নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নকে খুঁজে ফিরি সারাক্ষণ.. স্বপ্ন সে তো সত্যি নয়বুঝিনা কখনও....

এহতেশাম আহমেদ

গ্যাপম্যান

এহতেশাম আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অনেকদিন প্রাণ খুলে হাসি না....চলুন একটু চেষ্টা করি (মজার কিছু জোকস্) ১৮+/- সংগৃহীত

০৩ রা জুন, ২০১৭ ভোর ৪:১২

১। বল্টুকে নিয়ে দারুণ কিছু জোকস্

লজ্জা

শিক্ষকঃ বলতো বল্টু মেয়েদের লজ্জা বেশি না, ছেলেদের বেশি..?
বল্টুঃ ছেলেদের।
শিক্ষকঃ কিভাবে..?
বল্টুঃ স্যার, সব ফিল্মে মেয়েরা হাফ প্যান্ট পরে আর ছেলেরা পরে ফুল প্যান্ট।
শিক্ষকঃ হারামজাদা দাড়া শয়তান।


বঙ্গানুবাদ
শিক্ষক : "কেলিনু শৈবালে ভুলি কমল কানন" - এই লাইনটির অর্থ কি?
বল্টুঃ "দোষটা কমল আর কাননের ছিলো কিন্তু আমি ভুল করে শৈবালকে কেলিয়ে দিয়েছি।"


কে বড়..?
শিক্ষকঃ বলতো বল্টু তুমি বড় না তোমার বাবা বড়..?
বল্টুঃ আমি স্যার।
শিক্ষকঃ কিভাবে..?
বল্টুঃ স্যার, আমি এখন আর আমার মায়ের সাথে ঘুমাই না, কিন্তু বাবা এখনও মায়ের সাথে ঘুমায়।


আমি কী করে বলব?
বল্টু..বাইরে থেকে দরজা নক করছে…।
ভেতর থেকে: কে?
বাইরে থেকে বল্টু : আমি।
ভেতর থেকে : আমি কে?
বাইরে থেকে বল্টু : আরে, আপনি কে আমি কী করে বলব?


হাতে ওটা কি?
মিলিটারী একাডেমীতে ট্রেনিং চলছে ...
ক্যাডেট পল্টুকে OFFICER জিজ্ঞেস করল : "তোমার হাতে এটা কি ?”
পল্টু : "Sir, এটা বন্দুক ...!"
OFFICER : "না ! এটা বন্দুক না ! এটা তোমার ইজ্জত , তোমার গর্ব , তোমার মা হয় মা !"

তারপর দ্বিতীয় ক্যাডেট বল্টুকে OFFICER জিজ্ঞেস করল : "তোমার হাতে এটা কি ?"
বল্টু : "Sir, এটা পল্টুর মা , ওর ইজ্জত , ওর গর্ব ! আমাদের কাকিমা হয় কাকিমা !


২। স্বামী স্ত্রী বিষয়ক মজার কয়েকটা জোকস্

স্বামীর মৃত্যু

পুলিশ: আপনার স্বামী মারা গেলেন কী করে ?
মৃতের স্ত্রী: জানি না স্যার! হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেই বললেন, "জলদি কিছু দাও পেটে ইঁদুর দৌড়চ্ছে।"
….তাই আমি ইঁদুর মারার বিষ দিয়েছিলাম। ..ব্যস উনি তারপর থেকে আর উঠছেন না।


বুদ্ধিমান স্বামী
#১
বউঃ দেখো, পাশের বাড়ির রায়বাবু একটা ৫০ ইঞ্চির টিভি কিনেছে, তুমি ও একটা কিনে আনো না...
স্বামীঃ প্রিয়তমা, যার কাছে তোমার মতো সুন্দরী বৌ আছে সে কেন ফালতু টিভি দেখে সময় নষ্ট করবে ! !
বউঃ ওহ, তুমি না ........... যাই, তোমার জন্যে জলখাবার নিয়ে আসি...

#২
বউঃ হ্যাঁ গো, তুমি আমার জন্মদিন কি করে ভুলে গেলে ?
স্বামীঃ কি করে তোমার জন্মদিন মনে রাখি, তোমাকে দেখে মনেই হয় না, তোমার এত বয়স বেড়ে গেছে !...
বউঃ সত্যি ? যাই, একটু স্পেশাল চা করে আনি...

#৩
স্বামী স্ত্রী তে ঝগড়া চলেছে .....
বউঃ আমি পুরো ঘর সামলাই, রান্নাঘর সামলাই, বাচ্চাদের সামলাই.. তুমি কি করো ?
স্বামীঃ আমি নিজেকে সামলাই, তোমার নেশা ধরানো চোখ দু'টো দেখে .....
বউঃ (লাজুক চোখে) তুমি না….! !


স্বামী-স্ত্রীর কথপোকথন (শুুধুমাত্র বড়দের জন্য)১৮+
স্বামী: ঢুকেছে?

স্ত্রী: হুমমম..

স্বামী: পুরোটা?

স্ত্রী: পুরোটাই তো!..

স্বামী: ব্যাথা পাও?

স্ত্রী: না।

স্বামী: টাইট লাগে নাতো?

স্ত্রী: একটু লাগে, কিন্তু আরাম...!!

স্বামী: ভালো লাগছে?

স্ত্রী: হ্যাঁ...

স্বামী: আরাম পাচ্ছো তো?

স্ত্রী: উমমমম...
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
স্বামী: তাহলে আর ঘোরাঘুরি না করে এই জুতো জোড়াই কিনে নিই চলো।

সবগুলো জোকস্ই ইন্টারনেট থেকে সংগৃহীত

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৮:৩৩

এহতেশাম আহমেদ বলেছেন: কেউ কি কষ্ট করে একটু হাসতে পেরেছে???? নাকি হাসির চেষ্টা বিফলে গেল???? ঠিক বুঝতে পারছিনা...।

২| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: হাসিতে পারিলাম না ভাই এখন কি করিব?

০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:১৪

এহতেশাম আহমেদ বলেছেন: হাসতে পারার চেষ্টা যে করেছেন, এতেই কৃতজ্ঞ।

তবে ভাই এখন একটি কাজ আপনি করিতে পারেন বা করা আপনার একান্ত কর্তব্যও বটে। তাহা হইলো, আপনার প্রিয় কোনো জোকস্ থাকিলে মানে যে জোকস্ খানি শুনিয়া বা পাঠ করিয়া আপনার হাসি পাইয়াছিল তাহা শেয়ার করিতে পারেন....।

ধন্যবাদ মোস্তফা ভাই।

৩| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:৩৩

আহমেদ শামস্‌ বলেছেন: মোস্তফা ভাইজান মনে হয় এইবার ফাইঁস্যা গেছেন। হা হা হা হা.....।

০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:৩৭

এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুদ্ধিমান স্বামী আসলেই বুদ্ধিমান ;)

জুতা কিনতে এত্ত কিছূ :P =p~ =p~ =p~

০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:৪৩

এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

ভাই বিদ্রোহী খেয়াল করে দেখুন আমরা জুতা কিনতে গেলে কিন্তু এই বিষয় গুলা ঠিকই যাচাই করি। :-B

৫| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১১:১১

কানিজ রিনা বলেছেন: দুই একটা পড়ে হাসি পেল, কিন্তু শেষেরটা
এবনরমাল হয়েছে।

০৩ রা জুন, ২০১৭ সকাল ১১:৩৩

এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

তবে শেষেরটা সম্বন্ধে আসলে কি বুঝাতে ( ভাল না মন্দ) চেয়েছেন তা বুঝি নাই। :|

৬| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:৩৯

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল।

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:২৬

এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

৭| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মজা পেয়েছি

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১২:০০

এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

ইন্টারনেট থেকে সংগৃহীত আমার কপি পেষ্ট করা কয়েকটা জোকস্ আপনাদের (পাঠকদের) একটু সময়ের জন্য হলেও আনন্দ দিয়েছে..। এতে নিজের মধ্যে অন্যরকম একটা ভাল লাগা কাজ করছে। যারা আমার এই লেখাটি পড়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আপনাদের কে মজা পাওয়ার খোড়াক যোগানের চেষ্টা করবো।

সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো।।

৮| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৩৯

নাদিম আহসান তুহিন বলেছেন: হাসিনা→ হাসি না। দুটো আলাদা শব্দে লিখতে হবে। একই শব্দ হলে সেটা নাম প্রকাশ করে।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১২:১৩

এহতেশাম আহমেদ বলেছেন: নাদিম ভাই অনেক ধন্যবাদ আপনাকে।

ইতিমধ্যে লেখাটির শিরোনাম এডিট করে সঠিক করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূ্র্ণ একটি ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক অনেক ধন্যবাদ নাদিম ভাই।

৯| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: বুদ্ধিমান স্বামীদেরটা ভাল লেগেছে।।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৩৫

এহতেশাম আহমেদ বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য এবং আপনার কাছে সবচেয়ে ভাল লেগেছে যে জোকস্ টি তা জানানোর জন্য বিশেষ ভাবে কৃতজ্ঞ।

১০| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:২৯

এহতেশাম আহমেদ বলেছেন: আমার এই পোষ্ট টি সর্বাধিক পঠিত হিসেবে আলোচিত ব্লগে স্থান পেয়েছে!!! আমি অত্যন্ত আনন্দিত। সকল পাঠকবৃন্দের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। জোকস্ বিষয়ক লেখা আরও পোষ্ট করার অনুপ্রেরণা পেলাম।

তবে পাঠকবৃন্দের কাছে আমার একান্ত অনুরোধ, যে জোকস্ টি আপনাদের কাছে সবচেয়ে বেশী ভাল লাগে তা শেয়ার করবেন। এছাড়া আপনাদের নিজেদের সংগৃহীত প্রিয় কোনো জোকস্ টি ও যদি শেয়ার করেন তাহলে আমরা সবাই আরও বেশী প্রাণ খুলে হাসতে পারার সুযোগ পাবো।

সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

১১| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: আমি দু/একটা কপি/পেষ্ট করবো।।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৫০

এহতেশাম আহমেদ বলেছেন: অপেক্ষায় রইলাম......

০৪ ঠা জুন, ২০১৭ রাত ২:০৩

এহতেশাম আহমেদ বলেছেন: সচেতনহ্যাপী আপনি দু/একটা কপি/পেষ্ট করবেন জেনে আপনাকে আরও অনুপ্রেরনা যোগাতে এবং আমার এই পোষ্ট টি সর্বাধিক পঠিত হয়ে আলোচিত ব্লগে স্থান পাওয়ার আনন্দে সকল পাঠকবৃন্দের সম্মানে একটি জোকস্ নিবেদন করছি অল্প কিছুক্ষনের মধ্যে.....চোখ রাখুন মন্তব্য অংশে.......

১২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ২:১০

এহতেশাম আহমেদ বলেছেন: অনেকদিন প্রাণ খুলে হাসি না....চলুন একটু চেষ্টা করি (মজার কিছু জোকস্) ১৮+/- সংগৃহীত [পর্ব-২] এর ট্রেইলার......



নোমিনেশন
জাতীয় নির্বাচনে জনৈক প্রার্থী নোমিনেশন জমা দিতে গেছে।
যে কোন কারনে ফরমটা ছিল ইংলিশে। এক জায়গায় লেখা ছিল -
Sex: ________
প্রার্থী লিখছে….
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
“দিনে ২ বার।“

এইটা দেখে রিটার্নিং অফিসার একটা ধমক দিছে, "কি মিঞা! এই সব কি লিখছেন?
এখানে লিখতে হবে ছেলে নাকি মেয়ে ।“
তখন ওই প্রার্থী বলে…..
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
"নাউজুবিল্লাহ্, ছেলে কেন হবে মেয়ে....মেয়ে"

১৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ২:১৩

এহতেশাম আহমেদ বলেছেন: সবাইকে শুভেচ্ছা ও শুভরাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.