নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রান্সের এক নামকরা ব্যাংকে....ব্যাংক ডাকাতির সময়...ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোন নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের!
কিন্তু জীবন গেলে যাবে আপনার!
তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।"
এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল।
এই ব্যাপারটাকে বলে "Mind Changing Concept” অর্থাৎ মানুষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।
সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার অসাবধানবশত তার কাপড় পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল। ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, "আপনার কাপড় ঠিক করুন! আমরা ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না।"
এই ব্যাপারটাকে বলে "Being Professional” অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, ঐটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।
যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো.....তখন এক ছোট ডাকাত(MBA পাশ করা) ডাকাত দলের সর্দার(যে Class 5 পর্যন্ত পড়াশোনা করেছে) -কে বললো, "বস চলুন! টাকাটা গুনে ফেলি।"
ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনই প্রয়োজন নেই। একটু পরে টিভি অন করলেই, নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কত টাকা নিয়ে এসেছি।
এই ব্যাপারটাকে বলে "Experience"
অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে যেয়েও কাজ করতে পারে, ইহা তার উৎকৃষ্ট প্রমাণ।
ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই, ব্যাংকের কর্মচারি...ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলুন পুলিশকে ফোন করে দিই...এখন ফোন করে দিলে ওরা বেশিদূর যেতে পারবে না।
ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদের -কে আমাদের জন্যই এই ২০ লক্ষ টাকা নিয়ে যেতে দেওয়া উচিত, তাহলে আমরা যে ৭০ লক্ষ টাকার গরমিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।
এই ব্যাপারটাকে বলে, "Swim with the tide" অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।
কিছু সময় পরেই টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ লক্ষ টাকার ডাকাতি। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ লক্ষ এর বেশি বাড়াইতে পারল না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বললো,"শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এত কিছু ম্যানেজ করে মাত্র ২০ লক্ষ টাকা নিলাম! আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ লক্ষ টাকা সরিয়ে দিল। শালা চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই ত বেশি লাভ হত।"
এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold!"
অর্থাৎ অসির চেয়ে মসী বড়।(তরবারীর থেকে কলমের জোড় বেশি)
ব্যাংক ম্যনেজার হাসছে, কেননা তার লাভ ৮০ লক্ষ। ৭০ লক্ষ টাকার গরমিল করেও সে আরো ১০ লক্ষ টাকা নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।
এই ব্যাপারটাকে বলে, "Seizing the opportunity/Daring to take risks!"
অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিত।
**********************************
কেমন লাগলো জানাতে ভুলবেন না !!
কৃতজ্ঞতা: Sumanta Narayan Gadai Saha এর ফেসবুক পোষ্ট ।
২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৭
গেছো দাদা বলেছেন: তাই নাকি ? জানতাম না । তবে আমার এটি ফেবু বন্ধুর কাছ থেকে নেওয়া ।
২| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৩:০৪
ড্যানি বিশ্বাস বলেছেন: সুপার!
৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৩:০৭
শফিউল আলম চৌধূরী বলেছেন: ওয়াও, কি কিউট ঘটনা.... তো ভায়া... ফ্রান্সের কোন নাম করা ব্যাংকে জানি ঘটনাটা ঘটেছিলো?
২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৯
গেছো দাদা বলেছেন: হা হা হা .....
৫| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৩
সাজসাজু বলেছেন: ভালো লেগেছে ।
৬| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩
ক্স বলেছেন: এই কৌতুক প্রথমে শুনেছিলাম মীরাক্কেলে। তারপর বোধ হয় ৭/৮ বার সামুতে পাবলিশ হল।
৭| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই লেখাটা ফেসবুকে অনেকবার পড়া হয়েছে, তবুও ভাল লাগল।
৮| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫০
ইমরান আশফাক বলেছেন: খুবই ভাল লাগলো আমার।
৯| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫০
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: শিরোনামটা দিয়ে সবাইকে টেনেছেন! ভালো লেখা। চতুর্থবার পড়লাম।
১০| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৫
সুমন কর বলেছেন: পড়ে মজা পেলাম। উৎস দেয়ার জন্য এবং আমাদের কাছে শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৮
নূর-ই-হাফসা বলেছেন: বাহ কি খারাপ বুদ্ধি ।
মজার লাগলো
১২| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১২:১১
অর্ক বলেছেন: বেশ কমাস বা বছর খানেক আগে ফেসবুকে পড়েছি। মৌলিক যার লেখা, তাকে কুর্ণিশ।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৩
শাহিন বিন রফিক বলেছেন: গত পরশুদিন সেম একখানা লেখা এখানে জন্ম নিয়েছিল