নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

এডমিন এবং ব্লগ কর্তৃপক্ষের নির্দেশনা প্রয়োজন॥

২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৩১



অনুগ্রহ করে বলে দিন কি লেখা যাবে আর কি লেখা যাবেনা‼️

শেখ হাসিনা স্বৈরশাসক ছিল তাই কিছু লেখা যায়নি বলে সবার অভিযোগ ‼️তাই বাংলাদেশ নাকি স্বাধীনতা ২.০ অর্জনের প্রয়োজন হলো । এবং এখন স্বাধীন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।তাহলে যে কথাগুলো শতবার, হাজার বার প্রকাশিত। এবং উচ্চারিত হয়েছে দেশের সকল গণমাধ্যমে।
এখন সেই কথাগুলো কেনো লেখা বা উচ্চারণ করা যাবেনা। আমিতো আমার মতো করেই লিখি। তাহলে কি মনে করবো আর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু বা ৭১ নিয়ে লেখা নিষেধ।

আমরা কি তাহলে ৭৫ পরবর্তী সময়ে ফিরে গিয়েছি⁉️

দয়া করে জানাবেন।
ধন্যবাদ

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৩৭

নতুন বলেছেন: গুজব ছড়ানো যাবেনা। মিথ্যা তথ্য দেওয়া যাবেনা।

২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৫০

ক্লোন রাফা বলেছেন: আপনি যেহেতু আমার শেষ পোস্ট পড়েননি। তাই আপনার কাছে কোন প্রশ্ন নেই এবং আপনার মতামত নিরর্থক।

যেহেতু পোস্ট, রিপোষ্ট করতে না করেছে কাজেই এখানে দিতে পারছিনা।

আমি তাদের কাছে জানতে চেয়েছি পোষ্টের কোন অংশ নিয়ে সমস্যা ‼️

২| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সঠিক তথ্য প্রকাশ করলে সমস্যা হবার কথা না।

২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৩

ক্লোন রাফা বলেছেন: উপরের প্রতিমন্তব‍্য আপনার জন্যও প্রযোজ্য ।
ধন্যবাদ॥

৩| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:২৬

ক্লোন রাফা বলেছেন: Click This Link

৪| ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৫৪

ক্লোন রাফা বলেছেন: জি ! খুদা লাগছে তাই খেয়ে ফেলেছে :||

৫| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ তাও যথাসম্ভব মুক্তিযুদ্ধের পক্ষে সাপোর্ট দিচ্ছে। এর বেশি মনে হয় ওদের সক্ষমতা নেই। রাজাকারের ছানাপোনাদের দাপট এ দেশে সবসময়ই ছিল। সেফজোনে থেকে লেখ‍ালেখি করুন। আপনার ত্যাগের মূল্য খে‍াদ লীগও দেবে না। দেখলেন তো গত ১৫ বছর ওরা ত্যাগীদের মূল্যায়ন করল না। সামনেও করবে না।

২৭ শে আগস্ট, ২০২৫ রাত ২:২১

ক্লোন রাফা বলেছেন: এটা আপনি কি বললেন ⁉️ আমাদের এখন রাজাকার আর দেশদ্রোহিদের হিসেব করে লেখালেখি করতে হব⁉️এর চাইতে ভালো ছিলো বাংলদেশের স্বাধীনতা লাভ না করা।৫৪ বছরের বাংলাদেশে আওয়ামীলীগের কাছে আমার বা আমার পরিবারের ব‍্যাক্তিগত কোন প্রত‍্যাশা ছিলো না । এখনো নেই এবং ইংশাআল্লাহ ভবিষ্যতেও যাতে তেমনি থাকে।

আমি যদি দেশের বা আওয়ামিলীগের কোন কাজে আসি সেটাই অনেক বেশি।

ধন‍্যবাদ॥

৬| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কারো দালালী বাংলাদেশের জনগন মানবেনা।

২৭ শে আগস্ট, ২০২৫ রাত ২:২৫

ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশের বর্তমান দখলদার এনজিওগ্রাম টোকাই সরকারের সবাই সম্রাজ‍্যবাদি অপশক্তির দালাল ‼️ কোন সন্দেহ থাকলে প্রশ্ন করুন।

৭| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৯

নতুন বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ তাও যথাসম্ভব মুক্তিযুদ্ধের পক্ষে সাপোর্ট দিচ্ছে। এর বেশি মনে হয় ওদের সক্ষমতা নেই। রাজাকারের ছানাপোনাদের দাপট এ দেশে সবসময়ই ছিল। সেফজোনে থেকে লেখ‍ালেখি করুন। আপনার ত্যাগের মূল্য খে‍াদ লীগও দেবে না। দেখলেন তো গত ১৫ বছর ওরা ত্যাগীদের মূল্যায়ন করল না। সামনেও করবে না।

ভালো নেতাদের আয়ামিলীগ সাইডে রেখে ধান্দাবাজরাই নিজেদের আখের গুছিয়েছে। ধীরে ধীরে সব সাইকোপ্যাথেরা ক্ষমতার কাছে গেছে এবং যা ইচ্ছা তাই করেছে।

শেখ হাসিনার অহংকার, মূর্খতার জন্য তার ক্ষমা চেয়ে এই হত্যার দায় নিয়ে অবসরে যাওয়া উচিত। নতুবা আয়ামীলীগ ধংষ হয়ে যাবে।

২৭ শে আগস্ট, ২০২৫ রাত ২:৩৬

ক্লোন রাফা বলেছেন: আপনার সাথে আমার কোন ব‍্যাক্তিগক শত্রুতা নেই। কিন্তু এখন আপনাকে আমার গালি দিতে ইচ্ছা করছে। মনে হচ্ছে আপনি একজন সুবিধাবাদি সুযোগ সন্ধানী কাপুরুষ।
আওয়ামীলীগের কি দেওয়ার আছে আমাকে ব‍্যাক্তিগতভাবে⁉️আমি কেনো ৭১, মুক্তিযোদ্ধা, স্বাধীনতার কথা ভয় নিয়ে লিখবো ‼️
শেখ হাসিনা যদি অপরাধ করে থাকে তার বিচার করা হোক। তার বিরুদ্ধে কেনো যাবো আমি! তাঁর যে সকল অসাধারণ অবদান আছে বাংলাদেশের জন‍্য । তার কোটি ভাগের এক ভাগও কি আছে আমার ⁉️

একজন প্রবিন ব্লগার হিসেবে চিন্তা ভাবনা করে মন্তব্য করেন।

ধন্যবাদ॥

৮| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৮:০১

সৈয়দ কুতুব বলেছেন: নতুন@লীগের কমপক্ষে দুই লাখ লোকের বিচার হওয়া উচিত। উচ্চ পর্যায় থেকে একেবারে ওয়ার্ড পর্যন্ত। কিন্তু সেটা হবে না। কারণ জাশি নামে এক গান্ডু দল আছে যারা বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ নিয়ে উলটা পালটা বলবে। এভাবেই লীগ কে তারা পুনর্বাসন করবে।

২৭ শে আগস্ট, ২০২৫ রাত ২:৪৫

ক্লোন রাফা বলেছেন: দুই লাখ কেনো ! দশ বিশ লাখ আওয়ামিলীগ নেতা কর্মীদের বিচার হোক যদি অপরাধ করে থাকে। ঐ জারজদের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ কে রাজনীতি করতে হবে। এই কথা বলার জন্য ক্ষমা চান আপনি।

কারো সহযোগিতা লাগবে না আওয়ামিলীগের রাজনৈতিকভাবে ফিরে আসতে। তার নিজের শক্তিতেই ফিরবে আওয়ামী লীগ।
সব দোষ শেখ হাসিনার এই দলের লোক আপনি । কাজেই আপনার মত প‍্যাকেট করে আপনার কাছে রাখুন।

৯| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৮

শ্রাবণধারা বলেছেন: আপনার "শেখ হাসিনার স্বর্ণযুগে দুধ ও মধুর নহর বয়ে যাওয়া এবং আওয়ামী বিজ্ঞানীদের চন্দ্রাভিযান" পোস্টটা ব্লগ কর্তৃপক্ষ মুছে দিয়েছে? নাহ, কর্তৃপক্ষ কাজটা ঠিক করেনি! পোস্টটি আওয়ামী নির্বুদ্ধিতার চূড়ান্ত প্রকাশ ছিল ঠিকই, কিন্তু রাজাকারদের হূল-ফুটানো ঘৃণার তুলনায় সেটা কিছুই নয়। :)

ভাই, আপনি চাইলে এক কাজ করতে পারেন। ব্লগে গাধাদের নিরাপত্তার জন্য একটা পিটিশন লিখতে পারেন। আমি সবার আগে সই করতে রাজি আছি। এত সাপ, বেজি ও বিচ্ছুর ভিড়ে, ব্লগে গাধা থাকতে পারবে না - এটা কোন কথা হলো।

২৭ শে আগস্ট, ২০২৫ রাত ২:৫১

ক্লোন রাফা বলেছেন: গবেট আর মূর্খরাই বক্তব্য বিকৃত করে ইস‍্যু তৈরি করে ! রাজাকারদের পক্ষাবলম্বনকারিদের পক্ষে কথা বলার জন‍্য কোন না কোন অজুহাত লাগে।
আপনি সেই ভুমিকায় রীতিমত একজন আদর্শ বাঁশের কেল্লার সৈনিক।

১০| ২৭ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: কোনো রকম ম্যাসেজ না দিয়ে ব্লগটিম আমার একটা লেখা সরিয়ে দিয়েছেন। ইহা অত্যন্ত দুঃখজনক।
মনের কথা কি সামুতে লিখতে পারিব না??

২৭ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৪

ক্লোন রাফা বলেছেন: আমার দশ লাইনের পোষ্ট রক্ষা করার শক্তি নেই ব্লগের। আমি খুব হতাশ

১১| ২৭ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৮

ক্লোন রাফা বলেছেন: আমাকে কি কমেন্ট ব‍্যান করেছেন ব্লগ কতৃপক্ষ? কারণ প্রতিটি মন্তব্যের আংশিক পাবলিশ হোচ্ছে ‼️

১২| ২৭ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: সামু মুক্তিযুদ্ধের পক্ষের। তাহলে সমস্যাটা কোথায়?

২৮ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৪৩

ক্লোন রাফা বলেছেন: সামু কারো পক্ষেই না । সামু ভীতসন্ত্রস্ত , চ‍্যালেন্জ গ্রহণে অপারগ ‼️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.