত ভাবে বলছেন, মনে হচ্ছে একে ৪৭ আপনিই বিক্রি করেছেন।
এই দেশে আওয়ামীলীগ আর জামাত শিবিরের থেকে বড় সন্ত্রাসী আর কেউ নেই।

১২| ০২ রা জুলাই, ২০২৫ ভোর ৪:১৭

কাঁউটাল বলেছেন: মেঘনা চাঘল। আপনাদের পভুপাদ মুদির দেশ "ভঁড়ৎে" গিয়া "লেদান"।
ভাদা কুকুরের নৃত্যকলা
বাল কুকুরের ছাল

০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ১১:০৬

ক্লোন রাফা বলেছেন: গো.আজমের জারজ সন্তানদের যথা সময়ে তাদের পিতার দেশে প্রেরণ করা হবে। প্রস্তুতি নিতে থাকো গোলামের আওলাদরা....।

১৩| ০২ রা জুলাই, ২০২৫ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.