| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেম চেঞ্জার
আগামীকালের দিনটা বাকি আছে। না? ধুর!! আগামীকাল কি হবে ঐটা নিয়া তো যথেষ্ট তথ্য নাই বোকা । ঐটার জন্য হা করে তাকাস না । ঐটা রহস্য । গত হয়ে গেল যে দিনটা ঐটা ইতিহাস । ঐটা নিয়া পড়ে থাকলে চলবে ?? তবে জেনে রাখ আজকে যে দিনটা চলে যাবে এটাই তোর পালা। সো বুঝে নে কি করা দরকার ☺ ☺........... ░░░░░░░░░░░░░░░░░ (gamechangerbd.blogspot.com)

চলার পথে কতকিছুই না দেখা যায়। মাঝে মধ্যে কিছু পাওয়া যায় যেগুলো দেখলে না হেসে পারা যায় না! হাঃ হাঃ হাঃ আসুন আজ তেমনই কিছু অসংগত কিংবা মজার ছবি দেখি!! যেগুলো দেখলে নিঁখাদ বিনুদন পাওয়া যাবেই। অবশ্য একটা ছবিও আমার তোলা না। সবগুলাই কমবেশি ফেসবুক থেকে কালেক্ট করা।
✈ বাংলা লিঙ্গ পাওয়া যায়!!
✈ সিলটি ফিলিংস
✈ আমাগোর কেকা আপায়... ![]()

✈ ডাইরেক্ট পুষ্টিগ্রহণ
✈ ব্যাচেলররা হাত তুলেন দিকি.... ![]()

✈ বিয়াত্তারা হাত তুলেন, কার কার ঝামেল্লা আছে
![]()

✈ এই জিনিস খাইবেন নাকি?
✈ উনারে একটা ভোট দিয়া আসেন...
✈ কি বুগলেন??
✈ হায়রে দুর্ভোগ!! এই অসহায় পোলাপানরে থইয়া কেম্নে পারল এই মহিলা??
✈ রবিন্দ্রনাথ ঠাকুর ইজ ব্যাক (এই শেষ, আর স্ক্রল করতে হবি না
)
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৯
গেম চেঞ্জার বলেছেন: হাহাহা হাহা হা হাহাহাহাহাহা হাহাহা হাহাহা হাহাহাহাহাহাহাহাহা ![]()
২|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮
সুমন কর বলেছেন: যদিও এ ধরনের পোস্ট ফেবুতেই ভালো লাগে। তবুও মজা পেলাম।
+।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪১
গেম চেঞ্জার বলেছেন: মাঝে মধ্যে এইসব দেয়াও যায় ![]()
৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। সবচেয়ে ভালো লাগলো 'বাংলা লিঙ্গ'। এই বাংলা লিঙ্গ কোম্পানি আমার লগে দুই নম্বরি করছে।
ধন্যবাদ ভাই গেম চেঞ্জার।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ ![]()
৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৪
ধ্রুবক আলো বলেছেন: ব্যপক বিনোদন
ধন্যবাদ আপনাকে
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫০
গেম চেঞ্জার বলেছেন: এইসকল পোস্টে ধন্যবাদ দিলে গোনাহ হয় ![]()
৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা
ফানি বটে
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬
গেম চেঞ্জার বলেছেন: ফানি + বিপদজনকও বটে ![]()
৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৮
বিলিয়ার রহমান বলেছেন: হাত তুললাম গেমু ভাই।
বউ শ্বাশুড়ীর ঝামেলা মিটাইবার বই খানা খুবই দরকার। কবে দিবেন বলেন।(অধীর হইয়া বসিয়া থাকার ইমো হবে)
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬
গেম চেঞ্জার বলেছেন: বাংলাবাজারে ঢুকবার আগেই পাইবেন ![]()
৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩
তাজবীর আহােমদ খান বলেছেন: ১,৮ আর ১০ নং-পুরাই এপিক
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ আমার কাছে পয়লাটাই বেস্টু!! ![]()
৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫
শায়মা বলেছেন: হাসতে হাসতে মারা গেছি গেমুবেবি!!!!!!!!
হাহাহাহহাহাহা
প্রথম ছবিটা দেখে মনে হলো তুমি আজকাল বেশি পাজী হইসো!!!
আর মায়মুনা বুয়ার নিখোঁজ সংবাদ জিনিভাইয়ারা দিসিলো জানো??? বিশ্বাস না হয় ভাইয়াকে জিগাসা করে দেখো!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১
গেম চেঞ্জার বলেছেন: //প্রথম ছবিটা দেখে মনে হলো তুমি আজকাল বেশি পাজী হইসো!!!//
আমি তো অনেক আগে থেকেই পাজী!!!!!!!!!!!!!!!!!!!!!
বিশ্বাস হবে না মানে! আলবৎ হবে!!
৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
শায়মা বলেছেন: তবে আমার রবীন্দ্রনাথকে নিয়ে ফাজলামী চলিবেক না!!!!!!!!!
নারকেলের ফলটা দেখে মুগ্ধ হলাম!!!
ভুলেই গেছিলাম এর ভেতরের মায়াবী স্পঞ্জী ভাবটার কথা!!!!!!!![]()
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪
গেম চেঞ্জার বলেছেন: রবিন্দ্রনাথকে নিয়া আমি কিসু করি নাই! ![]()
নারকেল আমার অন্যতম ফেভারিট!!![]()
১০|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১
মার্কো পোলো বলেছেন: হাহাহা। ভাই, মজা পেলুম।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৫
গেম চেঞ্জার বলেছেন: ![]()
১১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫
হাসান মাহবুব বলেছেন: ![]()
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৬
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ
১২|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৯
জেন রসি বলেছেন: আইজকা মনে হইতাছে চরম মুডে আছেন।
এক দিকে লিঙ্গ পাওয়া যায়!!! আরেক দিকে লিঙ্গ কাটার হুমকি!
জাতি বড়ই ডিলেমার মধ্যে আছে। ![]()
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮
গেম চেঞ্জার বলেছেন: আপনে তো ধইরা ফালাইসেন দেকি!!!! হ্যহ হ্যহ হ্যহ
এইসব শলমের কথাবার্তা হুনলে জাতি লুদ্দা পায় তো!! ![]()
১৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৯
শামচুল হক বলেছেন: ব্যাপক মজা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯
গেম চেঞ্জার বলেছেন: আ গেয়া ![]()
১৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭
জেন রসি বলেছেন: শায়মা আপু কথা সত্য বলেছেন। প্রায়ই খালা নির্বাসনে চইলা যাইত। তখন আমরাও স্বেচ্ছা নির্বাসনে যাইতে বাধ্য হইতাম। ![]()
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ আমি তো ভাবসিলাম এইটা একটা এড!!
কাজ হইসিলো নাকি হুদাই পয়সা+মেধা ব্যয় হইসে!!
১৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩
শায়মা বলেছেন: আর তখনই না তুমি এই নিখোঁজ সংবাদ দিসিলা ভাইয়া!!!!!!!!!!!
@ জিনিভাইয়া!!!!!!!!!!!!!!!!
দেখছো আমি আকাশ থেকে সবই দেখছি!!!!!!!!!!
আমি সবই জানি!!!!!!!!! হি হি হি
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৫
গেম চেঞ্জার বলেছেন: আবহাও্যা রিপোর্টে দেখলাম আকাশে তো ঐ সময় কালু কালু মেঘ আছিলো!!
জানতে পারলেই হইলো!!
১৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩
মেহেদী রবিন বলেছেন: মায়মুনা বুয়া এপিক। মজা পেয়েছি
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
১৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮
জেন রসি বলেছেন: @ শায়মা আপু
মাউন্ট এ্যাভারেস্ট জয় করতে গিয়ে অনেকেই অক্সিজেনের স্বল্পতায় সারভাইভ করতে পারে নাই। সেখানে আপনি কেমনে আকাশে থাকেন?
গবেষনা করা দরকার। ![]()
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৪
গেম চেঞ্জার বলেছেন: আমার মনে হয় শায়মাপু কেবল কল্পনায় বিভোর হয়ে থাকেন, লজিক/সায়েন্টিফিক ফ্যাক্টগুলো ফু দিয়ে উড়িয়ে দিয়ে নিজে অস্থির হয়ে যান!! ![]()
১৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯
আহলান বলেছেন: সিরাম!! ±++++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ
১৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৪
শায়মা বলেছেন: আমি অক্সিজেন খাইনা
আমি চাঁদ তারা খাই!!!!!!!!
দেখোনা দিন দিন চাঁদ কেমন ছোট হয়ে যাচ্ছে ভাইয়ু জিনি!!!!!!!!!!! ![]()
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
গেম চেঞ্জার বলেছেন: হুমম-
কেউ একজন বলেছে আসমানে খালি পরীরা থাকে না প্রেতাত্মাও থাকে। তারা নাকি একবার রবি বাবুরে ভয় দেখাইছিল, যাদের মধ্যে একজনকে সে এখানে দেখতে পাইতেছে!! B:-)
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
গেম চেঞ্জার বলেছেন: চাঁদতারা খেতে হইলে তো ব্লাকহোল হইতে হয়!! B:-)
২০|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১
শায়মা বলেছেন: কে বলছে !!!!!
শুধু একবার নাম বলো!!!!!!!
আসমান থেকে আসমানী তারকা তার মাথায় ফেলে দেই!!!!!!!!!
তখনই বুঝবে কত ধানে কত তারা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৩
গেম চেঞ্জার বলেছেন: নামটা না হয় অ্যাসিউম করে ফেল একবার!! ![]()
বেচারা!!!!
২১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১
কানিজ রিনা বলেছেন: খুব ভাল হয়েছে তাই ভূতের হাসি ইইইইই হি ইইইইি হি।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৪
গেম চেঞ্জার বলেছেন: ভাল হয়েছে! ওরে বাপ্পস!!
২২|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪
সাহসী সন্তান বলেছেন: আইন ভঙ্গ করার মধ্যেও কিন্তু একধরনের মজা আছে গেম্ভাই? আমি ভাবতেছি নিজেরটা হারানোর আগে যদি প্রথম ছবিটা দেখতে পাইতাম তাহলে আর পয়সা খরচা না কইরা আইন ভাংতাম! তাইলে ফাও একটা কিছু হইয়া যাইতো...... ![]()
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৫
গেম চেঞ্জার বলেছেন: আইন ভাঙার মজা লুটতে চাই না। আপনে কি ডিম্ব হারাই ফেলসেন!! ![]()
২৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩
সাহসী সন্তান বলেছেন: ধুরঅ মিয়া, ডিম্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট অব মাই জীবন! উহা হারাইলে ইহকাল পরকাল সবই বরবাদ হইয়া যাইবেক!
আইনতো সব সময় একই গতিপথে চলে, মাঝে মাঝে হোঁচট খাইয়া যদি ইস্টিয়ারিং ঘুরাইয়া ভিন্ন পথে চলতে চায় তাইলে তারে চলতে দিতে হয়! এই আমার ব্যাপারটাই ভাবুন..... ![]()
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪১
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
আইন একই গতিতে চলে না। আইন কিন্তু কর্তার মর্জিতে চলে!!
২৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪
মনিরা সুলতানা বলেছেন:
![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪
গেম চেঞ্জার বলেছেন: ![]()
২৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৮
অরুনি মায়া অনু বলেছেন: হা হা হা মনটা খুব খারাপ ছিল, কিন্তু এটা দেখে না হেসে পারলামনা। ধন্যবাদ আপনাকে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৫
গেম চেঞ্জার বলেছেন: আরেকটু এটেনশন দিয়ে দেখেন!! আরো মজা পাবেন!! ![]()
২৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৫
ভাইরাস ব্যাকটেরিয়া বলেছেন: কেঁচি আর মুরগির ডিমের ছবিটা মজার ছিল। আচ্ছা নুনু ভাই কি শেষ পর্যন্ত ভোটে জিততে পেরেছেন??
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৮
গেম চেঞ্জার বলেছেন: //কেঁচি আর মুরগির ডিমের ছবিটা মজার ছিল//
মুরগির নারে ভাউ! ঐটা মুরগির না!!
//নুনু ভাই কি শেষ পর্যন্ত ভোটে জিততে পেরেছেন??//
এইটা জানতে হলে চোখ রাখুন ব্লগের পাতায়!! ![]()
২৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৩
খোলা মনের কথা বলেছেন:
ভোট দেওয়ার জন্য হাত তো চুলকায় ভাইয়ু.....
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৮
গেম চেঞ্জার বলেছেন: তাইলে ভোট দিয়া আহেন!!
![]()
২৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১২
কবীর বলেছেন:
![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২০
গেম চেঞ্জার বলেছেন: ![]()
২৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৭
জেন রসি বলেছেন: ২৬ নং কমেন্ট পইড়া
এই পোস্ট দিয়া ভালোই বিনোদন দিছেন আজকে। মাঝে মাঝে এই টাইপ পোস্টের দরকার আছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২১
গেম চেঞ্জার বলেছেন: আসলেই! পাবলিকের দরকার হরেক রকম মজা!!
আচ্ছা ২৬ নং কমেন্ট নাকি আনসার? ![]()
৩০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৪
জেন রসি বলেছেন: কমেন্ট আর আনসার দুটোই। ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৮
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ চাঁদগাজী ভাইকে এই পোস্টে আমি মিস করছি!!
আর ফেসবুক থেকে ছুটি নিয়েছেন মনে হয়! ![]()
৩১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার বিনোদন ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ ![]()
৩২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৪
ফেরদৌসা রুহী বলেছেন: এইসব মজার মজার ছবি আগে আমি অন্য ব্লগে খুব দিতাম। আপনার পোস্ট দেখে সেসব দিনের কথা মনে পড়ে গেল।
মজার পোস্ট।।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯
গেম চেঞ্জার বলেছেন: দু-একটার লিংক দিলে বড়ই কৃতার্থ থাকতাম! ![]()
৩৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৫
নিহত ভবিষ্যৎ বলেছেন: আইচ্ছা রবীন্দ্রনাথ যদি ব্যাক আসে তাহলে কি উনি আমাদের সাথে এই ব্লগে ব্লগিং করবেন????
ব্যাপক হাসলাম
![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০
গেম চেঞ্জার বলেছেন: অলরেডি উনি একাউন্ট করে কয়েক জায়গায় হাজিরা দিয়া দিসেন! ![]()
৩৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৯
ব্লগ সার্চম্যান বলেছেন:
✈ বাংলা লিঙ্গ পাওয়া যায়!!
![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩
গেম চেঞ্জার বলেছেন: ![]()
৩৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৩
রাবেয়া রাহীম বলেছেন: গেমু ভাইয়া এত বুদ্ধি লইয়া কেম্নে ঘুমাও ----হাহহাহহাহা--- হাসতেই আছি।
নিখোঁজ সংবাদ আর রবিন্দ্রনাথ ঠাকুর ইজ ব্যাক <<<< বেশী হাসছি ।
অনেক ধন্যবাদ ভাইয়া মন খুলে হাসানোর জন্য।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪
গেম চেঞ্জার বলেছেন: হাহ হাহ হা হা ![]()
৩৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫১
মাদিহা মৌ বলেছেন: হাহাহাহা!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮
গেম চেঞ্জার বলেছেন: ![]()
৩৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন: পরথমটা নিঃসন্দেহে পরথম.........পোরা পোষ্ট এক্কেরে ফাটিফাটা হইছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯
গেম চেঞ্জার বলেছেন: আপনারে পাইয়া মনে হইলো এই পোস্ট ফানে ফানে ফিলেড আপ হইলো মাত্তুর!!!!!! ![]()
৩৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: নারকেলের খোমা আমার বড় প্রিয় জিনিস।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯
গেম চেঞ্জার বলেছেন: আহঃ মিছাইতেছি সেইসব দিনগুলা!! ![]()
৩৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: নুনুরে ভোট দেওয়া মানে তো নিজেরেই ভোট দেওয়া নাকি!! একটা ভোট দেওন লাগবই লাগব ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩
গেম চেঞ্জার বলেছেন: আপনার লদদা শলম নাই?
![]()
৪০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৪
জনৈক অচম ভুত বলেছেন: খাড়ান আগে হাইসা লই। ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
গেম চেঞ্জার বলেছেন: লন লন!! ![]()
৪১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৬
শামছুল ইসলাম বলেছেন: হা..হা..হা.....
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪
গেম চেঞ্জার বলেছেন: ![]()
৪২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪
প্রামানিক বলেছেন: হাসতে হাসতে মরে যাওয়ার অবস্থা- - -
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫
গেম চেঞ্জার বলেছেন: ![]()
৪৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০০
পথহারা মানব বলেছেন: কোনটা তুইয়া যে কোনটা নিয়া হাসুম বুইঝবার পারতেছি না!!!!!!!!
ফেসবুকের কমেন্ট এত মজা লাগে না, কিন্তু আজকে ৯,১২, ২২, ২৩,২৭ কমেন্টগুলা পইরা হাসতে হাসতে শেষ
ঐ কারও লাফিং গ্যাস লাগলে আমর তন নিয়া যা!!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১
গেম চেঞ্জার বলেছেন: লাফিং গ্যাস আমার কাছে। আপনার থন নিবো ক্যান? ![]()
৪৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৪
পথহারা মানব বলেছেন: @ ভাইরাস ব্যাকটেরিয়া বলেছেন: কেঁচি আর মুরগির ডিমের ছবিটা মজার ছিল।
মুরগির ডিম!!!!!............হা হা হা..........
![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২
গেম চেঞ্জার বলেছেন:
![]()
৪৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২
একটি পেন্সিল বলেছেন: মজা পাইছি
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩
গেম চেঞ্জার বলেছেন: ![]()
৪৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
নীলপরি বলেছেন: উফফ । মন্তব্যের ভাষা খুঁজে পাচ্ছি না ।
![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ ![]()
৪৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: মনটা ভালো না; এর মধ্যে গেম্ভাইয়ের বিনোদনমূলক ফটো ব্লগ দেখে বেশ মজা পেলাম ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬
গেম চেঞ্জার বলেছেন:
মনডা ভালা হইয়া যাউক! ![]()
৪৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৮
হাতুড়ে লেখক বলেছেন: ভাল্লাগে নাই।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
গেম চেঞ্জার বলেছেন: এইডা ভালা লাগার মতো কিসসু না রে পাগলা ![]()
৪৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮
শায়মা বলেছেন: আবার হাসতে আসলাম!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯
গেম চেঞ্জার বলেছেন: হাসলে হার্ট ভাল থাকে!! ![]()
৫০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬
পথহারা মানব বলেছেন: @ শায়মা....আপুমনি এখানেতো বাচ্চাদের প্রবেশ নিষেধ ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯
গেম চেঞ্জার বলেছেন: আপনার কারণে আমি ভয়ানক বিপদে আছি মিয়া!!
![]()
৫১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১০
গেম চেঞ্জার বলেছেন: অনেক দিন পর!!!
৫২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২
কাছের-মানুষ বলেছেন: হা হা চমৎকার সব কালেকশন ।
সবগুলোই ইউনিক । বাংলালিঈ আর প্রথম যেটা দিছেন সেটাতো মারাত্বক হইছে ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩
গেম চেঞ্জার বলেছেন: মনডা ভালা হইয়া যাউক!! কি কন। ![]()
৫৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪
বেচারা বলেছেন: ভাল কালেকশান ছিল। চালিয়ে যান। ক্রিটিক্যাল লেখাও লিখুন।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৬
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ তথাস্থু!
৫৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫
ভ্রমরের ডানা বলেছেন: রংগে রঙিলা মম বংগদেশ! হাসিতে হাসিতে কাশিয়া দিয়াছি!
![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ ঈদের শুভেচ্ছা!!
৫৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪
ভ্রমরের ডানা বলেছেন: গেমু ভাইয়ের মার্কা
টিউবওয়েল মার্কা!!
টিউবওয়েল দেখিয়া,
ভোট দিবেন ঠাসিয়া!!
ভাই, ইদের শুভেচ্ছা!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২
গেম চেঞ্জার বলেছেন: আমার মার্কা নআই!! আমি কি আর খাড়া হইসি নাকি!!
![]()
৫৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫
ভ্রমরের ডানা বলেছেন: আপনি খাড়া না হইলেও আপনাকে আমরা খাড়া করিয়া দেব!
মার্কা হইবেক টিউবওয়েল!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭
গেম চেঞ্জার বলেছেন: আপনে তো ভালা পাবলিক না!!
ষড়যন্ত্র কইরতাসেন! আমার বুঝি শলম করে না!! ![]()
৫৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
রাবেয়া রাহীম বলেছেন: সকাল সকাল আরেকবার হাসার জন্য ভাইয়া । ফেসবুকে যখন দেখি তখন এতো আনন্দ পাই নাই।
তুমি এক সাথে দিয়ে দারুন মজার কাজ করছো। হিহিহিহিহু
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ![]()
আমি কতো যে হাসছি!!!!!!!!!!!!!!!!!!!!! ![]()
৫৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন:
প্রচন্ড তেষ্টা পাওয়াতে অবশেষে রবি ঠাকুর সেভেন আপ খেতে বসে গেছেন
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ প্রামানিক ভাউ নাকি সেভেনআপ এটটুক খাইয়া এরপরে দিসিলো
![]()
৫৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার পোষ্ট দেখিয়া রবি বাবু বললেন,
" বড়ই আনন্দরে বাছা প্রকৃতির ডাকে বসে,
তারপর ফুটোগুলি দেখি দাত মোর গেল খসে।
বলি এই ছবি তো টসটসে,
কই পেলি বল, নয় চড় দেব কষে।"
আপনার পোষ্ট দেখিয়া রবি বাবু বললেন,
" বড়ই আনন্দরে বাছা প্রকৃতির ডাকে বসে,
তারপর ফুটোগুলি দেখি দাত মোর গেল খসে।
বলি এই ছবি তো টসটসে,
কই পেলি বল, নয় চড় দেব কষে।"

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯
গেম চেঞ্জার বলেছেন: আপনে বুড়া বয়সে এই টাইপ হইয়া যাবেন! অভিশাপ দিলাম!! ![]()
৬০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জেন রসি বলেছেন: আইজকা মনে হইতাছে চরম মুডে আছেন।
এক দিকে লিঙ্গ পাওয়া যায়!!! আরেক দিকে লিঙ্গ কাটার হুমকি!
জাতি বড়ই ডিলেমার মধ্যে আছে। ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২১
গেম চেঞ্জার বলেছেন:
হাঃ হাঃ হাঃ আপনার এত ভয় কেনু? ![]()
৬১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫০
গেম চেঞ্জার বলেছেন: হাহাঃ ![]()
৬২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০
ফরহাদ মেঘনাদ বলেছেন: শুধু ছবি দিয়েও এমন চরম পোস্ট লেখা যায় এ পোস্ট না দেখলে জানতাম না ভাই।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ মজা নিতে থাকুন ![]()
৬৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৪
বিলুনী বলেছেন:
পোস্ট সাথে মজাদার কমেন্টগুলি দেখে ব্যপক হাসলাম, হার্টের মৃদু সমস্যাটা মনে হয় কেটেই গেছে।
ধন্যবাদ ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১০
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ![]()
৬৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩০
ডঃ এম এ আলী বলেছেন:
এই বিনোদনের পোস্ট যে শরতের তালের পিঠার থেকেও বেশী মঝাদার হয়ে গেছে
অনেক দিন পরে মন খুলে হাসলাম । ছবি সংগৃহীত হলেও ক্রিয়েটিভিটি ও ক্যাপশন
সংহতি উচ্চমাত্রার প্রসংসার দাবী রাখে।নিখোঁজ সংবাদের প্রক্ষিতে কবিগুরুকেও ফিরে
পাওয়ায় আনন্দিত হলাম । ভোটা ভোটির ফটোটাও মন্দ নয় । একটা ব্যপার ভাল
লাগল সায়মা আপুর হাসি চলতেই থাকবে, আমরাও মঝার মঝার কথা শুনব । ঈদে
বাড়ী যাওয়ার আগে মাঝে মাঝে এসে আরো একটু হাসিয়ে গেলে খুশী হব।
শুভেচ্ছা রইল
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
ঠিক আছে!! ![]()
৬৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৪
শেয়াল বলেছেন: খিকজ
![]()
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ
৬৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন: আমি আবার আইলাম দেখতে কারা হাসে আর কাদের ঘোমড়া মুখ ![]()
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২০
গেম চেঞ্জার বলেছেন:
গোমড়া মুখ হওয়ার কুনু চান্স নাই!!
৬৭|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫
চাঁদগাজী বলেছেন:
এসব তো সাহিত্যের থেকেও বড়, কোন কবিতা কিংবা গল্পে এত পাঠক দেখছি না।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
গেম চেঞ্জার বলেছেন: পাবলিকের দরকার বিনুদন!! ![]()
৬৮|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪০
সাদা মনের মানুষ বলেছেন: 
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪২
গেম চেঞ্জার বলেছেন:
আমার ঝুলিতেও আছে
![]()

৬৯|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: 
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭
গেম চেঞ্জার বলেছেন:
![]()
৭০|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: মজ্জাই মজা ...
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭
গেম চেঞ্জার বলেছেন: ![]()
৭১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ব্যপক বিনোদন হইছে ! পোস্ট ভালো লাগল ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩
গেম চেঞ্জার বলেছেন: ![]()
৭২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২
আরণ্যক রাখাল বলেছেন: sarcasm নামের একটা পেজ আছে। লাইক। দিয়েন 
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ লাইক দিসিলাম! ওরা বেশি পোস্ট দেয় বলে আনলাইক করে দিসিলাম!!
৭৩|
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫০
চিন্তিত নিরন্তর বলেছেন: কয়েকটা ছবিতে ব্যপক মকা পাইছি।
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২০
গেম চেঞ্জার বলেছেন: ![]()
৭৪|
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: না হেসে পারলাম না....
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৯
গেম চেঞ্জার বলেছেন: ![]()
৭৫|
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
![]()
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬
গেম চেঞ্জার বলেছেন: ![]()
৭৬|
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ইউর এক্সেলেন্সি আই হ্যাভ হ্যাড হিউজ এমিউজ! খুব খুব ভালো লাগলো আপনার এমিউজিং পিক পোস্ট! মনটাই ভালো হয়ে গেল।ধন্যবাদ।
সাথে অগ্রীম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭
গেম চেঞ্জার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা!!
শুভকামনা!
৭৭|
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৪
গেম চেঞ্জার বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা!! ![]()
৭৮|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪১
ডঃ এম এ আলী বলেছেন: 
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫০
গেম চেঞ্জার বলেছেন: ঈদের শুভেচ্ছা জানবেন!! ![]()
৭৯|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: ![]()
৮০|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৭
সজুসজীব বলেছেন: ![]()
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৭
গেম চেঞ্জার বলেছেন: ![]()
৮১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কেকা খালামণির রান্নার ছবিটা এপিক!!! বাকিসব উচাম হইছে। ![]()
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
গেম চেঞ্জার বলেছেন: চখাম কমেন্টো!! ![]()
৮২|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩
পবন সরকার বলেছেন: ছবি দেখে তো হাসতে হাসতে জান শেষ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
গেম চেঞ্জার বলেছেন: নাহঃ শেষ না করাই উচিত!! ![]()
৮৩|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬
আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,
এতো জোশ যে আমি আর কিছু বলার চান্স পেলুম না ।
তবে ব্লগের ভালো লেখার খরার ভেতরে মাঝে মাঝে এমুন বিনুদুন অনেকটা স্বস্তি দেয় এটা ভেবে যে খানিকটা সময় তো ভালো কাটলো হা....হা...হা.... করে হেসে হেসে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪২
গেম চেঞ্জার বলেছেন: ম্যালাদিন পরে আপনারে পাইসি!!
ঈদি মোবারাক!! ![]()
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
হাবিব বলেছেন: হাহাহাহাহাহাহা