নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

ডক্টর সুদ বিশেষজ্ঞের প্রধান বাধা সেনাবাহিনী ( ৫/১০/৫০ বছর দখলদারির শাসন)

১৩ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৭


ভলকার তুর্ক যখন বলে তাদের বল প্রয়োগের কারনে। বাংলাদেশ সেনাবাহিনী যখন স্বাধীন দেশের সেনাবাহিনী হিসেবে দায়িত্ব পালন করে নাই জুলাই, আগস্ট মাসে!তখন বুঝতে বাকি থাকেনা এই বাহিনী আসলে কার পারপাস সার্ভ করছে।সামান্য কিছু টাকার জন্য নিজের দেশের প্রতি লয়াল নয় এই বাহিনী।
দিনের পর দিন কিছু অর্বাচীন টোকাই আর পলাতক ক্রিমিনাল ইউটিউবার ক‍্যানভাসার সেনাপ্রধান’কে । নোংরা ভাষায় যা খুশি তাই বলে হেনস্থা করে । তখন উপদেষ্টা মহলের টপ টু বটম পুলকিত হয় । সেই বাহিনী কি আর তার অবস্থান সমুন্নত রাখতে পারবে ! যখন রাস্তায় শ্লোগান তুলে ওয়াকার না হাসনাত। হাবদাল্লা , হাবদাল্লা বলে চিৎকারে কুৎসিত অঙ্গভঙ্গি করে । তখন কি সেই সংস্থার আর কোনো কিছু বাকি থাকে?
এর চাইতে বড় বিরোধ করে বসে আছে স্বয়ং প্রধান উপদেষ্টা। সুদের মহাজন , তার প্রভূদের সাপ্লাই করা একজন উল্লুক নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করে। কলিজা খেকো খলিলউল্লাহ’র কথা কি মনে আছে আপনাদের। সেরকমই খলিলুর নামের একজন’কে চাপিয়ে দিয়েছে । বাংলাদেশের কলিজা, রিতপিন্ড , কিডনি খুবলে খাওয়ার বন্দোবস্ত করেছে।

আওয়ামীলীগের মতো ক্ষতিগ্রস্ত মনে হয় আর কেউ হয়নি এই বাহিনীর দ্বারা। কিন্তু এত কিছুর পরেও আমি আমাদের সেনাবাহিনীর পক্ষেই কথা বলবো।জেনারেল ওয়াকার শতভাগ সমর্থন করেছে এই তথাকথিত এই আন্দোলন। বিনিময়ে তিনি প্রতি পদক্ষেপে হেনস্তা হয়েছেন। বস্তির টোকাই হাবদাল্লা,সার্ভিস আর গণতন্ত্রের ইমাম সকাল বিকাল সেনাবাহিনীর চুড়ান্ত অবমাননা করেছে।

এতকিছুর পরেও সেনাপ্রধান, জেনারেল ওয়াকার তার গাটস দেখিয়েছেন । করিডোরের ইস্যু এবং আমাদের সেন্টমার্টিন ইস্যুতে।শতভাগ সার্বভৌমত্ব বিকিয়ে দিতে রাজি হয়নি।সুদি মহাজনের আক্রোশ রয়েছে সেনাবাহিনীর উপর । কারন তার প্রভুদের পারপাস পুরোপুরি সার্ভ করতে পারছেনা । শুধু মাত্র সেনাপ্রধানের কারনে।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এই এনজিওগ্রাম অবৈধ দখলদার গ্রুপ দেশ বিরোধী কোন চুক্তি করলো! এবং চুক্তিটির শর্ত হোচ্ছে এটা অপ্রকাশিত রাখতে হবে।৮০ ভাগ বিদেশি নাগরিকের এই গ্রুপ বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে! এই ধরনের বিশ্বাস আমি ঘুমের মাঝে স্বপ্নেও দেখি না।এদের মুল লক্ষ্য হলো বাংলাদেশের অগ্রগতি রুদ্ধ করে স্বল্প সময়ে লুটপাট করে যার যার দেশে ফিরে যাবে।

কাজেই আমাদের সেনাবাহিনী রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। এবং বঙ্গবন্ধুর স্বপ্নের পিপলস আর্মির পথে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৬

নতুন বলেছেন: এতো ঘৃৃন্যা নিয়ে ঘুমান কিভাবে? /:)

১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:০৮

ক্লোন রাফা বলেছেন: ইতিহাস বলে মীরজাফর, আজীবন ঘৃণার প্রতীক হয়ে থাকবে। আমি কার প্রতি ঘৃণা দেখাবো ⁉️ বুঝতে পারছি আপনার খুব কষ্ট হোচ্ছে। দিনে দিনে আপনার হিরোদের যে নগ্ন রূপ প্রকাশ পাচ্ছে। তা দেখে সুস্থির থাকতে পারছেননা। আপনি কি তাদের নিয়ে আতঙ্কিত

২| ১৩ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


চৌকিদার বাহিনীরও অধম হয়ে গেছে এখন।

১৪ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৪৬

ক্লোন রাফা বলেছেন: সেনাবাহিনী নিজেদের আজকের অবস্থানে এসেছে ‍্তাদের নিজেদের কল‍্যাণে। আত্মমর্যাদা নিজেদেরই তৈরি করতে হবে॥

৩| ১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ২:৪১

শ্রাবণধারা বলেছেন: আবার একটা গাধামার্কা পোস্ট নিয়ে হাজির হলেন!!! কিসের মধ্যে কী, পান্তা ভাতে ঘি?

ডাইনি হাসিনার নির্দেশে সেনাবাহিনী ১০-২০ হাজার মানুষ বোমা মেরে, ট্যাংক নামিয়ে গণহত্যা করেনি বলে আপনাদের মনে খুব জ্বালা, তাই না? অচিরেই আপনাদের খুনি, ডাকাতদের জন্য এমন শাস্তির ব্যবস্থা হবে যে পুরোনা জ্বালা ভুলে যাবেন!

আপনার পোস্টে উল্লেখিত পরের দিকের ঘটনাগুলোর বেশিরভাগই সঠিক, কিন্তু সেগুলোকে আওয়ামী সুতোয় জোড়া লাগাতে গিয়ে আপনি ব্যর্থ হয়েছেন। গাছভোদাই টাইপের একটা পোস্ট হয়েছে।

১৪ ই অক্টোবর, ২০২৫ ভোর ৫:৪২

ক্লোন রাফা বলেছেন: আপনি আপনার ফরমায়েশি পোষ্ট আশা করেন কি করে⁉️ কোনটা কিসের মধ্যে কি‼️,যা লেখা আছে খুব সহজ ভাষায় বলতে চেয়েছি। হয়তো বাক‍্য সঠিক হয়নি। কিন্তু বক্তব্য পরিষ্কার ।
সেনাবাহিনীর যখন প্রয়োজন ছিলো নৈতিক সমর্থন না করার তখন ঠিকই সমর্থন করেছে। আর প্রয়োজনের সময় পুরোপুরি ঔপনিবেশিক অপশক্তির ক্রিরনকের ভুমিকায় ‼️১০/২০ হাজার কেনো ১/২ জন না হত‍্যা করেও সমাধান করা যায়। সেই জন্য অবশ্যই সততা আর মস্তিষ্ক থাকতে হবে।
আমাদের খুনি ডাকাতদের বিচার করে আপনাদের জঙ্গি, সন্ত্রাসী , রাজাকার আর টোকাই গ‍্যাং-এর তালেবানি অপশাসন কায়েম করুন। তাহলেই ষোলো কলা পূর্ণ হবে আপনাদের‼️
মস্তিষ্কের মধ‍্যে ডুকে আছে হাসিনা চরম খারাপ একজন মানুষ। আওয়ামী লীগ জগতের সবচাইতে ভয়ংকর দল! পুরাই র‍্যাডিক‍্যাল মানসিকতা নিয়ে কথা বলেন।

৪| ১৪ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৩

নতুন বলেছেন: লেখক বলেছেন: ইতিহাস বলে মীরজাফর, আজীবন ঘৃণার প্রতীক হয়ে থাকবে। আমি কার প্রতি ঘৃণা দেখাবো ⁉️ বুঝতে পারছি আপনার খুব কষ্ট হোচ্ছে। দিনে দিনে আপনার হিরোদের যে নগ্ন রূপ প্রকাশ পাচ্ছে। তা দেখে সুস্থির থাকতে পারছেননা। আপনি কি তাদের নিয়ে আতঙ্কিত

আপনার উপরের লেখায়তে কোন তথ্য আছে? আছে আপনার মনের ভেতর জমে থাকা ঘৃনার গভীরতা...

ভারতের সাথে নতজানু চুক্তিতে আপনার কখনো খারাপ লাগবেনা। ;)

১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৬

ক্লোন রাফা বলেছেন: হায়রে কি যেনো একটা প্রবাদ আছেনা‼️কিতাবে আছে কিন্ত বাস্তবে নাই।
নতজানু চুক্তির একটাও দেখলাম না ১৪ মাসে! আর ঐ দিকে ভারত একটার পর একটা চুক্তি বাতিল করে যাচ্ছে।

এত নির্লজ্জ মানুষ কেমনে হয়⁉️ অবশ্য মিথ্যাবাদি আর প্রোপাগান্ডুসরা মানুষের পর্যায়ে পরেনা।

১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৯

ক্লোন রাফা বলেছেন: কোন তথ্য চান আপনি ‼️ উপরের প্রতিটি কথা প্রমাণিত সত্য। ডকুমেন্টেড

৫| ১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০০

নতুন বলেছেন: বর্তমানে আয়ামীলীগারেরা আফসোস করা ছাড়া তো কোন কাজ নাই। আফসোস করতে থাকুন।

১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪২

ক্লোন রাফা বলেছেন: আমরা কখনো আফসোসের রাজনীতি করি না। সংগ্রাম, আন্দোলন, বিক্ষোভ ও মানুষের জন্য লড়াই করতে রাজপথে জন্ম হয়েছে এই দলটির।প্রতিটি নেতা কর্মী জানে আওয়ামিলীগ কি চায় এবং তাদের কি করনীয়। শুধু কিছু বলে দিলাম এমন ব্লগার মনে করিনা আপনাকে। কাজেই পোষ্টের সাথে প্রাসঙ্গিক কিছু বলার থাকলে বলুন । তা না হোলে যে দালালী করছেন তাই করুন।

৬| ১৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: নতুন বলেছেন: বর্তমানে আয়ামীলীগারেরা আফসোস করা ছাড়া তো কোন কাজ নাই। আফসোস করতে থাকুন।

নতুন সত্য কথাই বলেছেন।

১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৩৫

ক্লোন রাফা বলেছেন: জুলাই যোদ্ধারা Click This Link

৭| ১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমরা কখনো আফসোসের রাজনীতি করি না। সংগ্রাম, আন্দোলন, বিক্ষোভ ও মানুষের জন্য লড়াই করতে রাজপথে জন্ম হয়েছে এই দলটির।প্রতিটি নেতা কর্মী জানে আওয়ামিলীগ কি চায় এবং তাদের কি করনীয়। শুধু কিছু বলে দিলাম এমন ব্লগার মনে করিনা আপনাকে। কাজেই পোষ্টের সাথে প্রাসঙ্গিক কিছু বলার থাকলে বলুন । তা না হোলে যে দালালী করছেন তাই করুন।

ড: ইউনুস ফেরেস্তা না তার ভুল ত্রুটি থাকবেই। আর তিনি যেই গাড়ীর স্টিয়ারিং ধরে আছেন সেটার প্রতিটা যন্ত্রে ঘুন লেগেছে। আর বড় ভুল করেছে কিছু উপদেস্টা নিয়োগ দিতে। তারা কাজ ঠিক মতন করতে পারছেন না।

আর সাথে আছে বিএনপি/জামাতের ধান্দাবাজী।

কিন্তু আপনার সব পোস্টের মুল বিষয় ড: ইউসুনের বিরুদ্ধে। আর আপনি শেখ হাসিনার অপকর্ম চোখে দেখেন না।

এই কারনে আপনার পোস্টের ক্রেডিবিলিটি নাই।

১৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৪

ক্লোন রাফা বলেছেন: আমার পোষ্ট একটা পক্ষেই যাওয়ার কথা । সেটা ঘোষণা দেওয়া আছে। আমার সব পোষ্ট মুক্তিযুদ্ধের পক্ষে যাবে। একমাত্র আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের কথা বলে। এর মধ‍্যে অনেক ভুল আছে / অতিরিক্ত বাড়াবাড়ি আছে / এমনকি কিছু মিথ্যাও আছে।

তারপরও যতটুকু বলে এবং করে সেটুকু আওয়ামিলীগ ছাড়া আর কোনো দলকে করতে দেখিনি। বিএনপি মুক্তিযুদ্ধের দল বলে দাবি করে। কিন্তু তাদের শাসনামলে আপনি মুক্তিযুদ্ধের কোনো দিবসই প্রকৃতপক্ষে তেমন আড়ম্বরপূর্ণ দেখতে পাবেন না।

শেখ হাসিনার অন‍্যায় , ভুল ,ত্রুটি সব কিছু বলি তার সরকারের সময়। কারন তখন কেউ করেনা। কাজেই তার বিরুদ্ধে বলতে হলে তার সামনে বলাটাই সবচেয়ে ভালো।
এখন অনেক উজবুক নেতার কারনে অবশ্যই নিরিহ , নিরপরাধ নেতা কর্মীদের বিপদ ডেকে আনতে পারিনা নৈতিক দায়িত্ব থেকে।
ধন্যবাদ॥

৮| ১৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৪

নতুন বলেছেন: আমার কথা , বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নয়।

তবে আয়ামীলীগ চেতনা বিক্রি করে যেই ক্ষতি করেছে সেটা জামাত একা করতে পারবেনা।

মুখে দেশপ্রমের কথা বলে দূনিতি, সন্ত্রাস করে সবকিছুর উপরে জনগনের শ্রদ্ধা নস্ট করেছে।

১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ২:২৩

ক্লোন রাফা বলেছেন: ওকে , আপনি যে ক্ষতির কথা বলছেন ! তা পুনরুদ্ধার করা সম্ভব। তাই বলে তা আমি সমর্থন করছি এমন ভাববেন না। ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশ চরম দুর্নীতিগ্রস্ত এবং জঙ্গি উত্থানের স্বর্ন যুগ ছিলো। তখনও কিন্তু আমি শংকিত ছিলাম না। কারণ আমার বিশ্বাস ছিলো বাংলাদেশের মানুষ ত‍্যাগ তিতিক্ষার মাধ্যমে আবার ঘুরে দাঁড়াবে। এবং ঠিক তাই ঘটেছে। যতই অস্বীকার করেন বিগত পনেরো বছরে অর্থনৈতিক এবং কাঠামোগত উন্নতি হয়েছে। এবং সেই কারণেই এখনো মোটামুটি সবকিছু ঠিক চলছে।

কিন্তু দেশকে যখন যুদ্ধক্ষেত্র কিংবা পরাশক্তির গোলাম বানাবেন তখন আর তা থেকে বেরিয়ে আসতে পারবেন না।অপশক্তি নিজেদের উপস্থিতি অপরিহার্য করতে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করবে। বিশ্বব্যাপী এই অশুভ শক্তির খেলা চলছে। আপনি আমি কি চোখ বন্ধ রাখবো ভাবুন।
আওয়ামী লীগ চিরদিনের জন্য বিদায় করে দিন । কিন্তু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করুন। ন‍্যায় শান্তির শাসন কায়েম করুন। ৯৯% দুর্নীতি মুক্ত করুন। কারন আমি ডক্টর সুদের মত দিন শুণ্যের পৃথিবীর ধারনায় বিশ্বাস করিনা। কারন তা আসলে বাস্তব সত্য নয়। উনি শতভাগ তার প্রভুদের দ্বারা চালিত। যতগুলো চুক্তি কিংবা সমঝোতা স্বাক্ষর করেছেন প্রতিটি ঐ প্রভুর স্বার্থেই করেছেন।
ধন্যবাদ॥

১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:২৯

ক্লোন রাফা বলেছেন: Click This Link

৯| ১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:০০

নতুন বলেছেন: ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশ চরম দুর্নীতিগ্রস্ত এবং জঙ্গি উত্থানের স্বর্ন যুগ ছিলো। তখনও কিন্তু আমি শংকিত ছিলাম না। কারণ আমার বিশ্বাস ছিলো বাংলাদেশের মানুষ ত‍্যাগ তিতিক্ষার মাধ্যমে আবার ঘুরে দাঁড়াবে। এবং ঠিক তাই ঘটেছে। যতই অস্বীকার করেন বিগত পনেরো বছরে অর্থনৈতিক এবং কাঠামোগত উন্নতি হয়েছে। এবং সেই কারণেই এখনো মোটামুটি সবকিছু ঠিক চলছে।

দেশে জঙ্গি আছে বলতে আছে কিছু ওয়াজবাজ হুজুর যারা নারীদের পেছনে লেগে আছে। কিছু আছে জিহাদী স্বপ্নে বিভোর।
তাই বলে শেখ হাসিনা সরকার যেভাবে জঙ্গি দেখিয়েছে সেটার ১০% ও না। তিনি জঙ্গি নাটক করেছেন ক্ষমতা পক্ত করতে, জনগনের দৃস্টি অন্য দিকে সরাতে।

উন্নয়ন অবশ্যই হয়েছে। তবে মানুষের অধিকার ব্যক্তিস্বাধীনতা, আয়ামীলীগের বিরোধীদের দেশ বিরোধী বলা, জঙ্গিবানিয়ে ফেলা, গুম, হত্যা, পঙ্গু করে ফেলা, মামলা হামলা কতে বিরোধীদের মাজা ভেঙ্গে দেওয়া এই সন্ত্রাসী কাজ মেনে নেওয়া যায় না।

ভারত, পাকিস্তানে এমন একই থিউরি চলে আসছে।

ইউরোপের কোন ভালো দেশে সভ্য দেশে এমন ভাবে ক্ষমতায় থাকতে বিরোধী মতকে এইভাবে দমন করে না এরা।

গত ১৭ বছরে আয়ামীলীগ সাইকোপ্যাথের দলে পরিনত হয়েছিলো।

যখন কোন নেতা কোন পুলিশ বা বাহিনিকে ব্যবহার করে তখন সেই সব অফিসারেরা নিজেদের সার্থৈ অন্যায় করতে থাকে এবং নেতারা তাদের সাপোট করে।

জনগনের জীবন নিয়ে খেলা রাজনিতি বন্ধ করতে হবে।

জনগনের হাতে ভোটের অধিকার ফিরে আসলে দলগুলি জনগনের জন্য কাজ করবে। দেশ দখল করে নিজের বাবা বা স্বামীর দেশ বা পাকি/ভাদা হয়ে কারুর এজেন্ডা বাস্তবায়ন করবেনা।

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:২৪

ক্লোন রাফা বলেছেন: ওয়াজকারিদের আপনার জঙ্গি মনে হয়‼️ তাছাড়া আপনি জঙ্গি দেখেন না ! বেশ ভালো , বুঝতে পারছি আপনার কাছে জঙ্গির অর্থ ধর্মের লেবাসধারি কিছু মানুষের চিত্র ।
একসাথে ৫০০স্থান্ বোমা হামলা আপনার কাছে স্বাভাবিক ছিলো। বাংলা ভাইয়ের বাহিনী পুরো উত্তরবঙ্গ তছনছ করাও খুবই স্বাভাবিক, গুলশানে বিদেশি সহ সকল মানুষের হত্যা খুবই স্বাভাবিক। ১০ ট্রাক অস্ত্রের চালান আসছিলো আপনাদের মত মানুষের জন‍্য! তালিকা দিতে থাকলে ১০০ পাতা হবে। এম্বেসেডরের উপর হামলা ছিলো আনন্দ উৎসবের অংশ।আওয়ামীলীগের নেতাদের টার্গেটে কিলিং ছিলো নিছক এক্সিডেন্ট!
জেলখানা ভাঙ্গা খুব সাধারণ ঘটনা, পুলিশ হত্যা করে জঙ্গি ছিনিয়ে নেওয়া কোন ব‍্যাপার না।সারে চারশো থানা ২শতাধিক ফাঁড়ি জ্বালিয়ে পোড়ানো ঠিকই আছে।।
সবকিছু করে দুধের শিশু। আপনার কাছে জঙ্গিবাদ বা জঙ্গির সংজ্ঞা কি বুঝে গেছি।

গুম খুনের কথা বলেন , মনে হয় লক্ষ লক্ষ ঘটেছে/ লিস্ট দিতে বললে ইলিয়াস আলী আর চৌধুরী আলম। আয়না ঘর বলেন যা থেকে বের হোতে দেখলাম ৪/৫জন রাজাকার। লক্ষ লক্ষ মামলা নাকি হয়েছে এখন দেখি ২০০ মামলা তুলে নেওয়ার পর আর কোনো মামলা খুঁজে পাওয়া যাচ্ছে না ‼️আমি বলবোনা আওয়ামিলীগ অন‍্যায় করে নাই। আমার সাথেও করেছে। তার একটিও সমর্থন করিনি বা করার কোনো কারন নেই।
আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলো বলেই আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া কিংবা ইরাক হয়নি বাংলাদেশ।বিএনপি ২০০৭ এ ক্ষমতায় থাকতে পারলে তখন বুঝতে পারতেন কোনদিকে যাচ্ছিলো দেশ।

ধন্যবাদ/ রাজাকার আর দখলবাজ নিয়ে ভালো থাকুন।

১০| ২১ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৫

নতুন বলেছেন: গুলশানে বিদেশি সহ সকল মানুষের হত্যা খুবই স্বাভাবিক। তালিকা দিতে থাকলে ১০০ পাতা হবে। এম্বেসেডরের উপর হামলা ছিলো আনন্দ উৎসবের অংশ।আওয়ামীলীগের নেতাদের টার্গেটে কিলিং ছিলো নিছক এক্সিডেন্ট!
জেলখানা ভাঙ্গা খুব সাধারণ ঘটনা, পুলিশ হত্যা করে জঙ্গি ছিনিয়ে নেওয়া কোন ব‍্যাপার না।সারে চারশো থানা ২শতাধিক ফাঁড়ি জ্বালিয়ে পোড়ানো ঠিকই আছে।।
সবকিছু করে দুধের শিশু। আপনার কাছে জঙ্গিবাদ বা জঙ্গির সংজ্ঞা কি বুঝে গেছি।


১০ ট্রাক অস্ত্রের চালান আসছিলো আপনাদের মত মানুষের জন‍্য! - দেশের জন্য না বরং ভারতে পাঠানোর জন্য, বিএনপি সাহাজ্য করছিলো চালান করতে, কোন কারনে ধরা পইড়া গেছে।

একসাথে ৫০০স্থান্ বোমা হামলা আপনার কাছে স্বাভাবিক ছিলো। বাংলা ভাইয়ের বাহিনী পুরো উত্তরবঙ্গ তছনছ করাও খুবই স্বাভাবিক, - এইটা তো সোঅফ, ক্ষতি করার ইচ্ছা ছিলো না বরং জঙ্গি আছে সেটা জানানোর জন্য, এমন নাটক অনেক কারনেই হয়ে থাকে।

হলিআর্টজানের হামলা আসল জঙ্গি হামলা। বাকি গুলার পেছনে রাজনিতিক উদ্দেশ্য বেশি। নাটক বেশি। .

আয়ামীলীগের চশমা পড়ে অনেক কিছুই দেখতে পাবেন না। সমস্যা নাই। আফসুচ করতে থাকুন।

দেশের দরকার এই সব রাজনিতিক স্টানবাজী বন্ধ করে দেশের জন্য কাজ করবে এমন নেতা। এমন দল। সেটা বর্তমানে দেশে নাই। দেখছিনা কাউকে।

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:২৯

ক্লোন রাফা বলেছেন: আওয়ামী লীগের চশমা পড়ে সব কিছুই ভুল দেখি আমরা/ কারন আওয়ামী লীগ মানুষ না। একমাত্র বাংলাদেশের মানুষ হইলেন আপনারা, ইমদু নামের এক সন্ত্রাসী যে মানুষ হত্যার পর মস্তক নিয়ে ফুটবল খেলে। জামাতের বিশ্ব বিখ‍্যাত রগ কাটা বাহিনী, টোকাই গ‍্যাং আর বর্তমান মব সন্ত্রাসী গেন্জি বাহিনী। আপনারা হইলেন আসিফ নজরুল আর ফরহাদ মজহারের মত কুবুদ্বিজীবি। যাদের চোখ দিয়ে আমরা বাংলাদেশ দেখতে চাই না।

শেখ হাসিনা ২০০৮-এ হাল না ধরলে আফগানিস্তান আর পাকিস্তানের পথেই যাইতেছিলো।আপনাদের কথা হইলো কাদম্বিনি যেমন মরিয়া প্রমাণ করেছিল। তদ্রুপ বাংলাদেশ’কে সিরিয়া হইয়া প্রমাণ করা উচিৎ ছিলো। ইনকিলাব বাংলাস্থান হইলো আপনাদের আদর্শের দেশ।

১১| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৫০

মাথা পাগলা বলেছেন: নতুন বলেছেন: হলিআর্টজানের হামলা আসল জঙ্গি হামলা।

একদম মনের কথা বলেছেন। জামাত-শিবিরদের মতো সন্ত্রাসীদের কণ্ট্রোলে রাখার জন্য হাসিনার দমন-পীড়ন নীতিরই দরকার ছিলো।

যদিও হাসিনার দমন-পীড়ন নীতিগুলার জন্য আজকে দেশের অবস্থা ১২ টা বেজেছে। খুব সম্ভবত ২০২৬~২৭ এ ২০০১~০৫ এর স্টাইলে দেশ ব্যাপী জংগী কার্যকলাপ শুরু হবে। পাকিস্তান থেকে এনজিও স্টাইলে গোলা-বারুদ-টাকা আসবে - ভারতে কে চিন্তায় রাখার জন্য। বিএনপির উচিত হবে ক্ষমতায় এসে জামাত-শিবিরকে পুরোপুরি ব্যান করা।

লীগে যারা অপকর্ম করছে শাস্তি দেয়া যাবে কিন্তু পুরোপুরি ব্যান সম্ভব না কারন কোন গ্রাউন্ড নাই। কিন্তু জামাত-শিবিরকে ব্যান করার গ্রাউন্ড আছে, তারা বাংলাদেশের জন্ম মানে নাই এখনো মানে না আর তারা গনতান্ত্রিক দেশে শরিয়তি আইন আনতে চায়।

ঝুলাই CIDI - ইহা একটি ক্যু ছিলো আবার হাসিনার পতনও দরকার ছিলো। বর্তমান কার্যকলাপের মাধ্যমে ঝুলাই যোদ্ধারা তো দেশের মানুষের সাথে বেইমানি করেছে। রাজাকার-সন্ত্রাসীদের পুনর্বাসন করেছে, এটিএম আজহারুলকে বাপ বলে ডাকে। নির্বাচনের পর লীগের সন্ত্রাসীরা যদি তাদের ধরে প্যাঁদানী দেয়, জনগন কি এসব যোদ্ধাদের বাঁচাতে এগিয়ে আসবে? বাংলাদেশের ইতিহাসে সব বেইমানদেরই করুন পরিনতি হয়েছে।

নতুন লালবরগুলা শুধু লীগের অপকর্মগুলাই দেখে আর মনে করে হিজবুইত্তা, রাজাকার, জামাত-শিবিরর, লস্করে তৈয়বা, আল-কায়দা এরা হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক =p~ =p~। বাস্তবে এদের অপকর্ম নিয়ে কথা বললে, সারা জীবন চলে যাবে কিন্তু কথা শেষ হবে না।

১২| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৫৯

মাথা পাগলা বলেছেন: @ক্লোন রাফা বর্তমান প্রেক্ষাপটে আপনার কথাগুলা ঠিক আছে। কিন্তু হাসিনার দোষ ছিলো এটা মানতেই হবে। এই যে এতোগুলা পোলাপাইন মরলো, যদি ধরেও নেই এগুলা লীগের কাজ ছিলো না। দেশের প্রধানমন্ত্রী হিসেবে পাবলিকলি উনার দুঃখ প্রকাশ করা উচিত ছিলো না? এমনকি আমি লীগের কোন নেতাকেও অনুশোচনা করতে দেখি নাই।

একটা ভোটকা ব্যাটা ছিলো, চুল মাঝখানে সিঁথি করে মনে হয়, সাদা চুল - আর কথায় কথায় ইংরেজি বলে। টেলিভিশনে এসে বলেছিলো তাদের এতো গোলা-বারুদ মজুদ আছে যা দিয়ে ৫ বছর গুলি করলেও শেষ হবে না। এতো রাগ কাদের উপর?

২২ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৩

ক্লোন রাফা বলেছেন: হাসিন যখন অনেক কাজ করেছে ভুল কিছু থাকবেই। এবং প্রতিটি ভুলের সমালোচনা করেছি তার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়।তার কাছে আমার কৃতজ্ঞতার ২/১টি কারণ বলি।
১ জন শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে রাজাকারের বিচার কখনোই হতো না/ আমরা মুজাহিদ, সা.কা মইত‍্যা রাজাকারের আস্ফালনের কথা ভুলি নাই ‼️এখন আবার সেই রাজাকারের বাচ্চাদের একই আস্ফালন দেখতেছি।
১ জন শেখ হাসিনা ব‍্যতিত বঙ্গবন্ধু হত্যার বিচার বাংলাদেশের মানুষ কখনো দেখতে পেতো না। বাংলাদেশের মাটি সবচাইতে ভারী যে লাশটি বহন করছে / তা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লাশ!
১ জন শেখ হাসিনা না থাকলে রাজাকার মুজাহিদের পাত্তা খেয়ে অপমানের এবং গ্লানির জীবন কাটাতে বাধ্য হইতো।
ঠিক আজকে যেমন জুতার মালা পরা মুক্তিযোদ্ধা দেখছি আমরা।
বিএনপি নিজেদের মুক্তিযোদ্ধার পক্ষ দল দাবি করে ‼️অথচ কোনো মুক্তিযোদ্ধার অপমানে কথা বলে না। এমনকি নিজের দলের মুক্তিযোদ্ধাদের পক্ষেও কথা বলেনা। বিএনপি একটি ক্ষমতা লোভী দল । ঠিক জিয়াউর রহমানের ক্ষমতালিপ্সু তারেক রহমান।

১৩| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ১:১৪

মাথা পাগলা বলেছেন:

ছবিটা প্রথম কমেণ্টে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.