![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীকালের দিনটা বাকি আছে। না? ধুর!! আগামীকাল কি হবে ঐটা নিয়া তো যথেষ্ট তথ্য নাই বোকা । ঐটার জন্য হা করে তাকাস না । ঐটা রহস্য । গত হয়ে গেল যে দিনটা ঐটা ইতিহাস । ঐটা নিয়া পড়ে থাকলে চলবে ?? তবে জেনে রাখ আজকে যে দিনটা চলে যাবে এটাই তোর পালা। সো বুঝে নে কি করা দরকার ☺ ☺........... ░░░░░░░░░░░░░░░░░ (gamechangerbd.blogspot.com)
আমি সাধারণত মযিল্লা ফায়ারফক্স ব্যবহার করি না। আজ এমনিতেই খুলে দেখি একটা ওয়েব সার্ভিসে লগিন করার সময় চিন্তায় ফেলে দেবার মতো এই ওয়ানিং!
এই সমস্যা!
এই জিনিসটা দেখে অনেকেই ভয় পাচ্ছেন। সামুর মতো প্লাটফর্মে তাদের অনেকেই ভয় পাচ্ছেন যদিও বেশিরভাগ লোকই ইগনোর করেন এইসকল ব্যাপার স্যাপার। সিম্পলি এই সমস্যাটার সমাধান করা যায়। তবে আপনার নুন্যতম বেসিক কম্পিউটার জ্ঞান থাকা চাই!
➀ Step-1: ফায়ারফক্স ব্রাউজারের এড্রেসবারে ক্লিক করে লিখুনঃ about:config
এরপর এন্টার চাপুন, দেখবেন এই উইন্ডো আপনার সামনে আসবে।
➁ Step-2: একেবারে উপরেই দেখবেন লেখার জন্য একটি জায়গা আছে যার বামদিকে Search লেখা আছে। এই লেখার বক্সে লিখুন insecure
এই জায়গায় দেখবেন security.insecure_password.ui.enabled বলে একটা লাইন আছে। এখানে Status দেখবেন ডিফল্ট! এই লাইনে আপনি ডাবল ক্লিক করলে এভাবে আসবে-
Status হবে user set আর Value দেখাবে false! সবচেয়ে বড় কথা এই লাইনটি বোল্ড হয়ে দেখাবে!
➂ Step-3:
আপনার কাজ শেষ এখন অন্য একটি ট্যাব খুলে সামু/যেকোন সাইটে গিয়ে দেখুন আপনার কাজ হয়ে গেছে। আর ইনসিকিউর বিকিউর বলে আপনাকে চিন্তিত করছে না।
➃ Step-4:
এই আনন্দে আপনি একটা ড্যান্স দেন। আর না পারলে ইউটিউবে এই ড্যান্স দেখে দেখে শিখেন-
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮
গেম চেঞ্জার বলেছেন: থেংকু সুমন-দা!
২| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬
সচেতনহ্যাপী বলেছেন: আমি আই ই ব্যাবহার করি।। মজিলা/ফায়ারফক্স থাকলেও করি না।। এক্সপ্লোরারে সমস্যা দিলে তখন যেতে হয়।। অনেকেরই কাজে দেবে।।
অনেকদিন পর। ভাল থাকবেন।
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:২৪
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ কই অনেক দিন পর! সপ্তাহে অন্তত একবার ঢুঁ মেরে কিন্তু যাই-ই!
আই_ই ব্যবহার সবাই করে না। আপনার ধৈর্যের প্রশংসা করতেই হয়!!
আমি ভাল আছি।
আপনিও আশা করি ভাল আছেন।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৭
নাগরিক কবি বলেছেন: মুরগা নাচ মুরগা নাচ
০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৫
দিগন্ত জর্জ বলেছেন: জাইনা রাখলাম, কামে লাগবো।
ফায়ারফক্স ব্যবহার করি না, গুগোল ক্রোমই ভরসা। তাহলে কি আমি খুশিতে এই ডান্স দিতে পারবো ফান্স??
০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৮
গেম চেঞ্জার বলেছেন: য়োয়াই নুট!
৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৩
গাওসেল এ. রাসেল বলেছেন: ধন্যবাদ, গিমু। মুরগী ড্যান্সের জন্য। জিনি ভ্রাতু আর শায়মা ভ্রাতী কে ট্যাগাইতে মঞ্চায় কেরে?! আন্নেরা কোন্ডে ভ্রাতু-ভ্রাতী ?
০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৯
গেম চেঞ্জার বলেছেন: হেতি পাড়ায় টৈ টৈ করে ঘুরতাসে আর হেতে বনবাসে!
৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭
অতঃপর হৃদয় বলেছেন: ট্রাই করলাম!!!!!! ড্যান্স বাংলা ড্যান্স
০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০০
গেম চেঞ্জার বলেছেন:
৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
বর্ষন হোমস বলেছেন:
কাজের পোষ্ট।আমিও ঢুকার সময় দেখি।তবে যখন দেখেছি লগিন করতে পেরেছি তখন আর এসব নিয়ে চিন্তা না করে ব্লগে মনোনিবেশ করলাম।
০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০০
গেম চেঞ্জার বলেছেন: ভাল।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৯
মোঃ তবারক উল্যাহ বলেছেন: না ভাই আন্নের কতা হাচা!!!
আসলে আমরা এগুলো নিয়ে এতো ভাবিনা!
প্রয়োজন হয়না তো তাই।
তার পরও ধন্যবাদ
০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০১
গেম চেঞ্জার বলেছেন: আপ্নারেও ধইন্যা!
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর টিপস
ধন্যবাদ অনেক অনেক
০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০১
গেম চেঞ্জার বলেছেন:
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: আপনার পোষ্টটি থেকে চরম উপকৃত হলাম। ধন্যবাদ।
০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০২
গেম চেঞ্জার বলেছেন: বাহঃ দারুণ!
১১| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০২
হাসান মাহবুব বলেছেন: https://www.youtube.com/watch?v=LRM2IPoSmos
০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০২
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
১২| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪০
বিলিয়ার রহমান বলেছেন: ড্যান্স দিচ্ছি!!!!
আপনি কি দেখতে পাচ্ছেন????
আপনি কি দেখতে পাচ্ছেন???????
আপনি কি দেখতে পাচ্ছেন????????????????
আপনি মনে হয় দেখতে পাচ্ছেন না!
১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৬
গেম চেঞ্জার বলেছেন:
এই যে ঢের দেখতে পাচ্ছি! অবশ্য আগে দেখিনি!
১৩| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৫
আলভী রহমান শোভন বলেছেন: দরকারি পোস্ট। কিন্তু একটা ব্লগ সাইটে ঢুকতে পারছি না এখনো। বাকি সব গুলা সাইট ঠিক আছে।
০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৫
গেম চেঞ্জার বলেছেন: কোন সাইট?
১৪| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৫
রিফাত হোসেন বলেছেন: ক্রোম ব্যবহারকারী আগুনেশেয়ালকে কবেই স্মৃতিঘরে পৌছে দিয়েছি! এজ দিয়েও ব্যবহার করি এখন।
ক্রোম থেকে এজকে আরামের মনে হলেও গুগুল এর অন্যান্য সুবিধার কারণে ক্রোম আমার লিস্টে টিকে আছে।
২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
এজ জিনিসটাও ভাল্লাগেনা!!
১৫| ১০ ই মে, ২০১৭ রাত ১০:৩১
আলভী রহমান শোভন বলেছেন: বায়োস্কোপ ব্লগ
২৩ শে মে, ২০১৭ রাত ৮:০২
গেম চেঞ্জার বলেছেন: হায় হায়! ফেবুতে নক করলে আমি হেল্প করতারি!!
১৬| ২৮ শে জুন, ২০১৯ রাত ২:০৫
রিফাত হোসেন বলেছেন: ২০১৮-২০১৯ -এ আগুনে শেয়াল নতুন রূপে। মনে হচ্ছে ধীরে ধীরে ক্রোমকে বাদ দিব নয়তো ক্রোমকে এগুতে হবে।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:২৮
সুমন কর বলেছেন: এ ধরনের সমস্যা কোন দিন ফেস করিনি.....তবে কাজের পোস্ট।
+।