![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীকালের দিনটা বাকি আছে। না? ধুর!! আগামীকাল কি হবে ঐটা নিয়া তো যথেষ্ট তথ্য নাই বোকা । ঐটার জন্য হা করে তাকাস না । ঐটা রহস্য । গত হয়ে গেল যে দিনটা ঐটা ইতিহাস । ঐটা নিয়া পড়ে থাকলে চলবে ?? তবে জেনে রাখ আজকে যে দিনটা চলে যাবে এটাই তোর পালা। সো বুঝে নে কি করা দরকার ☺ ☺........... ░░░░░░░░░░░░░░░░░ (gamechangerbd.blogspot.com)
সামুতে কিছুদিন আগেও ভালো বিনোদন পোস্ট আসতো। কয়েকদিন হয়ে গেল সেটা যেন কমে গেছে মনে হলো। আমি ব্যাপারটা লক্ষ্য করে দেখলাম(ঠিক তা না, ভুলেই গেছিলাম পেটচিন্তায়। পরে রাবেয়াপু'র কথায় + ছবিগুলো পেয়ে মনে হয়েছে), এখন একটা ফানি ফটো ব্লগ দেয়াই যায়!!
আগেই ডিসক্লেইমারিংঃ এই পোস্টের ছবির কোন কৃতিত্ব এই অভাগার তো নাই-ই বরং সব কাজকর্ম ফেবুর আকালপক্ষ পোলাপাইন্নার। আর অবশ্যই অবশ্যই রাবেয়া আপুরও কোন দায় নাই!!!!!!!!!!!!!!!!!!
১। ফেবুর মহান গোবেষক লেগেন্দ পোলাপানেরাঃ
২। ক্যাপশন চাইলে পিডা দিমু
৩। ক্যাপশন চাইলে খপর আছে কইলাম!
৪। এই-ই ঠিক আছে রে!!!!!!!!!!
৫। ও মনু! অন কিতা কইমু রে আমি!!!!!!!!!!
৬। আর্টিস্ট সাহেবের মনোবাঞ্ছা পূর্ণ হইলো তাইলে!!!!!!!
৭। এটটুক ভুল, মিনিং পুরাই ডিফরেন্ট!
৮। আরেঃ আসুন দলে দলে যোগ দিয়ে অশেষ সোয়াব হাসিল করি গে!!!!!!!!!!!
৯। সঠিক একখান পিস বানাইছে মাশাল্লা!!
১০। মমমমমম শক্ত হও বাছা আরো আরো........
১১। ক্যাপশন তো লাগার কথা না!!!!!!!!!!!!!!!
১২। চুরি করবা? করো অখন
১৩। মাশাল্লা চরম মাত্রার ফটোগ্রাফি!!!!!!!!!!!!!
১৪। আসেন, বাচ্চা পোলাপান কার কার আছে হে!!!!!!!!!!!!!!!!!!
১৫। জিনিসটা ভাইরাল হইয়া গেছে, টিপ মারতে এসেই গেল, কি করাম!!!!!!
১৬। জিনিস-টা বুঝতারলে উকে
১৭। দুইটাতেই ব্যাপার বেশি গ্যাপ নাহঃ
১৮। এই ঠিক্কাছে!!!!!!!!!!! আমি নিজেও ভাবতারিনি পশুপক্ষীও এত কুল ডুড ক্রেযি হইত্তারে!!!!!!!!!!!!!!!!
১৯। পইড়া আমি থ!!!!!!!!!!!!!!!
২০। দল + লীগের নোটিশ!!!!!!!!!!!! সো, সাবধান!!!!!!!!!!!!!!!!!!!
শেষের এইটা ভাল করে পড়েন, না পড়লে মাথার উপর দিয়াই যাইবো!!!!!!!!!!!!!!!!!
(দ্রঃ গতকাল যারা পোস্টটা দেখেছিলেন, কিন্তু সরানোতে বিরক্ত হয়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।)
০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
গেম চেঞ্জার বলেছেন:
২| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
নতুনত্ব আছে, জোর করে হাসতে হয়নি!
০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
৩| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১১
প্রামানিক বলেছেন: পরিচয় পত্র কি অরিজিনাল? ধন্যবাদ মাজাদার পোষ্টের জন্য।
০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
গেম চেঞ্জার বলেছেন: কিসের অরিজিনাল.... এইটা ফেইক!!
৪| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
মনিরা সুলতানা বলেছেন:
০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
৫| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন:
০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
জাতি আপ্নারে পাইসে তাইলে!!!!!!
৬| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
সাদা মনের মানুষ বলেছেন:
এতো এতো গেয়ানী লুক ফেবু ছাড়া কোথাও পাওয়া যাইবোনা নিশ্চিৎ
০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
গেম চেঞ্জার বলেছেন: ঠিক কতা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৭| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:০১
আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,
গত ক'দিন না হেসে, মুখ গোমরা করে ব্লগ পোস্ট পড়ার স্বাদ অনেকটা চেঞ্জ হলো এটাতে ।
একা একা হাসলুম অনেকক্ষন ..................
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৭
গেম চেঞ্জার বলেছেন: হাসতে হাসতে মুখ এতো ব্যাকা হই গেসিলো নাকি!
৮| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। এইগুলো কই পান?
তবে, শেষেরটাতে যেই মজা পাইলাম তা সেইরকম
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪২
গেম চেঞ্জার বলেছেন: এইগুলা ফেবুতেই বেশি পাওয়া যায় ভাই!
মজা পাওয়ায় আমারও দারুণ লাগছে।
৯| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫১
নাগরিক কবি বলেছেন: ৩ ৫ ৬ ৯ ১০ ১৯
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫২
গেম চেঞ্জার বলেছেন: বাকিগুলা কি হাসির না!!!!!!!!!!!!!!
১০| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৪
জুন বলেছেন: গতকাল পোষ্টটা সরিয়েছিলেন কেনো গেম !! লেখায় কোন পরিবর্তন তো চোখে পড়লো না
মজার পোষ্ট
+
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:১০
গেম চেঞ্জার বলেছেন: সরানোর কারণ একটা কিছু তো আছেই। তবে সেটা বললে অনেকে ভাববে- "দেখো, লোক দেখিয়ে নিজেকে বড় করা হচ্ছে!!!!!!!!!!!!!!!"
এই কারণে বলা যাবে না।
আপনাকে দেখে খুশি হলাম!
১১| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৯
রাবেয়া রাহীম বলেছেন: আর অবশ্যই অবশ্যই রাবেয়া আপুরও কোন দায় নাই!!
অবশ্যই না গেমু ভাইয়া----
ছবির সাথে আপনার জিনিয়াস ক্যাপশন ঝাক্কাস!!!
হাসতেই আছি
০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৯
গেম চেঞ্জার বলেছেন:
হাঃ হাঃ হাঃ
১২| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
বেশ মজা পেলুম দাদা
০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৭
গেম চেঞ্জার বলেছেন: :
আপনার সরব উপস্থিতি মজার।
১৩| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:১১
সুমন কর বলেছেন: শিরোনাম এতো কঠিন ক্যান ! ছবিগুলোর কিছু আগে দেখেছিলাম, সব মিলিয়ে বিনোদন পাইলাম।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৯
গেম চেঞ্জার বলেছেন: শিরোনাম জটিল হইসে সবাই বলসে!
১৪| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৫
ওমেরা বলেছেন: আমি কিন্তু বিরক্ত হই নাই ভাইয়া শুধু মনে একটু টাসকি খাইছিলাম ভাইয়া । যাক আজকে আবার নতুন করে বিনোদন পাইলাম ধন্যবাদ ভাইয়া ।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৬
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
ঠাসকি!!!!!!
যাক, আমার নাম অন্তরে রইবোনে অনেকক্কদিন!!!!!!!
১৫| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ২:১৭
সচেতনহ্যাপী বলেছেন: আরে গুবদোমুখোও হাসছে দেখি !!
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩১
গেম চেঞ্জার বলেছেন: গুবদোমুখো! কে ভাই?
১৬| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নির্মল বিনুদুন।
আজিব বাঙ্গালীর আজিব কারবার।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৯
গেম চেঞ্জার বলেছেন: সারা দুনিয়াতেই এইসব কমবেশি চলে!!
১৭| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯
বিজন রয় বলেছেন: হাসবো না চলে যাবো।
ব্রেইন ফেইড।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪০
গেম চেঞ্জার বলেছেন: ফেইড!!!
খাইসে!
১৮| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩
নীলপরি বলেছেন: ব্যাপক পোষ্ট ।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৬
গেম চেঞ্জার বলেছেন:
থেংকিউ নীলপরি!
১৯| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৬
হাসান মাহবুব বলেছেন: ১৫ নাম্বারটা বেস্ট।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৫
গেম চেঞ্জার বলেছেন: থেংকু হামা ভাই!
২০| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১০
কানিজ ফাতেমা বলেছেন: ব্যাপক হাসলাম । তবে শেষেরটা দারুন ।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৬
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ
২১| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন মজার
থ্যাংকু
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৭
গেম চেঞ্জার বলেছেন: আন্টিজি!
২২| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মজাই মজা, দারুণ পোষ্ট।
১৩ নং আর ১৬ নং আমার বিষণ ভালো লাগলো। একটু চিন্তিত হইছি পরে চিনবো কেমনে, কেউ তো স্বামী নিবো না, সবার নজর স্ত্রী'র দিকেই থাকবো ভেবে।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৮
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
২৩| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ মজা পাইলাম।
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৯
গেম চেঞ্জার বলেছেন:
২৪| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৪
জাহিদ অনিক বলেছেন:
১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৪
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
২৫| ১০ ই মার্চ, ২০১৭ রাত ২:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: আমি ছাড়া আর কে!!
১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৮
গেম চেঞ্জার বলেছেন: বিরস মুখে বসে থাকা মষ্তিষ্কের ক্ষতি করে।
২৬| ১০ ই মার্চ, ২০১৭ ভোর ৪:০৮
আরণ্যক রাখাল বলেছেন: এইখানে ময়লা ফেলবিনা খানকির পোলা !!!!
জোশ পোস্ট
১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩১
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
২৭| ১০ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩১
আমি ইহতিব বলেছেন: ভোটার আইডি কার্ড দেখে টাস্কিত হইলাম
আপনার জন্য শুভেচ্ছা মজাদার পোস্ট দিয়া জাতীকে বিনুদিত করার জন্য, তবে এরকম শুভেচ্ছা না কিন্তু
১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৫
গেম চেঞ্জার বলেছেন: এটা তো এখন সাবলীল চলে!
২৮| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩১
ফাহমিদা বারী বলেছেন:
১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৬
গেম চেঞ্জার বলেছেন: শুভেইচ্ছা!
২৯| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬
বর্ষন হোমস বলেছেন: ভাইয়ে ক্যাপশন নিয়ে ব্যাপক চিন্তিত সময় পার করেছেন বোধ হয়।
১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৯
গেম চেঞ্জার বলেছেন: না, তেমন না!
৩০| ১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, উদ্ভিগ্ন হওয়ার মত কিছু চমৎকার দৃশ্যের ছবি দেখানোর জন্য । একটু দুশ্চিন্তাই হচ্ছে , চলার পথে যদি এমন দেখি কিংবা সজ্ঞানে বা অসেচতনভাবে যে ভাবেই হোক এরকম যদি চলতে থাকে তাহলে কি যে অবস্থা হবে তা ভাবাই যায়না । ফানের আকারে সমাজ সচেতনমুলক বিষয় নিয়ে মুল্যবান পোষ্টটির জন্য রইল অভিনন্দন ।
১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৬
গেম চেঞ্জার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৩১| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫
রক বেনন বলেছেন: হা হা প গে!!
১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৮
গেম চেঞ্জার বলেছেন:
৩২| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
কামরুন নাহার বীথি বলেছেন:
এই ১৯ নাম্বারটাই জোশ!!!!!
১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:২০
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
৩৩| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৪
জিপ্রাইম বলেছেন: নিখিল বাংলা টয়লেট ইউজার লীগ, আর আচমকা মোড় এর টা বেশী জোশ। আচমকা হাইসা দিছি
১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
৩৪| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৬
রবি১০ বলেছেন: মজাই মজা, দারুণ পোষ্ট
মজাই মজা, দারুণ পোষ্ট
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৬
গেম চেঞ্জার বলেছেন: এভাবে লিংক বিতরণ করা ব্লগ নীতিমালার বিরোধী....
৩৫| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৭
রানা আমান বলেছেন: দারুন মজার পোস্ট , না হেসে থাকা গেল না । ২০ নং টা সবচে বেশি মজার হয়েছে ।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪২
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
ভাল থাকুন রানা ভাই!
৩৬| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮
মানবী বলেছেন: এটা আবার পোস্ট করেছেন দেখে ভালো লাগলো!
কিছু কিছু ছবি সত্যিই হাসির! শেষেরটার রচয়িতা গেমচেন্জার কিনা বুঝতে পারছিনা!!! :-)
মজার পোস্টের জন্য ধন্যবাদ।
১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৬
গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ আপু। ভাল থাকবেন।
৩৭| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: ৩ নম্বরটাই সবচেয়ে ইফেক্টিভ হবে বলে মনে হচ্ছে।
২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
৩৮| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
শায়মা বলেছেন: পোস্টের ছবি, কথা আর সাদা মানুষ ভাইয়ার কমেন্ট দেখে মরে গেছি!!!!!!!!!!!!!!!!!!!!!
২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
গেম চেঞ্জার বলেছেন: ইন্না লিল্লা
৩৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাই, অনেকদিন রম্য পুস্ট দেন না।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬
গেম চেঞ্জার বলেছেন: বিবেচনায় থাকল।
৪০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাল পাইলাম-
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
৪১| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।
ভালো লাগলো।