![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীকালের দিনটা বাকি আছে। না? ধুর!! আগামীকাল কি হবে ঐটা নিয়া তো যথেষ্ট তথ্য নাই বোকা । ঐটার জন্য হা করে তাকাস না । ঐটা রহস্য । গত হয়ে গেল যে দিনটা ঐটা ইতিহাস । ঐটা নিয়া পড়ে থাকলে চলবে ?? তবে জেনে রাখ আজকে যে দিনটা চলে যাবে এটাই তোর পালা। সো বুঝে নে কি করা দরকার ☺ ☺........... ░░░░░░░░░░░░░░░░░ (gamechangerbd.blogspot.com)
হাই,
হাজির হইয়া গেলাম "ইস্তিলো পিকতারিও জো ফতো বুলুগও" এপিসো_২ নিয়া! আগেরবারের মতো এবারো আমার সাথে কন্ট্রিবিউশনে আছেন রাবুপু! তো, ঈদ এসেই গেল! শপিংয়ের ওপর তুমুল নির্যাতন শুরু হয়েছে তা দেখাই যাচ্ছে! আর এই সুযোগে ব্যবসায়ীরাও লাভের গুড় সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ছেন।
যাক, সেইসব পুরানা গীত গেয়ে মানে- বকবক চকচক না করে আসল ঘটনাতেই চলে যাই
♤ এই পিক দেখে আমি এত হাসছি!!!! এত এত........................... তা আরেকদিন না হয় বলা যাবে!
(হাসতে হলে অন্তত ৩০ সেকন্ড সময় নিয়ে এটা দেখুন, লোড হয়ে যাবার পরে)
♤ বাংলাদেশের মহান ফেসবুক মনিষ!-
♤ উনার মতলব কিন্ত ভাল না
♤ একটু কষ্ট করে পড়লে অনেকটুখানি কেষ্ট পাওয়ার কথা। তবে, এইটা বহু আগের যুগের ঘটনা, যখন সাকিব খান বাইচ্চা নিয়া প্যাচালে আছিলো
♤ গরম যখন বেশি ছিল, তখনকার
♤ ডোনাল্ড এরশাড
♤ আহারে! কি কিউট!!
♤ ক্যাপশন নাহি দিউংগা
♤ ফিরিচ
♤ আমার লাগবু নাঃ আপনার লাগলে ঐখানে যোগাযোগ করেন
♤ আপনারাই অহন বলেন
♤ ফেসবুকবাসীর একটুখানি ঝলিক
♤ প্রতিটা ব্যাঙের সুপ্ত ইচ্ছা........................
♤ আগামি দিনের সাইন্টিস্ট!
♤ ফেউসবুকে উনি কলা বেচবেন, কিন্লে উনারে নক দেন
♤ সেই----রাম ফেইসবুক
♤ আমি আর নাহয় নাই কইলাম। রাবুপু আপনি কিছু বলতে পারেন!
♤ দ্য রিয়েলিটি অরফে ফ্যাক্ট
♤ বেচারি জিগাইসিলো সাবিলা নুরের উপর কিউরিয়াস হইয়া। এমন আনসার পাইলো, যে ওর চৌদ্ধগোষ্টীও সাবিলা নূরকে নিয়া আর জিগাইবো নাঃ
♤ ছাগল যখন আকাশে ওঠে
♤ চেলুন এর রেইট
♤ শেষটায় আপনারাই নাহয় কিছু কইলেন
ভাল কথা, ঈদের শুভেচ্ছা রইলো বিশেষ করে আপনাকে! (মানে যিনি পড়ছেন। )
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৮
গেম চেঞ্জার বলেছেন: খংগ্রাটস!!!!!!!!!!
২| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৪
বিজন রয় বলেছেন: পুত্তুম পিলাচ।
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৬
বিজন রয় বলেছেন: পাল্লাম না ফাস্টু হইতে, ওই শাহরিয়ার কবীর আছে না!!
তয় পুতুতম পিলাস আমার!!
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪০
গেম চেঞ্জার বলেছেন: ঐ বেটারে পাইলে আমি আর আপনি ধ্যাতানি দিমুনে!!!!!!!!!
৪| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: রাজুর বউ .........পুরাই বিনুদুন গেমু !!
হাসতে হাসতে আমি শেষ !!!
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪১
গেম চেঞ্জার বলেছেন: আন্নের বউয়ের খবর কন!! দাওয়াত কবে পাইতাসি!!!!
৫| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৭
ধ্রুবক আলো বলেছেন: ছবি দেখিয়া অজ্ঞান হয়ে গেলাম প্রায়
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৪
গেম চেঞ্জার বলেছেন: আমি পানি লয়া আইতাসি! নো টেনশন!!
৬| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৮
বিজন রয় বলেছেন: হা হা হা হা হা ............. হো হো হো............ হা হা হা ........
পোস্ট বটে!!!
স্টিকি করা হোক।
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫
গেম চেঞ্জার বলেছেন: এইটা স্টিকি করলে আমার খবর আছে! জগতের সকল মানব মানবীরা আর শেয়াল ব্লগ শকুনেরা আমারে শ্যাষ করি ফেলতি চাইবেক!!!!!!!!!!
৭| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪০
বিজন রয় বলেছেন: আমি একখান ফিরিচ কিনবার চাই।
আমাগো হুজুরদের জ্ঞান দেখে ভিমরি খাইতে হয়।
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫
গেম চেঞ্জার বলেছেন: হুজুর!! ইহা ক্যামতে আইলো!!!!!!!!!!
৮| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: বিজন রয় আমার প্রথম হওয়া পুরস্কার বিজয় ট্রফি আনহেরে দিয়ে দিলাম ।।। টেনশন নিয়েন না।।
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৮
গেম চেঞ্জার বলেছেন: যাক, আপনার মতো উপকারী মানুষরেই এইটা দেওয়া যায়্য
৯| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৩
বর্ষন হোমস বলেছেন: আমারও তো একটা ফিরিচ লাগে।ফিরিচ আছে ভাই ফিরিচ?
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৯
গেম চেঞ্জার বলেছেন: ফ্রিজের ধারে কাছে ঘেষলেই খপর আছে!!!!!!!!!!
১০| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৪
বিজন রয় বলেছেন: শাহরিয়ার কবীর................. হা হা হা ........... আরে টেনশান করুম কি, অহন হাসি থামায় কেঠায়!
ওরে কে আছো আমারে ধররররররররররররররর!!!!!
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫১
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
১১| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: আমার বউ তো আপনার বউরে ছোট বোন, আনহের আর আমার কি চুক্তি হইয়াছিল তাহা কি ভুলিয়া গিয়েছেন মনু !!!
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫২
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ ঐ চুক্তি কিন্তু ফাইনালাইয হয়নি, তার আগেই উন্ডিজ ক্রাশ করসিলো
১২| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫
বিজন রয় বলেছেন: রাবেয়াপু গেলেন কই?
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫২
গেম চেঞ্জার বলেছেন: বেচারি আম্রিকা আছে অহন।
১৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হাসাইতে হাসাইতে কি মারি হালবেনি গো ভাই।
এত্ত হাসলে আমার আবার পেট ব্যথা ধরে ভাই।।
খুউব মজার পোষ্ট। (ভাই প্রথম লাইনটা কোন ভাষা বুঝলাম না, তপে অনুমানে বুঝেছি কিছু।
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৪
গেম চেঞ্জার বলেছেন: ইস্তিলো পিকতারিও জো ফতো বুলুগও
স্টিল পিকচার | ফটো ব্লগের
সজা হিসাব
১৪| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: ক্ষুদে দু্ইডা ইঞ্জিনিয়ারকে ভাল্লাগছে !!
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৫
গেম চেঞ্জার বলেছেন: কিতনা কিউট লাগতা হু!
১৫| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৭
শায়মা বলেছেন: আমার ঐ কোপওয়ালার ঠিকানাটা দরকার গেমু!!!!!!!!!!
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৬
গেম চেঞ্জার বলেছেন: হায় হায়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি তো জানি কি কারণে!!!!!!!
থাক বাবা!!
দরকার নাই ওসবের!!
১৬| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫০
শায়মা বলেছেন: বিশ্বাস আর ডিশওয়াশ আমার মত তাইনা গেমু!!!!!! ঐ যে ছাপায় আর হাপায়!!!!!!
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
বেচারা হাঃ লেখক হারিয়ে গেছে মনে হয়
১৭| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫১
বিজন রয় বলেছেন: শায়মা আপা পোলাপানের মইধ্যে আপনি ক্যান।
ভাগেন।
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৮
গেম চেঞ্জার বলেছেন: উহুঃ
নারী অধিকারের কর্মীদের মাইর খাওয়ার ইচ্ছে হইসে নাকি???
১৮| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫২
উম্মে সায়মা বলেছেন: চেলুনের কাট নেইম দেখে হাসতে হাসতে শেষ গেমু ভাইয়া আপনি একটা মাছি কাট দিয়ে ফেলেন
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
১৯| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৩
বিজন রয় বলেছেন: ফিরিচ নিয়ে আলোচনাকারীর মধ্যে তো একজন হুজুর।
২১ শে জুন, ২০১৭ রাত ১১:০১
গেম চেঞ্জার বলেছেন: ওহঃ
হাঃ হাহঃ হাঃ হাঃ
প্রোপিকে আমি মাত্র খেয়াল করলাম!!!!!!!!
২০| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৩
সোহানী বলেছেন: হাসতে হাসতে আমি অজ্ঞান.... ওরে কে কোথায় আছো আমারে ধরো...
ট্রাম্পরে খবর দেও.... অবশ্যই এইবার মান হানির মামলা করবেক। এত্তাে কিছু থাকতে এরশাদ চাচ্চু....... এতোদিন চুপ ছিল ট্রাম্প সাহেব আর থাকবেক না...কইলাম।
জাতি জানতে চায় রাজুর বউ ভাগলো কেন...
২১ শে জুন, ২০১৭ রাত ১১:০২
গেম চেঞ্জার বলেছেন: //জাতি জানতে চায় রাজুর বউ ভাগলো কেন... ///
হাঃ হাঃ হাঃ হাঃ
বেচারা সুইসাইড করে না ফেললে এখন করার কথা!!!!!!!!!!!!!!
২১| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৫
বিজন রয় বলেছেন: এক শায়মারে জায়গা দিতারি না, অহন আইসে উম্মে সায়মা।
শায়মা + সায়মা=ষায়াম্ম।
২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৩
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
ব্যাফারনা!!!!!! একটু পরে অপ্সরা এসে পড়লে বুঝবেন কত ধানে কত চাল!
২২| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৭
নাগরিক কবি বলেছেন: গেমু রাজুর বঊ ভাগলো কেরে নাকি তুই ভাগাইছোস
২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৭
গেম চেঞ্জার বলেছেন: খাইসি তোরে!!!!!!
২৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:০২
বিজন রয় বলেছেন: ডোনাল্ড ট্রাম্ফট আর এরশাদ লম্ফট...... বহুত মিল আয়েগা।
২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৮
গেম চেঞ্জার বলেছেন: মাইরালা!!!!!!!!!!!!!!!
এইটা তো ভাবিইনাইক্কা!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৪| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:০২
শায়মা বলেছেন: এহ আসছেন আমার বাচ্চুভাইয়ু বিজনভাইয়ু!!!!!!!!!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৪
গেম চেঞ্জার বলেছেন: এত কিউট!!!!! (লাভ ইমোটা ব্লগে নাই যে কেন! )
২৫| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৩
শায়মা বলেছেন: ২২. ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৫৭ ০
নাগরিক কবি বলেছেন: গেমু রাজুর বঊ ভাগলো কেরে ) নাকি তুই ভাগাইছোস
হা হা হা আমারও সন্দেহ হচ্ছে !
২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৩
গেম চেঞ্জার বলেছেন: উুহূ! অমূলক সন্দেহ ঈদের আগে করা ভালু নাঃ
আমি ভাল মানুষ!!
সন্দেহের উর্ধ্বে!!!!!!!!
২৬| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৫
কলাবাগান১ বলেছেন: Michael has 4 apples. His train is 7 minutes late. Calculate the mass of the train......
If you had tried hard enough, you would have calculated the mass of the train from these info- Said by my teacher after the exam!!!!!!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৩
গেম চেঞ্জার বলেছেন: সম্ভব!!
কোন রেফারেন্স লিংক দিতে পারবেন?
২৭| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৫
উম্মে সায়মা বলেছেন: বিজনদা, আপনি আমার আর শায়মাপুর পিছে লাগলেন কেন। ওই চেলুনে নিয়ে শুকটাক (আচ্চা শুকটাক মানে আসলে কি হতে পারে?) কাট দিয়ে দেব কিন্তু
২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৪
গেম চেঞ্জার বলেছেন: উনারে অলরেডি টাক করে দেওয়া হয়েছে!
নো চিন্তা সায়মার আম্মু!
২৮| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৬
অপ্সরা বলেছেন:
হাও মাও খাও বিজনের গন্ধ পাও
ম্যাজিক ওয়ান্ড দিয়ে টাকলা করে দাও!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:১১
গেম চেঞ্জার বলেছেন:
বিজন'দার কারেন্ট দশা!!
লোকে বলাবলি করছে, এতে নাকি ওর লাভই হইছে বেশি!
|
- (চিরুনীর খরচ)
২৯| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৮
অপ্সরা বলেছেন: ২৭. ২১ শে জুন, ২০১৭ রাত ১১:০৫ ০
উম্মে সায়মা বলেছেন: বিজনদা, আপনি আমার আর শায়মাপুর পিছে লাগলেন কেন। ওই চেলুনে নিয়ে শুকটাক (আচ্চা শুকটাক মানে আসলে কি হতে পারে?) কাট দিয়ে দেব কিন্তু
ডোন্ট ওয়ারী!
বিজনকে নির্জনে নিয়ে গলা কাট দেবার ব্যাবস্থা করেছি !
২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৫
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ তার আর দরকার হবে না। উনার মাথায় এখন কাটিকুটি খেলা চলছে!!
৩০| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:১১
বিজন রয় বলেছেন: শুকটাক-সুখটাক, মানে টাক হলে সুখ পাওয়া যায়।
ওই গেমু.......... একটি টাকলুর ছবি চাই।
২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৬
গেম চেঞ্জার বলেছেন: উপরে তো দিয়েই দিসি!!!!!
৩১| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:১১
শাহরিয়ার কবীর বলেছেন: শায়মা নানী কোপাও সামসু খোঁজ করে কেরে !!! আবার, আমার নানার রাজুর মত অবস্থা যেন না হয় !!!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৭
গেম চেঞ্জার বলেছেন: শায়মা নানী !!!!!
৩২| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:১২
নাগরিক কবি বলেছেন: খাড়া আমি স্কিনশট আনতেয়াছি
২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৮
গেম চেঞ্জার বলেছেন: উকাঃ
দেখিস ফেইক বানায়া আনতে ভুলিস না যেন!
৩৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৩
অপ্সরা বলেছেন: ঠিক ঠিক একদম ঠিক ছবিটাই তুলেছো গেমু!!!!!!!
কিন্তু টাক হবার সাথে সাথে ভাইয়া স্লিম হয়ে গেলো কেমনে!!!!!!!!!
সেতো আরও ভুটু ছিলো!!
ম্যাজিক ওয়ান্ডের এত গুন!!!!!!!
অটো স্লিম!!!!!!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৮
গেম চেঞ্জার বলেছেন: হ্যাঁ,
একটু বেশি গ্রিন ওয়েভ চলে গিয়েছিল তো!!!!!!!!!!!!!!!!!!!
৩৪| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৪
অপ্সরা বলেছেন: ৩১. ২১ শে জুন, ২০১৭ রাত ১১:১১ ০
শাহরিয়ার কবীর বলেছেন: শায়মা নানী কোপাও সামসু খোঁজ করে কেরে !!! আবার, আমার নানার রাজুর মত অবস্থা যেন না হয় !!!
দরকার আছে! আমি কি এত বোকা যে এইখানে ফাঁস করবো!!!!!!!!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:২০
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
নো, নিড!!
পাগল ছাগল খেপলে আবার মহা সমিস্যা!
৩৫| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৯
জেন রসি বলেছেন: এইসব কি ধরনের অসামাজিক, ব্লগবিরোধী ঠাট্টা মশকরা চলছে এই পোস্টে?
২১ শে জুন, ২০১৭ রাত ১১:২২
গেম চেঞ্জার বলেছেন: হাহঃ হাঃ হাঃ হাঃ
ব্লগে আমার যে ক্ষেমতা সেটা জানেন না?
আমার লগে যেই লাগসে তারেই বিতাড়িত হইতে হইসে ব্লগ থেইক্কা!!!!!!
আমি না চালাইলে কেডা চালাইব এইসব পোস্ট!
৩৬| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: অপ্সরা আমি কবীর দেওয়ার চিশতি ঝার- ফু দিয়ে দিলাম নানী ; এখন তোমার মনে বাসনা পূণ হোক ।।
২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৪
গেম চেঞ্জার বলেছেন: এইসকল ঝাঁড়ফুঁকে বিশওয়াশ নেহি!! ওয়ান্ডে বিশওয়াশ হোতি হে!!
৩৭| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২০
অপ্সরা বলেছেন: হা হা মাথায় কাটাকুটি করতে করতে মাথাটাই কুট্টুস!!!!!!! ওকে!!!!!!!!!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৫
গেম চেঞ্জার বলেছেন: একদম!!!!!!!!!
৩৮| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২১
বিজন রয় বলেছেন: গেমু আপনারে কইসিলাম না ব্লগে ক্য্য্যঁঁচাাল বাঁধাইয়া দিমু।
এহন দেহেন শায়মা আপা, উম্মে সায়মা আপা, সোহানী আপারা কেমন ক্যাাঁচাল পাড়ে।
লে হালুয়া............ এই ঠেলা সামলাও.............
ভয়ঙ্কর ক্যাঁচাল পোস্ট এইটা!!!!!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৬
গেম চেঞ্জার বলেছেন: //ভয়ঙ্কর ক্যাঁচাল পোস্ট এইটা!!!!!///
সত্যিই! এইরকম ভয়ংকর কাঁচাল পোস্ট আমিও দেখিনাইক্কা!!!!!!!!!!!
৩৯| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৩
বিজন রয় বলেছেন: উম্মে সায়মা বলেছেন: বিজনদা, আপনি আমার আর শায়মাপুর পিছে লাগলেন কেন।
আমি যে আপনাদের পিছনে লাগছি তার কোন প্রমাণ আছে? দিতে পারবেন?
কোন ছবি আছে, ভিডিও আছে, প্রমাণ স্বরূপ????
জেন রসি এদেরকে সামলান।
২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৭
গেম চেঞ্জার বলেছেন: রসিভাই আপনার সাথেই আছে!
//আমি যে আপনাদের পিছনে লাগছি তার কোন প্রমাণ আছে? দিতে পারবেন?
কোন ছবি আছে, ভিডিও আছে, প্রমাণ স্বরূপ????//
হুঁ! হুঁ!
তাইতো!
৪০| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৪
অপ্সরা বলেছেন: তুমি নারী বিদ্বেষী বিজনভাইয়া!
তোমার আর রক্ষা নাই সাথে আছে আমাদের নারী অধিকারক গেমু ভাইয়া তোমার মাথায় কাটাকাটি খেলাই হবে!
আর শাহরিয়ার কবির আমাকে নানী বলেছে। আমার কোনো মেয়েই নাই । মেয়ের বাবাও নাই। সে কেমনে আমার নাতী হলো এই মিথ্যা অপবাদের জন্য শাহরিয়ারের মাথায় ডাবল কাটাকাটি হোক!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৯
গেম চেঞ্জার বলেছেন: শাহরিয়ার কবির বেচারাকে নিয়ে আমার খারাপই লাগছে!! বেচারা!!! নানী খুঁজতে খুঁজতে বউ খোঁজার সময়ই পেল না!!!!!!!!!!
৪১| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৫
জেন রসি বলেছেন: বিজন দাদা, এই পোস্টে একমাত্র আপনাকেই দেখলাম যিনি একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়া কাজ করে যাচ্ছেন। আমি আপনার লগে আছি! দরকার হইলে আওয়াজ দিয়েন!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩০
গেম চেঞ্জার বলেছেন: বিজনদার লগে থাকা বিপদজনক! উনার মাথা ঢোলাই করা হয়েছে! এখন... আপনারও
তাই সাবধান!!!!
৪২| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৭
অপ্সরা বলেছেন: ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৪ ০
লেখক বলেছেন: এইসকল ঝাঁড়ফুঁকে বিশওয়াশ নেহি!! ওয়ান্ডে বিশওয়াশ হোতি হে!! )
ঠিক ঠিক তবে তাই হোক শাহরিয়ারের বিশওয়াশকে ডিশওয়াশ করতে ডিশওয়াশারে ঢুকানো হোক।
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩১
গেম চেঞ্জার বলেছেন: জাস্ট পাঁজাকোলো করে নিয়ে কম্প্রেস করে এইখানে ঢুকিয়ে দিলেই হয়ে গেল!!
৪৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৯
অপ্সরা বলেছেন: জিনিভাইয়া শুধু খেয়াল রেখো বিজনভাইয়ার কেচালটা কেচাল নাকি পেচাল!
হুতুম পেচালও হতে পারে !!!!!!!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩২
গেম চেঞ্জার বলেছেন: নাঃ নাঃ এটা পেচাল না, কেচালও না। পেচাল পারা পিপিল এখানে আসবেই নাঃ
৪৪| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: মজাই মজা
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৩
গেম চেঞ্জার বলেছেন:
এত কম কথা কেনো!!!!!!!!!!!!!!!!!
৪৫| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: অপ্সরা বন্ধুদের মামু ডাকা হয়, সত্যিকার অথে কি বন্ধুরা মামু হয়? আর নানী/ দাদী বা বুবু ইহা একটি বন্ধু মত বা শ্রদ্ধাভাজনদের ডাকা হয়।। তোমার এতো ইতিহাস জেনে ভাল নেই ।। আশা করি, এখন ক্লিয়ার !!!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৪
গেম চেঞ্জার বলেছেন: নাঃ মোটেই কিলিয়ার না!
বরং আরো সন্দেহজনক ঠেকতি আছে!!
৪৬| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৩
উম্মে সায়মা বলেছেন: গেমু ভাই, আমি সায়মার আম্মু নাআআআআ
বিজনদার মাথার কাটাকুটি খেলা দেখে আমার হাসতে হাসতে চোখে পানি চলে এল
বিজনদা, আপনি যে আমাদের পিছে লেগেছেন সেজন্য আপনার মাথায় কাটাকুটি খেলা শুরু হয়ে গেছে।এটাও একটা প্রমাণ
আর কমেন্টের স্ক্রিনশট তো আছেই আর কি প্রমাণ চান!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৬
গেম চেঞ্জার বলেছেন: //গেমু ভাই, আমি সায়মার আম্মু নাআআআআ///
হায়ঃ হায়ঃ
আমি একদিন এটার অর্থ জিজ্ঞেস করাতে তো কইলেন ঐ অর্থই!!!!!!!!!!!! তাহলে কি ......।
-----------------------------------------------------------------------------------------------------
বিজনদা একলা মানুষ! আমিও লোকটার এগেইন্সটে! এখন তো আর পারার কথাই না!
৪৭| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৩
অপ্সরা বলেছেন: ফাতেমা আপু সাবধান!!!!!! বিজনভাইয়ার মাথা খারাপ হয়ে গেছে!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৭
গেম চেঞ্জার বলেছেন: একলা মানুষ! কি আর করবো!
৪৮| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৩
বিজন রয় বলেছেন: তুমি নারী বিদ্বেষী বিজনভাইয়া!
ওওরে........... জাগো জাগো..........
জাগো তুমি জাগো নারী বহ্ণিশিখা।
জেগে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও।
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
তবে আপনিও এই দলে চলে আসলেন?
৪৯| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৩
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: হাহঃ হাঃ হাঃ হাঃ )
)
)
ব্লগে আমার যে ক্ষেমতা সেটা জানেন না? )
আমার লগে যেই লাগসে তারেই বিতাড়িত হইতে হইসে ব্লগ থেইক্কা!!!!!!
)
আমি না চালাইলে কেডা চালাইব এইসব পোস্ট! )
ভ্রম! ভ্রম! সবই ভ্রম! কেউ কেউ নাহয় অতি আবেগে অতিরিক্ত কাঁঠাল পাতা খাইয়া আপনাকে পীর বানাইয়া ফালাইছে! তাই বইলা তাদের কথায় আপনি আবার গর্ববতি হইয়েন না!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
কাঁঠাল পাতার ডোজ ঐদিকে তাহলে বেশিই পড়ছে! বুঝা গেল ব্যাপারটা!!
আর টেনশনের কুনু কারণ নাই! আমি ঐটা হমু নাহঃ
৫০| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৫
অপ্সরা বলেছেন: ৪৫. ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩২ ০
শাহরিয়ার কবীর বলেছেন: অপ্সরা বন্ধুদের মামু ডাকা হয়, সত্যিকার অথে কি বন্ধুরা মামু হয়? আর নানী/ দাদী বা বুবু ইহা একটি বন্ধু মত বা শ্রদ্ধাভাজনদের ডাকা হয়।। তোমার এতো ইতিহাস জেনে ভাল নেই ।। আশা করি, এখন ক্লিয়ার !!!
এইসব চলবেনা মাথা নেড়ু করে আসো!!!!!!
কাটকাটি খেলা হবে !!!!!!!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪০
গেম চেঞ্জার বলেছেন: আমিও হাত তুললাম!
৫১| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৭
বিজন রয় বলেছেন: এ্যঁএএএএএ........... এলেন এলেন, এতক্ষণ পর তিনি এলেন!!
কাজী ফাতেমা ছবি দেখাতে এলেন প্রমাণ দিতে!!
এদিকে বালাই ষাঁট আমাদের আগামী দিনের সায়েন্টিস্টরা বেহালা বাজাচ্ছেন।
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪২
গেম চেঞ্জার বলেছেন: ছবিপু ভাল মহিলা! উনারে নিয়ে টানা হেঁচড়া করন ঠিক হইবে না!
৫২| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: বিশওয়াশকে ডিশওয়াশ করতে ডিশওয়াশারে ঢুকানো হোক। জীবনে সব পাড়ি স্যার শুধু লেখাপড়া বাদে ।। এতো ইংলিশ বুঝি না।।
এবার ডিশ ব্যবসায়ী হিরো আলম হাজির !!!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪৭
গেম চেঞ্জার বলেছেন: হিরো আলমের বেইল শ্যাষ
৫৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৩৯
শান্ত মজুমদার বলেছেন: Donald এরশাদ টা ভালো লাগছে।
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
৫৪| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪১
অপ্সরা বলেছেন: আগুন জ্বালো আগুন জ্বালো
একলা রাতের অন্ধকারে বিজুভাইয়া চায়
পথের আলো !!!!!!!!!!
নিরুদ্দেশের পথিক( জিনিভাইয়া) ডাক দিলে কি !
দেখতে তোমায় (শাহরীয়ার পিচ্চু) না যদি পাই নাই বা দেখি!
ভেতরে থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া( উম্মে সায়মা)
ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া( গেমু)
পালায় ছুটে ( বিজন ভাইয়া) সুপ্তিরাতের স্বপ্নে দেখা কেচাল কালো !!!!!!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫১
গেম চেঞ্জার বলেছেন: ওরে বাপরে!!!!!!!!!!!!!!!!
এই নাও তাহলে!
৫৫| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪৫
নাগরিক কবি বলেছেন: ছেলেটার খুব দুঃখরে গেমু
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫২
গেম চেঞ্জার বলেছেন: কার না কার বউয়ের কেচ্ছা!!!!!
আমার কি তাতে যায় আসে!
৫৬| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪৭
দিকভ্রান্ত এক পথিক বলেছেন: ১) বুঝি নাই, পানির উপর দৌড়ায় কিভাবে?
২) এতো অভিজ্ঞতা! বাপরে বাপ!
৩) প্রেশার আর অপেক্ষা
৪) ডিসওয়াস খেয়েছেন? আর ইউ ওকে নাউ?
৫) হাসির কিছু নাই, কয়দিন আগে আমারও ইচ্ছা হইতো
৬) এরশাদ চাচাকে ভালো পাই। একমাত্র রাজনীতিবিদ যিনি নিখাদ বিনোদন দিতে জানেন
৭) বিলাই মাত্রই ঢং বেশি, আমার একটা আছে. সেইই মুডি
৮) ইনশাআল্লাহ. একদিন ফাষ্টও হয়ে যাবো..
৯) আপনে তুমি মিক্সড!
১০) কিসের কোপ? বুঝি নাই
১১) ভাগলো কেন? আমারো প্রশ্ন.
১২) আহারে! ঐ ছয়টায় যদি পোকা থাকে?
১৩) জেন্ডার ডিসক্রিমিনেশন
১৪) হি হি হি
১৫) মুখ ঢেকে দিছেন কেন? নারকেল কেন? কলা দিতেন.
ছবিগুলো ভালো লেগেছে। হাসলাম। লেখককে কৃতজ্ঞতা। নেন গরীবের আপেল খান.
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৬
গেম চেঞ্জার বলেছেন: ১) বুঝি নাই, পানির উপর দৌড়ায় কিভাবে?
ওখানে পানি কম ছিল। মাছ ধরে দৌড়াচ্ছে বোধহয়!
২) এতো অভিজ্ঞতা! বাপরে বাপ!
৩) প্রেশার আর অপেক্ষা
৪) ডিসওয়াস খেয়েছেন? আর ইউ ওকে নাউ?
হাঃ হাঃ হাঃ
৫) হাসির কিছু নাই, কয়দিন আগে আমারও ইচ্ছা হইতো
৬) এরশাদ চাচাকে ভালো পাই। একমাত্র রাজনীতিবিদ যিনি নিখাদ বিনোদন দিতে জানেন
৭) বিলাই মাত্রই ঢং বেশি, আমার একটা আছে. সেইই মুডি
৮) ইনশাআল্লাহ. একদিন ফাষ্টও হয়ে যাবো..
৯) আপনে তুমি মিক্সড!
১০) কিসের কোপ? বুঝি নাই কোপ মানে পিস! প্রতি পিস ফটোকপি/প্রিন্ট ১ টাকা!
১১) ভাগলো কেন? আমারো প্রশ্ন.
১২) আহারে! ঐ ছয়টায় যদি পোকা থাকে?
১৩) জেন্ডার ডিসক্রিমিনেশন
১৪) হি হি হি
১৫) মুখ ঢেকে দিছেন কেন? নারকেল কেন? কলা দিতেন.
হাঃ হাঃ হাঃ
নারকেল দিয়ে টাকলা/মাস ফেবু ইউজার মিন করে। আর দেখতেও সিরামম লাগে কিনা!!!!!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:২৩
গেম চেঞ্জার বলেছেন: আপনারে আমি এই পেয়ারা দিলাম!!
৫৭| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪৮
Tariqulir বলেছেন: ওহ........ ভালো লাগলো :-D
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৭
গেম চেঞ্জার বলেছেন:
৫৮| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৪৯
বিজন রয় বলেছেন: এবং শেষ পর্যন্ত ঠাকুর মহাশয় তাহাকে, তাহাদেরকে ( শা, সা, সো, কাফছ ) রক্ষা করিলেন।
এবং আজ এই পর্যন্ত ইতি টানিলাম।
এমন পোস্ট আরো বর্ষিত হোক ব্লগে।
বিদায়।
সবাইকে ভাল থাকার শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ভাল থাকুন সবাই।
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৮
গেম চেঞ্জার বলেছেন: আপনি পলাইসেন!
যাক, একখানা সাউন স্লিপ বর্ষিত হউক, সেই কামনা করি!!
৫৯| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: বিজন দাদা, গেমু দাদা, জেন রনি দাদা ..........
আমার(পিচ্চুর) এই অবস্থার জন্য কে দায়ী তার বিচার চাই ???? সাফ এক্সেল দিয়ে আমায় মাথা ধুয়ে দিয়েছে !!!
২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৯
গেম চেঞ্জার বলেছেন: ও এম জি
৬০| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৪
অপ্সরা বলেছেন: পালাচ্ছে!!!!!!!! বিজনভাইয়া!!!!!!!!!! হা হা হা
যাও যাও পালাও পালাও!!!!!!
ইন্নিনিললাহ !
২২ শে জুন, ২০১৭ রাত ১২:০০
গেম চেঞ্জার বলেছেন: ইন্না.. কেন??? :@|
৬১| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৪
নাগরিক কবি বলেছেন: এইডা রাজুর বউ এর কেচ্ছা
২২ শে জুন, ২০১৭ রাত ১২:০১
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
রাজুর বউরে যে তুই ভাগাইছিস=---
যাউক, তুই স্বীকার করলি তাইলে!!
৬২| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৫
জেন রসি বলেছেন: ৫৪ নং মন্তব্যে অপ্সরা নামক এক ব্লগার গানের মধ্যে নাম দিয়ে কোড ডিকোডের যে খেলাটা দেখাইল এটা পুরাই ড্যান ব্রাউন থেকে নকল করা আইডিয়া! আমি এর তেব্র প্রতিবাদ জানাচ্ছি!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:০৫
গেম চেঞ্জার বলেছেন: আমিও এর তেব্র ফ্রতিবাদ জানাই!!
৬৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৬
অপ্সরা বলেছেন: ৫৯. ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৪ ০
শাহরিয়ার কবীর বলেছেন: বিজন দাদা, গেমু দাদা, জেন রনি দাদা ..........
আমার(পিচ্চুর) এই অবস্থার জন্য কে দায়ী তার বিচার চাই ???? সাফ এক্সেল দিয়ে আমায় মাথা ধুয়ে দিয়েছে !!!
বাহ কি সুন্দর!!!!!!!!!!!
বাহ বাহ বাহ !!!!!!!!!!!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:০৭
গেম চেঞ্জার বলেছেন: "এমন সুন্দর জিনিস আমি কমই দেখিয়াছি!"
রবিঠাকুরের কথা!!!!!!!!!!
৬৪| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৯
অপ্সরা বলেছেন: ৬২. ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৫ ০
জেন রসি বলেছেন: ৫৪ নং মন্তব্যে অপ্সরা নামক এক ব্লগার গানের মধ্যে নাম দিয়ে কোড ডিকোডের যে খেলাটা দেখাইল এটা পুরাই ড্যান ব্রাউন থেকে নকল করা আইডিয়া! আমি এর তেব্র প্রতিবাদ জানাচ্ছি!
বাহ ভাইয়া! প্রতিবাদের স্টাইল আই লাইক!
তুমি ঐ যে মাঝেরটা
২২ শে জুন, ২০১৭ রাত ১২:১০
গেম চেঞ্জার বলেছেন: আই রিয়েলি লাভ দ্যাট!!!!!!!!!!!!!!
একদম সাইলেন্ট এটা শুনতে পারো..
২২ শে জুন, ২০১৭ রাত ১২:১০
গেম চেঞ্জার বলেছেন: মানে একদম নিরব পরিবেশ হলে!!!!!!!
৬৫| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০০
জেন রসি বলেছেন: @শাহরিয়ার কবির,
মাথা দেইখা মনে হইতেছে না এটা সার্ফ এক্সেলের কাজ! মনে হইতেছে ভাতের গরম মাড় ঢেলে দেওয়া হয়েছে!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:১২
গেম চেঞ্জার বলেছেন: আমার মনে হচ্ছে একটা আঁচিলি মুরগিকে ঐ বনে ছেড়ে দেওয়া হয়েছিল গো-বি মরুভূমি নির্মানের উদ্দেশ্যে!!!!!!!
৬৬| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০২
আলভী রহমান শোভন বলেছেন: ছবি গুলান ফেবুতে আগেই দেখছিলাম সব মোটামুটি। তয় তমাগো পোস্টে সবগুলার কম্বো দেইখা আরেক দফা হাইসা নিলাম।
সাবিলা নূরের চৌদ্দ গুষ্টির পোস্ট খান বেশী জোস ছিল।
আর ঘুমন্ত বিড়ালের পোস্ট বেশী কিউট ছিল। আই লাইক বিলাই - খরগোশ, ইউ নো !
২২ শে জুন, ২০১৭ রাত ১২:১৩
গেম চেঞ্জার বলেছেন:
হাঃ হাঃ হাঃ
সেই কাহানী তোমার মনে আছে তাইলে! আমারও!! তবে খরগোশ বেশি কিউট!!!!!!!!
৬৭| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০৪
অপ্সরা বলেছেন: ৬৫. ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০০ ০
জেন রসি বলেছেন: @শাহরিয়ার কবির,
মাথা দেইখা মনে হইতেছে না এটা সার্ফ এক্সেলের কাজ! মনে হইতেছে ভাতের গরম মাড় ঢেলে দেওয়া হয়েছে!
হাহাহাহাহা হ্যাঁ ভাইয়াদের বাসার বুয়া এটা করেছে কারন সে রোজার মাঝে শুধু ভাত খেতে চায় তাই !
২২ শে জুন, ২০১৭ রাত ১২:১৪
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
আমি অবশ্য ভাবসিলাম অন্য কথা!!!!!!!
৬৮| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০৪
নাগরিক কবি বলেছেন: @জেনি ভাই +- @অপ্সরা আফা এই নিকের ব্যান চাই
২২ শে জুন, ২০১৭ রাত ১২:১৫
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
আমিও চাই!!!!!!!!!!
তয় লগে তোরটাও!
৬৯| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
বিচিত্র সংযোজন
২২ শে জুন, ২০১৭ রাত ১২:১৫
গেম চেঞ্জার বলেছেন:
৭০| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: জেন রসি ,
এতা কিছু বুঝিনা, আমার বিচার চাই !!! এই অবস্থার জন্য কেডা কেডা দায়ী তার একটা ময়নার মা তদন্ত, না কি যেন বলে , তা করা হোক ।।
২২ শে জুন, ২০১৭ রাত ১২:১৭
গেম চেঞ্জার বলেছেন: অঃ ওটাকে বলে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমেটি!
৭১| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০৭
জেন রসি বলেছেন: ব্লগার অপ্সরা আমার প্রতিবাদের স্টাইলকে লাইক করে আমার প্রতিবাদে এক ভিন্ন মাত্রা যোগ করেছেন! তার এই যোগ করাটাকে বিয়োগ কইরা আমি আবারো এই স্টাইল লাইক করার তীব্র প্রতিবাদ জানাইলাম!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:১৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
এই খবর শুনিয়া ফায়ারফক্সের আর ভী ফক্সের ১ ও ২ নম্বর কর্ম বন্ধ হইবার যোগাড়!!!!!!!!!!!!!
৭২| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:১০
অপ্সরা বলেছেন: ৬৮. ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০৪ ০
নাগরিক কবি বলেছেন: @জেনি ভাই +- @অপ্সরা আফা এই নিকের ব্যান চাই
কি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এই কথা শুনিয়া আমি অক্কা পাইলাম!!!!!!!!!!!!!
আমার কলিজা ভাইয়ু নারী অধিকার রক্ষককে তুমি ব্যান করতে বলো!!!!!!!!!!!!!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:১৬
গেম চেঞ্জার বলেছেন: নাঃ সাথে তারটাও!!!!!!!!!!!!!!!!!
৭৩| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:১২
অপ্সরা বলেছেন: ৭০. ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০৬ ০
শাহরিয়ার কবীর বলেছেন: জেন রসি ,
এতা কিছু বুঝিনা, আমার বিচার চাই !!! এই অবস্থার জন্য কেডা কেডা দায়ী তার একটা ময়নার মা তদন্ত, না কি যেন বলে , তা করা হোক ।।
এহ রে !!!!!!!!!!
বিচার না!!!!!!!!!
চিচার চাও!!!!!!!!
জানোনা!!!!!!!
বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁন্দে!!!!!!!!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:২০
গেম চেঞ্জার বলেছেন: ৪ সদস্যবিশিষ্ট কমিটি করে দেওয়া হইলো,
১। ময়নার মা
২। টিয়ার মা
৩। শালিক্যা
৪। উইপোকার টিবি
৭৪| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: কোথাও পেলাম না দুদন্ড শান্তি
সবাই দেখি আমার বিপক্ষে মাঠে নেমেছে.
কেউ আমার পক্ষে নেই !!! এবার আমি যাই
এখনো রাজু বউয়ের কেচ্ছা-কাহিনী অসমাপ্ত থেকে গেল,
এখন গেমুর বাড়ী তল্লাশী করা হোক !!!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:২০
গেম চেঞ্জার বলেছেন: উপরে দেখেন! ৪ সদস্যবিশিষ্ট কমিটির কতা!!!!!
৭৫| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:১৮
জেন রসি বলেছেন: @নাগরিক কবি,
আপনি যে নিকের ব্যান চাইলেন তার পাওয়ার জানেন? তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভিন্ন ভিন্ন চরিত্রে রুপান্তরির হয়ে যেতে পারেন! তিনি কখনো নদী হয়ে যান, কখনো খেলা, আবার কখনো ভ্রম! ( সুত্রঃ কাঁঠাল পাতার নেশায় আসক্ত কয়েকজনের ভ্রম থেকে পাওয়া)
২২ শে জুন, ২০১৭ রাত ১২:২৪
গেম চেঞ্জার বলেছেন: আশা করি সে এখন থেকে সাবধান হয়ে যাবে!!!!!!!
৭৬| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:২০
ডঃ এম এ আলী বলেছেন: ব্যপক বিনোদনের আয়োজন
আগামী দিনের সাইন্টিস্টের ছবিটা চ্যাম্পিয়ন ।
গিয়াস ভাইকে খবরটা দিতে হয় ভায়া সায়মা আপু !
২২ শে জুন, ২০১৭ রাত ১২:২৬
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
বেচারা এখন লাখ-কোটি টাকা গুনতেছে মনে হয়!
৭৭| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:২০
অপ্সরা বলেছেন: ৭১. ২২ শে জুন, ২০১৭ রাত ১২:০৭ ০
জেন রসি বলেছেন: ব্লগার অপ্সরা আমার প্রতিবাদের স্টাইলকে লাইক করে আমার প্রতিবাদে এক ভিন্ন মাত্রা যোগ করেছেন! তার এই যোগ করাটাকে বিয়োগ কইরা আমি আবারো এই স্টাইল লাইক করার তীব্র প্রতিবাদ জানাইলাম!
উফ এটা তো আসলেই পেচাপেচি!!!!!!!!!!!!
পেঁচার বাবা!!!!!!!!!!!!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:২৭
গেম চেঞ্জার বলেছেন: পেঁচির দাদাও!!
৭৮| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:২২
নাগরিক কবি বলেছেন: @জেনি ভাই : ওই নিক একটা ছাগল, খায় কাঁঠাল পাতা, আফনার সূত্র সঠিক হইয়্যাছে। জীবনের প্রথ্থম ইদে আফনাদের সবাইকে দাওুয়াত
২২ শে জুন, ২০১৭ রাত ১২:২৭
গেম চেঞ্জার বলেছেন: তুই পারিসনাই!!
৭৯| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:২৫
আলভী রহমান শোভন বলেছেন: আমাকে একটা খরগোশের বাচ্চা কিনে দিবা, গেমু?
২২ শে জুন, ২০১৭ রাত ১২:২৯
গেম চেঞ্জার বলেছেন:
কিনে দিব কেনো???
গিফট দিমু।
৮০| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:২৭
জেন রসি বলেছেন: ব্লগার অপ্সরা আমাকে পেঁচার বাবা বলে পেঁচাবাদী মন্তব্য করেছেন। এই পেঁচাবাদী মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
২২ শে জুন, ২০১৭ রাত ১২:২৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
আর পেঁচির দাদা হলে?
৮১| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:২৯
অপ্সরা বলেছেন: ৭৫. ২২ শে জুন, ২০১৭ রাত ১২:১৮ ০
জেন রসি বলেছেন: @নাগরিক কবি,
আপনি যে নিকের ব্যান চাইলেন তার পাওয়ার জানেন? তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভিন্ন ভিন্ন চরিত্রে রুপান্তরির হয়ে যেতে পারেন! তিনি কখনো নদী হয়ে যান, কখনো খেলা, আবার কখনো ভ্রম! ( সুত্রঃ কাঁঠাল পাতার নেশায় আসক্ত কয়েকজনের ভ্রম থেকে পাওয়া)
ঠিক ঠিক
তিনি এক মহামায়া
তিনি এক পরাবাস্তব ভ্রম, তিনি এক ভ্রম্যচারী পদাতিক বাট সাময়িক উড়ন্ত গড়ুর
তাই রামগড়ুরের ছানাদের মাঝে মাঝেই লাগ ভেলকি লাগিয়া যায় আর তখনই তাহারা দিশা হারাইয়া কপালকুন্তলার বোইন শকুনতলার সহিত গলা মিলাইয়া সমস্বরে দিকবিদিগ হারাইয়া আর্তনাদ করে ! না না উনাকে ব্যান করা আমাদের কম্ম নহে বৎস!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:৩০
গেম চেঞ্জার বলেছেন: গড়ুর !!
এটা কি? দাঁড়াও দেখে আসি!!!!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:৩৩
গেম চেঞ্জার বলেছেন: হয়তো পাখি!!
তবে এইসব ছায়াকায়া শিয়াল-শিয়ালীদের কারো কারো হার্ট অ্যাটাক হলে কিন্তু আমি দায়ি নই!!
৮২| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৩২
উম্মে সায়মা বলেছেন: আমি মোটেই এটা বলিনি। মিথ্যা অপবাদ দেয়ার অভিযোগে মামলা করে দেব
সবার কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ
২২ শে জুন, ২০১৭ রাত ১২:৩৬
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
এখন তো দেখি একটা খোঁজ দ্য সার্চ লাগাতে হবে!
৮৩| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৩৫
অপ্সরা বলেছেন: হা হা গড়ুর হলো গরুর দাদাজান!!!!!!!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:৩৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
গুগল বললো আমি কিছু জানি না এ ব্যাপারে!
৮৪| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৩৮
অপ্সরা বলেছেন: উম্মে আম্মু আপু গেমু এখন গড়ুরের পিঠে চড়ে অগ্নিবাণ নিয়ে লেজারগান ছুড়িতেছে । এলোপাথাড়ি লেজার। সবাই পালাও!!!!!!!!!
শুধু পেঁচাবাদী জিনিভাইয়া থাকুক দেখি!
সে পেঁচাপেঁচি করে এই অগ্নিবান ওরফে লেজারগান আটকাইতে সক্ষম কিনা!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:৪০
গেম চেঞ্জার বলেছেন: আমাদের মধ্যে গোপন সমঝোতা চুক্তি আছে ২০১৫ সালের ডিসেম্বরের পরে! তাই ....
৮৫| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: ময়নার মা তদন্ত কমিটি গঠন হয়েছে ,তাইলে এবার আমরা বিচার হপে !!!
লাগ ভেলকি লাগ.....................
২২ শে জুন, ২০১৭ রাত ১২:৪৫
গেম চেঞ্জার বলেছেন: এই ভেলকিতে হইপে না!!
এইবার কিছু বুইঝলেন?
৮৬| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৪৪
অপ্সরা বলেছেন: ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৪০ ০
লেখক বলেছেন: আমাদের মধ্যে গোপন সমঝোতা চুক্তি আছে ২০১৫ সালের ডিসেম্বরের পরে! তাই ....
গোপন চুক্তি!!!!!!!
ওহ !
মীরজাফর!!!!!!!!!!!!!
ওহ
সৈয়দ মীর মুহম্মদ জাফর আলী খান
২২ শে জুন, ২০১৭ রাত ১২:৪৬
গেম চেঞ্জার বলেছেন: এটা তো অনেক আগের ঘটনা!!
মীরজাফর এর যুগ শেষ!
এখন চলছে অন্য যুগ!
৮৭| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন:
গোপন চুক্তি না ওপেন চুক্তি !!!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:২০ ০
লেখক বলেছেন: ৪ সদস্যবিশিষ্ট কমিটি করে দেওয়া হইলো,
১। ময়নার মা
২। টিয়ার মা
৩। শালিক্যা
৪। উইপোকার টিবি
২২ শে জুন, ২০১৭ রাত ১২:৫১
গেম চেঞ্জার বলেছেন: এই কমিটির ওপর আস্থা রাখা যায়।
৮৮| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৫৪
রাবেয়া রাহীম বলেছেন: আমি আর নাহয় নাই কইলাম। রাবুপু আপনি কিছু বলতে পারেন!
আর কি কই চেলুনে যাই নেইমার খাট দিতে । ঈদ সামনে খাট ও দরকার
অনেক অনেক ক্ষণ ধরে হাসলাম । হাসতে হাসতে শুয়ে পরার অবসথা
ধন্যবাদ গেমু নিরমল আনন্দের জন্য। সত্যি এই বিষয়ে তুমিই এক্সপারট ।
হ্যাটস অফ গেমু।
২২ শে জুন, ২০১৭ রাত ১২:৫৮
গেম চেঞ্জার বলেছেন:
হাঃ হাঃ হাঃ
ঈদ উপলক্ষে গেমুর এ আয়োজন! আগামি কিছুদিন খুব ব্যস্ত থাকব। তাই ব্লগে ভাল একটা হাজিরা দিয়ে গেলাম।
৮৯| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: যাবে না মানে দৌড়াবে
আনহেরে মিঃ মীরজাফর কইছে !!
আমি কিন্তু মাইন্ড করছি !!
২২ শে জুন, ২০১৭ রাত ১২:৫৯
গেম চেঞ্জার বলেছেন: বেশি দৌড়ালে আবা হাঁপাবে ওরা!
৯০| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৫৮
অপ্সরা বলেছেন: ৮৯. ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৫৪ ০
শাহরিয়ার কবীর বলেছেন: যাবে না মানে দৌড়াবে
আনহেরে মিঃ মীরজাফর কইছে !!
আমি কিন্তু মাইন্ড করছি !!
শাহরীয়ার আমি জানি জানি তোমার ময়নার মা ওরফে ঘসেটি বেগম, টিয়ার মা আলেয়া বেগম আর শ্যালিকা মানে বালিকা আর তুমি নিজেই উইপোকার ঢিবির ভেতর বসে দূরনী্তিগ্রস্ত কমিটি গড়িয়াছো!
কোনো কাজ হবেনা দূর্নীতো দমন কমিশন নিয়ে আসছি !
২২ শে জুন, ২০১৭ রাত ১:০০
গেম চেঞ্জার বলেছেন: তারা আবার ঘুষ খেয়ে উল্টাপাল্টা কিছু করলে আমি দায়ী নই! হেঁ!!!!!!!!!
৯১| ২২ শে জুন, ২০১৭ রাত ১:০২
রাবেয়া রাহীম বলেছেন: তয় মনে একটা কুশ্চেন উঠছে ---ব্যাস্ত হওয়ার আগে যদি জবাবটা দিয়ে যেতেন ---
কতাখান হইল রাজুর বউ আসলে কি কারনে ভাগছিল এই ব্যাপারে কিছু জানা আছে = কি p~ ?
২২ শে জুন, ২০১৭ রাত ১:০৫
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
এই প্রশ্নের উত্তর নাগরিক কবি দেবে বলে কথা দিয়েছে!
৯২| ২২ শে জুন, ২০১৭ রাত ১:০৩
অপ্সরা বলেছেন: ৯১. ২২ শে জুন, ২০১৭ রাত ১:০২ ০
রাবেয়া রাহীম বলেছেন: তয় মনে একটা কুশ্চেন উঠছে ---ব্যাস্ত হওয়ার আগে যদি জবাবটা দিয়ে যেতেন ---
কতাখান হইল রাজুর বউ আসলে কি কারনে ভাগছিল এই ব্যাপারে কিছু জানা আছে = কি p~ ?
আমি জানি, একজন রুপবতী ভাইয়াকে দেখে !!!!!!!!!!
২২ শে জুন, ২০১৭ রাত ১:০৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
এমন হলে তো আর রক্ষে নেই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
রুপবতী ভাইটার তাইলে লাইফ শেষ!!!!!!!!!
৯৩| ২২ শে জুন, ২০১৭ রাত ১:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: অপ্সরা আমি আমি মূখ্য সুখ্য ভাই কিছুই বুঝিনা,,,,,,,,,,,,,
............. সব বিচার মানি তাল গাছ আমার !!!
২২ শে জুন, ২০১৭ রাত ১:০৭
গেম চেঞ্জার বলেছেন: তাল গাছ নিয়ে যান, তয় নিচের ঐদিকটা আমাদের!
৯৪| ২২ শে জুন, ২০১৭ রাত ১:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে ,ঠিক আছে অনেক কথা হল !!! ব্লগ আগামী ১০ দিন ছুটি .................
ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ভালো থাকুন সবাই ।।
২২ শে জুন, ২০১৭ রাত ১:১৬
গেম চেঞ্জার বলেছেন: লক্ষী ছেলের মতো কথা!
৯৫| ২২ শে জুন, ২০১৭ রাত ১:১৯
বিষাদ সময় বলেছেন: ব্যপক বিনোদন, পোষ্ট মন্তব্য সবেই।
১০) কিসের কোপ? বুঝি নাই| কোপ মানে পিস! প্রতি পিস ফটোকপি/প্রিন্ট ১ টাকা!
কোপ মানে মনে হয় কোপই। অনেক প্রেসের সাথে ইলেক্ট্রিক কাটার মেশিন থাকে, যার এক কোপে শত শত কাগজ একসাথে কেটে ফেলা যায়। সাধারণত এ সব মেশিনের প্রতি কোপ হিসাবে রেট দেয়া থাকে।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:০১
গেম চেঞ্জার বলেছেন: ঈদের পর আজ লগিন করলাম।
ডোন্ট মাইন্ড!!
আর তথ্যের জন্য ধন্যবাদ!
ঈদ মোবারক দিয়ে তো লাভ নাই! গ্যাসেগা।
৯৬| ২২ শে জুন, ২০১৭ রাত ১:৫৮
রাবেয়া রাহীম বলেছেন: অপ্সরা বলেছেন: ৯১. ২২ শে জুন, ২০১৭ রাত ১:০২ ০
রাবেয়া রাহীম বলেছেন: তয় মনে একটা কুশ্চেন উঠছে ---ব্যাস্ত হওয়ার আগে যদি জবাবটা দিয়ে যেতেন ---
কতাখান হইল রাজুর বউ আসলে কি কারনে ভাগছিল এই ব্যাপারে কিছু জানা আছে = কি p~ ?
আমি জানি, একজন রুপবতী ভাইয়াকে দেখে !!!!!!!!!! অপ্সরা বলেছেন: ৯১. ২২ শে জুন, ২০১৭ রাত ১:০২ ০
রাবেয়া রাহীম বলেছেন: তয় মনে একটা কুশ্চেন উঠছে ---ব্যাস্ত হওয়ার আগে যদি জবাবটা দিয়ে যেতেন ---
কতাখান হইল রাজুর বউ আসলে কি কারনে ভাগছিল এই ব্যাপারে কিছু জানা আছে = কি p~ ?
আমি জানি, একজন রুপবতী ভাইয়াকে দেখে !!!!!!!!!!
হা হা হা হাহ--অপ্সরা ঠিক কইয়েচেন তাই বুঝি রাজুর বউ শরমে মুখ লুকাইয়ে সেলফি দেয়
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৭
গেম চেঞ্জার বলেছেন: আপুনি, এই বান্দর মহিলাাটা কে?
৯৭| ২২ শে জুন, ২০১৭ রাত ২:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বা বাহ! গেমু বাহ! বাহ! বাহ! বা বা বা বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! গেমু বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বা বাহ! বাহ! বাহ! বাহ! গেমু বা বা বা বাহ! বাহ! বাহ! বাহ বা বা বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বা বাহ! বাহ! বাহ! বাহ! বা বা বা বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বা বাহ! বাহ! বাহ! বাহ! বা বা বা বাহ! বাহ! বাহ! বাহ বা বা বাহ!
বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বা বাহ! গেমু বাহ! বাহ! বাহ! বা বা বা বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! গেমু বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বা বাহ! বাহ! বাহ! বাহ! গেমু বা বা বা বাহ! বাহ! বাহ! বাহ বা বা বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বা বাহ! বাহ! বাহ! বাহ! বা বা বা বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বাহ! বা বাহ! বাহ! বাহ! বাহ! বা বা বা বাহ! বাহ! বাহ! বাহ বা বা বাহ!
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৮
গেম চেঞ্জার বলেছেন: আহঃ আহঃ
৯৮| ২২ শে জুন, ২০১৭ রাত ২:২৮
ফেরদৌসা রুহী বলেছেন: ব্যাপক বিনোদন।
রাজুর বউ কেন ভাগছে,কার সাথে ভাগছে আমি জানি কিন্তু কমুনা।
গেম ভাই একটা ছবি দেন ফিরিচ।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৮
গেম চেঞ্জার বলেছেন: কিছু কিছু ব্যাপার আছে জানলেও চুপ থাকা ভাল। বিশেষ করে এই বান্দর(জেসন) এর গোপন ব্যাপার স্যাপার.....
৯৯| ২২ শে জুন, ২০১৭ রাত ২:৫০
সচেতনহ্যাপী বলেছেন: বিচিত্র সব ডায়ালগ আর কান্ড-কারখানা দেখে হাসছি।। অবশ্য প্রবাসে থাকার সুবাদে এমন অনেককেই দেখেছি পাঁচলাইন ঠিকমত লিখতে পারবে না অথচ ফেবুতে বিখ্যাত!!
আসলে পরো লেখাটাই মজজর হলেও বাস্তবিকই খাটি।।
আপনাদের দুজনকেই লাইক দিলাম, ভাগাভগি করে নিয়েন।। ( বানরের পিঠাভাগের মত যেন না হয় )।।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১১
গেম চেঞ্জার বলেছেন: ফেবুতে বিঃখ্যাত হতে হলে অস্বাভাবিক কাজকর্ম করা অতিশয় ফলদায়ক!
লাইক তো পুরাটাই আমি খেয়ে ফেলসি
১০০| ২২ শে জুন, ২০১৭ রাত ২:৫১
সচেতনহ্যাপী বলেছেন: ভুলে গেছিলাম বলে আবার এলাম!! কাহুর ছবর জন্য এক্সট্রা লাইক !!
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৩
গেম চেঞ্জার বলেছেন:
উনার অবস্থা বেশি ভাল না। আর লোকটার মতিগতি যাই হোক, আমি খুব খারাপ করে দেখি না।
১০১| ২২ শে জুন, ২০১৭ সকাল ৭:১৪
নায়না নাসরিন বলেছেন: উনার মতলব কিন্ত ভাল না ডোনাল্ড এরশাড
হা হা হা হা হা হ্যাটস অফ গেমু ভাইয়া হাসতে হাসতে পেট ব্যথার ইমু কই
++++++++
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৫
গেম চেঞ্জার বলেছেন: এই যে.....
১০২| ২২ শে জুন, ২০১৭ সকাল ৯:২৭
মোস্তফা সোহেল বলেছেন: মাজা পাইলুম। আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা গেমু ভাইয়া।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৭
গেম চেঞ্জার বলেছেন:
আমি ছিলাম না।
এখন শুভেচ্ছা জানিয়েও তো লাভ নাই। :
১০৩| ২২ শে জুন, ২০১৭ সকাল ১০:০৪
নীলপরি বলেছেন: বাহ , বেশ লাগলো ।
আপনাকেও ঈদের শুভেচ্ছা ।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৮
গেম চেঞ্জার বলেছেন:
১০৪| ২২ শে জুন, ২০১৭ সকাল ১০:১২
রক বেনন বলেছেন: সাইন্টিস্ট যুগলের এক্সপেরিমেন্ট কিন্তু মারাত্মক!!!
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৯
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
১০৫| ২২ শে জুন, ২০১৭ সকাল ১১:২৩
হাতুড়ে লেখক বলেছেন: মদা পেলুম। সবাইকে ইদের শুভেচ্ছা।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২০
গেম চেঞ্জার বলেছেন:
মদা
এৎুর লাগি ময়দা হই গেসিল
১০৬| ২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৪২
বিজন রয় বলেছেন: এই পোস্ট এখনো আছে!!
ব্যান করে নাই??
ও সবাই ঘুমিয়ে পড়েছিল।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২১
গেম চেঞ্জার বলেছেন: //বিজন রয় বলেছেন: এই পোস্ট এখনো আছে!!
ব্যান করে নাই??//
হাঃ হাঃ হাঃ
আপনি তাইলে অনেক কম জানেন
১০৭| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৫
ধ্রুবক আলো বলেছেন: এইডা কেমুন অইছে গেমু ভাই!
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৬
গেম চেঞ্জার বলেছেন: ওরে আল্লারে!!!
১০৮| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৮
ধ্রুবক আলো বলেছেন: এইডা কেমুন অইছে গেমু ভাই!
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৮
গেম চেঞ্জার বলেছেন: এটা কিন্তু অনেক বাস্তব দৃশ্য!!
১০৯| ২২ শে জুন, ২০১৭ দুপুর ২:০৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: বাহ,ভাই।সবগুলা দেখতে পারি নাই।কারণ বলাই আছে নিচের দিকে যাওয়া নিষেধ।
তয়,ভাই,রাজুর বৌ নিশ্চয়ই গেমু নামক কারো সন্ধান পাইছিলো তাই ভাগছে।
মিছা কথা কইলাম আর কি,সবগুলাই পড়ছি আর বিনুদিত হইছি।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩০
গেম চেঞ্জার বলেছেন: নিষেধ!!!!!!!!!!
এই শব্দ তো এই প্রথম দেখলাম
যাউকগা, বিনুদিত হইছো এর লাগি
১১০| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৩:১০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফানি
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩০
গেম চেঞ্জার বলেছেন: কুনু সন্দেহ নাই!
১১১| ২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাজুর বৌরে ভাগাইলেন কেন?
এখন কোথায় রাখছেন?
কৃষ্ণ দারচে লুনে এই খাট নাই?
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩১
গেম চেঞ্জার বলেছেন:
লিটন ভাউ,
এ কি খাট দেখাইলেন!!
নিউ আইডিয়া মিল গেয়া!
১১২| ২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছোট্টবেলার দুই সায়েন্টিস্ট রাজু আর গেমু।ছবির এক্সপেরিমেন্টা গেমুর.............সেই থিকা বেচারা অপারগতায় সিঙ্গল।গেমুর কুবুদ্ধিতে একি এক্সপেরিমেন্ট চালাইছে রাজু বড়বেলায়।
সেই কারণে রাজুর বউ ভাগসে (লিটন ভাইর কাছে খোঁজ থাকলেও থাকতে পারে...............)
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৪
গেম চেঞ্জার বলেছেন: ছবির এক্সপেরিমেন্টো তুর ছুডুবেলার এইডা কইনাই বইলা এই মিছা কথা???
হায়রেহঃ
এর জইন্যই কয়- উপকারিরে বাঘে খায়!
হুম!
১১৩| ২২ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মহা সুন্দর চমৎকার এবং আনন্দ দায়ক। নিজে দেখলাম অন্যকে দেখালাম। গেমুর জন্য ঈদ মোবারক।
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৫
গেম চেঞ্জার বলেছেন:
ধ্যন্যা!!
১১৪| ২২ শে জুন, ২০১৭ রাত ৯:২৩
রাবেয়া রাহীম বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছোট্টবেলার দুই সায়েন্টিস্ট রাজু আর গেমু।ছবির এক্সপেরিমেন্টা গেমুর.............সেই থিকা বেচারা অপারগতায় সিঙ্গল।গেমুর কুবুদ্ধিতে একি এক্সপেরিমেন্ট চালাইছে রাজু বড়বেলায়।
সেই কারণে রাজুর বউ ভাগসে (লিটন ভাইর কাছে খোঁজ থাকলেও থাকতে পারে...............)
কেকাপ্পার এই হোটেলের এমুন খাওন খাইয়া কি করির মাথায় আজ এত্তগুলান বুদ্ধি
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৬
গেম চেঞ্জার বলেছেন: কি করি একটা মিথ্যুক- উপরে দেখো আপুনি আমি কি বলেছি!!
১১৫| ২২ শে জুন, ২০১৭ রাত ৯:২৪
আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,
এমন মজাদার পোস্টের হাসি তো যেমন তেমন হবেনা । মান-ইজ্জত থাকবেনা ।
তেমন হাসি কোথায় পাওয়া যাবে যদি বলতেন তবে সে হাসিটি দেয়া যেত ..........
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৬
গেম চেঞ্জার বলেছেন:
এটাই সেই হাসি!
কি ঠিক বলিনি?
১১৬| ২২ শে জুন, ২০১৭ রাত ৯:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: হাঃ হাঃ হাঃ
বেচারা এখন লাখ-কোটি টাকা গুনতেছে!!
রাজুর বৌ পালিয়ে কোন দিকে যাবে !!!
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৭
গেম চেঞ্জার বলেছেন: রাজুর বৌ কোনু দিকে যাইবে না। অলরেডি গান!
১১৭| ২৩ শে জুন, ২০১৭ রাত ৩:১৬
কাছের-মানুষ বলেছেন: হা হা
সবগুলোই মজাদার সুস্বাদু হয়েছে।
প্লাস
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৭
গেম চেঞ্জার বলেছেন:
১১৮| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @ রাবেয়া রাহীম
লেজকাটা গেমু শেষে
রাজুরেও কাটালো;
সে সুযোগে লিটনদা
বউটারে ভাগালো।
কথা দিয়েছিলো তারে
সিধা যাবে কাজী বাড়ি;
লাল নীল খাব দেখে
সাথে সাথে রাজি নারী।
খুঁজে খুঁজে অবশেষে
বাড়ি গেলো শেষে এক;
লিটনদা তারে কয়
সাইনবোর্ডে লিখা দেখ।
''কাজীবাড়ি'' লিখা দেখে
রাজুবউ আড়ালে;
পুলকে হাতটি ধরে
লিটনদা বাড়ালে।
ক্রুর হেসে লিটনদা
বুলায় হাত দাঁড়িতে;
হাত ধরাধরি করে
ঢুকে শেষে বাড়ীতে।
কাজীসাব কলে গেছে
লেট হবে ফিরতে;
এই কয়ে লিটনদা
কাছে আসে ভীরতে।
এই যাহ,করছ কি
ছাড়ো পাজি দুষ্ট;
এটুকুনি শোনা গেছে
দুর থেকে পষ্ট।
এভাবেই রাতখানা
কেটে গেলো সুখেতে;
সবি লাগে সুখ সুখ
রাজুবউ'র চোখেতে।
আবেশে চোখটি মেলে
পাশ ফিরে চাইলো;
আরে একি!!লিটনদা
দেখে পাশে নাই লো।
পড়ে আছে খোলা চিঠি
যেখানে সে ছিলো শোয়া;
পড়েই বুঝলো ভাবি
ঘটনাটা পুরা ভুঞা।
সে চিঠিতে লিখা আছে
রাজুরে যে দিলো ফাঁকি;
মোরে দিতে কত'খন
বিয়েতে ঠকবো নাকি?
'কাজীবাড়ি' আসলে সে
কাজী ফাতেমার বাড়ি;
বেড়াতে গিয়েছে সবে
লিটনেরে চাবি ছাড়ি।
সে সুযোগে লিটনদা
নাটকটা পেতেছে;
ছল করে এ জীবনে
কত মাছ গেঁথেছে!!
রাজুবউ'র কি যে দশা
করেছ কি কল্প?
শোধ সে কি করে নেয়
ভীন এক গল্প।
কাহিনীতে আরো আছে
ম্যালা টুইস্ট জমকে;
সিনেমাও ফেল খায়
শোনে যাবে চমকে।
ফের কভু ক'বো বুবু
বাদবাকী ঘটনা;
একদিনে ফুরোবেনা
ঘটনাটা ছোট না।
(নিছক এক ফান ছড়া
ফ্যাক্ট কেউ খুঁজনা;
লিটনদা ভালা লোক
তারে ভুল বুঝনা।)
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪০
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
মাজা আ গেয়া পিচ্চি!
তুই পারিস সাচ্চি
মিসা কথা গিলতে
কইতে, বানাইতে
ধরি মাছ না ছুঁই পানি
তোরে তো আমি জানি!
লাভ নাই বাবুরাম,
খাইবি উদার মাধ্যাম!
১১৯| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:২২
আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,
গেম চেঞ্জার বাড়ী আছেন তো ????
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪১
গেম চেঞ্জার বলেছেন: বাড়ি ছিলাম না জি.এস ভাই!
আমি কিন্তু আগেই শুভেচ্ছা জানিয়েছি!
১২০| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
ডঃ এম এ আলী বলেছেন: আসন্ন ঈদে জীবন হোক সুখময়
ঈদ মোবারক রইল
৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৩
গেম চেঞ্জার বলেছেন: ধন্যবাদ আলী ভাই!
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ফাষ্ট