নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের কবি ব্লগ

গাজী তারেক আজিজ

শখের কবি।

গাজী তারেক আজিজ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীটা পুড়ে হয় রাতের আল্পনা

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০







পৃথিবীটা পুড়ে হয় রাতের আল্পনা,

যে মন ভেঙ্গেছো তুমি,

তার আর জোড়াও লাগবে না,

আমি আজও শিখিনি ছলনা।



পুড়বো আমি বাকি জীবন দ্রোহের অনলে,

তোমার দেয়া বিষাদে তাই আজও মন জ্বলে,

এতো নিষ্ঠুর তুমি কি করে হলে?



মরণের পরে যদি আরেক জনম থাকে,

সে জনমেও আমি আর

তোমাকে চাইবো না,

নিজে নিজে খুঁজে নিবো নিয়ত সান্ত্বনা,

বিষাদের নীল আর আকাশ নীলের কোন ব্যবধান খুঁজি না।



একবার ভেবেছিলাম ভালোবেসে যাবো মরণপণ,

সে কথা আমি আর রাখতেও পারবো না,

সব ভুলে অপার হবো, নিজেরে করিবো সমর্পণ

তবে, বাঁচার প্রয়োজনে তবু ক্ষমাও চাইবো না।







২৫/১০/১৩

১০:৫৪pm

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.