নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

গািলব আসাদ

আমি ভাল হতে চাই।

গািলব আসাদ › বিস্তারিত পোস্টঃ

মানুষের মাথা ওয়ালা ঘোড়ার গল্প :-*

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

There was a time i used to log into সামু as i now check my emails so frequently.



ভৈরব রেল স্টেশন।

আশুগঞ্জ পাওয়ার প্লান্ট ঘুরে এসে কিশোরগঞ্জ এর ট্রেনের জন্য অপেক্ষা করছি। রাত ৯ টার ট্রেনে কিশোরগঞ্জ যাব। কিন্তু ট্রেন আসতে দেরি করছে। স্টেশনে পুরাতন কাঠের স্লিপার স্তূপ করে রাখা। আমার ভ্রমন সাথী একজন জীবন উপভোগকারী ব্যাক্তিত্ব। দুইজন কাঠের স্তূপের উপর শুয়ে আকাশ দেখছি আর গল্প করছি। পাশেই একটা জলাশয় ছিল, চাদের আলোর প্রতিফলন দেখছিলাম। আমার পাশের মানুষটি তার বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করছেন।







শুরু হল ভুতের কাহিনী দিয়ে। গ্রামে তার জানালা দিয়ে কয়েকটি পুকুর দেখা যায়। উনি মাঝে মাঝে পুকুরে কিছু একটা ঝাপ দেয়ার শব্দ শুনতেন। মাঝে মাঝে গাছের উপর আলো টিপ টিপ করে জলতেও দেখতেন।







সবচে ভয়ঙ্কর ছিল মানুষের মাথা ওয়ালা ঘোড়ার গল্প। একদিন কোন একটি খেলা রাতে টিভিতে দেখার কথা ছিল। যেহেতু তাদের বাসায় টিভি নেই /:), তাই তার বন্ধুর দর্জির দোকানে টিভিতে খেলা দেখার প্ল্যান করেছিলেন। দোকানটা মফস্বল শহরেই ছিল। রাত দুইটায় খেলা শুরু হবে, তাই সে বাসায় কাউকে না তুলে তার রুমে বাইরে থেকে তালা দিয়ে বের হয়ে গেলেন। কিছুদুর যাওয়ার পর বেশ কয়েকটা শিয়ালের খপ্পরে পড়লেন। শিয়াল গুলি তার দিকে জলজল দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। গ্রামের ছেলে হওয়ায় বেশি একটা ভয় পেলেন না। এরপর দোকানের কাছাকাছি চলে আসার পর বাজারের মধ্যে সে কিছু কিছু ঘটার পূর্বাভাস পেলেন। কেমন যেন সব চুপ চাপ হয়ে গেল। কানে দূর থেকে মেয়েদের পায়ের ঝুন ঝুনির আওয়ার পেতে লাগলেন, ক্রমশই আওয়াজটা তার দিকে আসছে। এর মধ্যে সে দোকানের সামনে পৌঁছে গেলেন। কিন্তু আওয়াজটা তার দিকে জোরালো হচ্ছে।

সে তার বন্ধুকে কয়েকবার ডাকলেন, কিন্তু কোন সাড়া পেলেন না। দরজায় নক করেও কোন সাড়া পেলেন না। এর মধ্যে আওয়াজটা তার দিকে প্রায় চলে আসছে। সে বুঝতে পারছে যে তার ডাকাডাকি কেন যেন তার বন্ধু বা অন্য কেউ শুনতে পাচ্ছে না।



সে ভয় পেয়ে গেল। সে দেখতে পেল মানুষের মাথাওয়ালা অতিকায় একটা ঘোড়া সদৃশ কোন জন্তু তাকে অতিক্রম করে গেল। সে আর ভয় পেলে গেল। এদিকে তার ডাকাডাকি যেন শুনছেই না তার বন্ধু। সে হাল ছেড়ে দিল। আর বুঝতে পারলেন, something wrong. তার এখানে আর থাকা ঠিক হবে না। সে দ্রুত পায়ে বাড়ির দিকে হাটা শুরু করলেন।



পরবর্তীতে মুরুব্বিদের এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তারাও ঐ এলাকায় এ ঘোড়া সদৃশ জন্তুর উপস্থিতির কথা স্বীকার করে।

উল্লেখ্য তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

অপূর্ণ রায়হান বলেছেন: আতঙ্কজনক !!!! :-&

ভালো থাকবেন :)

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮

গািলব আসাদ বলেছেন: আপনিও ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.