নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

২১শে আগস্ট আসলে তারেক জিয়া নিহত হয়েছে ‼️

২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৩২


বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার ঘৃণ‍্য হামলার চিত্র।


২১শে আগস্ট উপলক্ষ্যে আয়োজিত নিউ ইয়র্কে শোক সভা অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করা হলো ।

বাংলাদেশের রাজনীতি পাল্টে দিয়েছে ২১শে আগস্টের গ্রেনেড হামলা। এই হামলা পুর্বের অনেক হামলার ধারাবাহিক অধ‍্যায়। বাংলদেশের পক্ষে, মুক্তি যুদ্ধের স্বাধীনতার পক্ষের রাজনীতি চিরতরে মুছে ফেলতে চেয়েছিলো তৎকালীন বিএনপি/জামাতের জঙ্গি সরকার। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভয়ঙ্কর সেই হামলার দৃশ্য এখনও মানুষকে আতঙ্কিত করে।

এই হামলার ইতিপূর্বে ধারাবাহিকভাবে হত‍্যা করা হোচ্ছিলো আওয়ামী লীগের প্রথমসারির নেতাদের। তাদের মধ্যে অন্যতম ছিলেন আহসান উল্লাহ মাস্টার,এস এম কিবরিয়া, মমতাজ সহ আরো অনেক। এই হত্যাগুলোর বিচার যেন না হয় সেই লক্ষেই মনে হয় তৈরি করা ২১শে আগস্টের ম‍্যাটিকুলাস ডিজাইন । সেই আই এস আই’র সরবরাহকৃত আর্জেস গ্রেনেড ছিল মুল অস্ত্র। লাইট মেশিনগান ও ব‍্যবহার হয়েছিলো । সেই এল এম জি’র গুলিতে নিহত হন হাসিনার দেহরক্ষী মাহবুব। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সমস্ত আলামত নষ্ট করে ফেলে তদানীন্তন সরকার নিজেই। এমনকি অবিষ্ফরিত গ্রেনেড গুলো পর্যন্ত ধ্বংস করা হয়েছিল ‍্! ককটেল এবং টিয়ার গ্যাস ছুঁড়ে খুনিদের পালাতে সাহায্য করে সরকারের বিভিন্ন বাহিনী। ২৪ জনের জীবনের বিনিময়ে শেখ হাসিনার জীবন রক্ষা পায়। চিকিৎসারত অবস্থায় আরো কয়েকজন মৃত্যুবরণ করেন। তার মধ্যে অন্যতম ঢাকার প্রথম নির্বাচিত মেয়র জনাব হানিফ। এখনও অনেকে সেদিনের ক্ষতচিহ্ন নিয়ে বেচে আছেন। অনেকেই শরীরে বহন করছেন সেই অভিশপ্ত গ্রেনেডের স্পিলিন্টার।

তারপরের ইতিহাস অনেকেই হয়তো জানেন “জজ মিয়া নাটক “ আরেকটি অধ্যায় রচনা হয়েছিলো জামাত/ বিএনপি সরকারের পরিকল্পনা অনুযায়ী! এমন কোনো কূটকৌশল নেই যে চেষ্টা করা হয়নি এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার। সয়ং খালেদা জিয়ার ভ‍্যানেটি ব‍্যাগ তত্ত্ব। সাথে তারেক জিয়ার শার্লক হোমস তত্ত্ব। স্থান পরিবর্তনের কথা বলে উনি জায়েজ করতে চেয়েছেন গ্রেনেড এ‍্যাটাক। অবলীলায় হেসে খেলে প্রমাণ করতে চেয়েছেন । আওয়ামী লীগ নিজেই নিজেকে ধ্বংস করতে চেয়েছিলো‼️ তারেক জিয়া যে চরম পর্যায়ের মিথ‍্যুক তার প্রমাণ ২০শে আগস্ট অধিকাংশ জাতিয় দৈনিকে রীতিমত বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হয়েছে মুক্তাঙ্গন নয় বঙ্গবন্ধু এভিনিউতে হবে সভাটি।মুফতি হান্নান নিয়েও আছে প্রচন্ড রকম মিথ‍্যা অপতথ‍্য। মুফতি হান্নানই প্রকাশ্যে এনেছিলো তারেক রহমানের যোগসাজশ। পৃথিবীর এমন কোন আদালত নেই এত সাক্ষ্য প্রমাণ থাকার পরও তারেক রহমান নির্দোষ প্রমাণিত হয়। একমাত্র আইন লঙ্ঘন করে সম্ভব তাকে নির্দোষ বলা। তদানীন্তন আর্মি পার্সন রেজ্জাকুল হায়দার এবং রহিমও তারেক রহমানের জড়িত থাকার প্রমাণ দিয়েছে। শুধু ১ জনের জবানবন্দিতে নয় কয়েকজন বলেছেন তারেক রহমানের কথা । সুষ্পষ্ট ভাষায় তারা তাদের জবানবন্দিতে তারেক রহমানের কথা বলেছে।

ঘটনার আদ‍্যপান্ত বিবেচনা করলে সরকারি সহায়তা পাওয়া একেবারে ফিলিপস বাত্তির মত ঝকঝকে পরিষ্কার।হামলার নেপথ্যে যারা ছিলো তাঁরা ছিলো ঠিক আজকের ম‍্যাটিকুলাস ডিজাইনের মত। টুডে আর টুমোরো তারেক রহমানকে বিচারের মুখোমুখি হোতেই হবে ইংশাআল্লাহ্। হত্যা মামলা কখনোই তামাদি হয় না।


মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৭

বিজন রয় বলেছেন: উল্টা-পাল্টা শিরোণাম দেওয়ার দরকার কি? যা সত্যি তাই বলুন।

ব্যাড কালচার থেকে বেরিয়ে আসুন।
জানি আপনাকে তা করতে দিবে না, তবুও চেষ্টা করুন।
উদাহরণ তৈরি করুন, তখন অন্তত বলতে পারবেন যে আমি সঠিক বলেছিলাম, সঠিক ছিলাম।

২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০৪

ক্লোন রাফা বলেছেন: উল্টোপাল্টা কি করে হয় ⁉️তার ভূমিকার জন্য পৃথিবীর কোন আদালত তাকে ক্লিনচিট দিবে না। ২১শে আগস্টের ঘটনায়।

২| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০০

বিজন রয় বলেছেন: ওরা বলবে, ৫২ হয়নি, ৭১ হয়নি, ১৫ আগষ্ট হয়নি, ২১ আগস্ট হয়নি। আর ৫ আগস্ট হলো সব থেকে বড়।
তবু আপনাকে সঠিক থাকতে হবে। সঠিক বলতে হবে।

প্লিজজজজজজ!

২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:১৪

ক্লোন রাফা বলেছেন: আমি নির্দ্বিধায় বলি মেজর জিয়া একজন সেক্টর কমান্ডার ছিলেন। আমি আরো বলি তিনি বঙ্গবন্ধুর সেনাপ্রধানের ডেপুটি ছিলেন। একই সাথে তিনি মার্শাল ল এডমিনেস্টেটর ছিলেন। আরো বলি তিনিই বাংলাদেশ বেআইনি সামরিক সাশনের পথপ্রদর্শক।আরো বলবো নাকি বাকিটা ইতিহাসের পাতায় দেখে নেবেন ⁉️

৩| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:১৬

কিরকুট বলেছেন: বাংলাদেশের ইতিহাসে জানোয়ারের বাচ্চারা আগস্ট মাস কে কালো অন্ধকারে ঢেকে ফেলেছে।

২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৩

ক্লোন রাফা বলেছেন: ৫ই আগস্ট শেখ হাসিনার ভুলের জন্য এসেছে। সেটা নেগেটিভ পজেটিভ দুই প্রকারের।

৪| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:২২

বিজন রয় বলেছেন: আমার কথা হলো তাদের থেকে আপনি আপনাকে আলাদা করুন, কিন্তু তাদের মতো করে নয়, তাহলে তাদের সাথে আপনার পার্থক্য কি হলো।

এটা করার অনেক পথ আছে।
শেখ হাসিনা সেটা করেন নাই। অথচ করতে পারতেন।
অনেক সুযোগ ছিল।

২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৪০

ক্লোন রাফা বলেছেন: আপনার এই বক্তব্যের সাথে আমি একমত। আমি নিজেও ২০১৮/১৯ এ লিখেছিলাম শেখ হাসিনা কঠোর হোচ্ছেন না কেনো ⁉️বঙ্গবন্ধু যে ভুল করেছিলেন ঠিক একই ভুল করেছেন। সাপের বাচ্চা সাপ হবে সেটাই স্বাভাবিক।

৫| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:২৬

নতুন বলেছেন: ঐ হামলা যে আয়ামীলীগের পরিকল্পনা ছিলো না সেটা আপনি কিভাবে সিওর হইলেন?

২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৪

ক্লোন রাফা বলেছেন: এই যে আপনি প্রশ্ন উত্থাপন করলেন সেটা হলো বড় প্রমাণ। ঠিক রাজাকার শাবকরা যেমন বলে তখন আমার জন্ম হয়নি। কিন্তু লীগ‍্যাসি বহন করে চলে সেই ৭১-এর মতো।

৬| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৪২

নতুন বলেছেন: লেখক বলেছেন: এই যে আপনি প্রশ্ন উত্থাপন করলেন সেটা হলো বড় প্রমাণ। ঠিক রাজাকার শাবকরা যেমন বলে তখন আমার জন্ম হয়নি। কিন্তু লীগ‍্যাসি বহন করে চলে সেই ৭১-এর মতো।

আপসোসলীগ বর্তমানে অন্ধলীগে পরিনত হয়েছে কারন তারা ২০২৪ এ আয়ামীলীগের সমর্থকের করা হত্যা,গুম, নির্যাতন দেখতে পাচ্ছেন না।

অবশ্য কিছু করার নাই, আপনার কস্ট বুঝতে পারছে, আপনার আপা কি ফিনিসড ;) কপাল ভালো ভারতে আছে তাই তাকে এই হত্যার সাজা ভোগ করতে হবেনা। তবে আশা করি এই অন্যায়ের জন্য শেষ জীবনে হয়তো একটু অনুসুচনা তার ভেতরে আসবে।

এখন আয়ামীলীগের উচিত হবে, ২০২৪ এর জন্য অনুসুচনা করে নতুন ভালো নেতাদের নিয়ে আবার দল সাজানো, শেখ হাসিনা সহ বাকি খুনিদের বাদ দেওয়া।

২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৫০

ক্লোন রাফা বলেছেন: কে কতজন হত্যা করেছে প্রতিটি হত্যার বিচার করে শাস্তি কার্যকর করা হোক। ১৯৭১-সাল না হয় অনেক কিছু প্রমাণ করা কঠিন ছিলো । ২০২৫শে কি সেই তুলনায় অতি ক্ষুদ্র হত‍্যাকান্ডের প্রমান সাপেক্ষে বিচার করা কঠিন⁉️
নাকি মেটিকুলাস ডিজাইন প্রকাশ হয়ে যাবে বলে সরকারই চাচ্ছেনা?

৭| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৪

নতুন বলেছেন: এই দেখেন মেটিকুলাস ডিজাইন

২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১৩

ক্লোন রাফা বলেছেন: করেন হত‍্যাই সমর্থন করিনা Click This Link

২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:২৮

ক্লোন রাফা বলেছেন: Click This Link

৮| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৯

সৈয়দ কুতুব বলেছেন: তারেক রহমানের নাম মিলিটারি সরকার থাকার সময় প্রতিবেদনে ছিলো না। লীগ সরকার এসে পছন্দের পুলিশ কর্মকর্তা দিয়ে তদন্ত করে তারেক রহমানের নাম ডুকিয়েছে। চিন্তা করিয়েন না, এভাবে শেখ হাসিনার বিচার ও কোনো না কোনো সরকার ম্যানিপুলেট করে রায় দিবে। এভাবে যার যার প্রকৃত অপরাধ লঘু হয়ে যাবে। শেখ হাসিনার এখন আর ভিন্ন কিছু না।

২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১৯

ক্লোন রাফা বলেছেন: তারেক রহমানের সংযুক্ত থাকার কথা মিলিটারির জবানবন্দিতেই এসেছে। শেখ হাসিনা’তে বিচারের মুখোমুখি দাঁড়াতে চায়। নিরাপত্তার ব‍্যবস্থা করে আসতে দেয়া হোক। অনুরুপ তারেক জিয়াও বিচারের সামনে দাঁড়াক এখন।

৯| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪২

সৈয়দ কুতুব বলেছেন: তদন্ত প্রতিবেদনে সেনাবাহিনী তারেক রহমানের নাম দেয় নি। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নিজের পছন্দের কর্মকর্তা দিয়ে তদন্ত করিয়ে তারেক রহমানের নাম ঢুকিয়েছে। দেশে কোনো কিছুর সঠিক বিচার হয় না কারণ রাজনৈতিক প্রভাব জড়িতে হয়ে পড়্রে। সাকা চৌধুরীর এক সাক্ষী পুরো ভুয়া। যুদ্ধপরাধের মতো সেনসিটিভ ইস্যুতে ভুয়া সাক্ষী ব্যবহার করা উচিত হয় নি। এখন যাদের বিরুদ্ধে বিচার চলছে এগুলো নিয়েও সন্দেহ আছে। সাক্ষী মাক্ষী ঠিক আছে কিনা আল্লাহ মালুম। আমাদের দেশের রাজনৈতিক প্রভাবের কারণে মজলুম বিচার পায় না।

২২ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪২

ক্লোন রাফা বলেছেন: হ‍্যা আমাদের এখানে স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে ওঠেনি শতভাগ সত্য। কিন্তু আওয়ামিলীগ রাজনৈতিক হত্যা কিংবা অন্য অপরাধের বিচারে হস্তক্ষেপ করলেও সাধারণ বিচার হোতে দিয়েছে।
কিন্তু অন‍্য সব দল বেআইনিভাবে বিচার করার পথ রুদ্ধ করেছে। প্রতিদ্বন্দ্বী অসৎ দেশবিরোধী হওয়ায় আওয়ামিলীগ এডভান্টেজ নিয়েছে। কিন্তু বর্তমান সময়ের মত এত নগ্নভাবে হস্তক্ষেপ করেনি।

১০| ২২ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাতি হাসিনার বিচার দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। আমি চাই বিচার নিরপেক্ষ হোক। একজন আওয়ামিলীগ সমর্থক হিসেবে ২৪ এর গন হত্যার জন্য আপনি অনুতপ্ত কিনা?

২২ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৩

ক্লোন রাফা বলেছেন: সকল হত‍্যার বিচার চাই। অনুতাপ নয় ,সঠিক বিচারের জন্য আওয়ামিলীগের বিরুদ্ধে দাঁড়াতে হোলে সেটাও করবো। ছাত্রদের প্রতিও সমর্থন ছিলো । এখন বরং তাদের পক্ষে থাকার জন্য অনুতপ্ত। মিথ‍্যা দিয়ে যেমন সত্য প্রতিষ্ঠা করা যায়না। ঠিক তেমনই অসততার সাফল্য নেই। আছে ক্ষনস্থায়ি বিভ্রান্তির জয়।

১১| ২২ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫৪

শেরজা তপন বলেছেন: ক্লোন রাফা, গত বছর জুলাই আগষ্টে ছাত্র আন্দোলনের পক্ষের কোন পোস্ট কি আপনি দেখাতে পারবেন?
এখন সুশীল সাজছেন নাকি?
আপনি যে নিরপেক্ষ তার প্রমান বিভিন্ন সময়ে আপনার লেখার শিরোনামে;
স্বাধীনতা ২.০ কোন বিপ্লব নয়!একটি পরিকল্পিত প্রতিশোধ ১৯৭১-এর পরাজয়ের
তোর দাদা রাজাকার, তোর বাবা রাজাকার আর তোরা রাজাকারের বাচ্চা॥

১২| ২২ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১৯

কামাল১৮ বলেছেন: ২১শে আগষ্ট যারা ঘটিয়েছে তারা অমানুষ।আমি খুব কাছাকাছি ছিলাম।পুলিশ ঘটনা স্থলের দিকে যেতে বাঁধা দেয়। যখন রাস্তা খুলে দেয় তখন গিয়ে দেখি গাজর হাজার জুতা সেন্ডেল পড়ে আছে।পানি দিয়ে ধোয়া মনে হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.